History of dakshin dinajpur, bangla bible, DAKSHIN DINAJPUR, Uttar DINAJPUR, Malda, chiristanity, santhal,indian tribe,mahli tribe, unknown facts, tourist place of Malda, tourist place of Dakshin DINAJPUR ,bible, bible story, bible story in bangla,dakshin dinajpur news,adibashi,sautal,indian tribe culture,

TRANSLATE ARTICLE TO YOUR LANGUEGE

সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

বাইবেলের কাহিনী আব্রাহামের কানান দেশে গমন।। BIBLE STORY ABRAHAM TRAVELING TO KANAN.

আমরা ইতিহাসের পাতায় অনেক বার পরেছি "মেসোপটেমিয়া" নামে একটি সমৃদ্ধশালী সভ্যতা ছিল পৃথিবীতে । কিন্তু তা সময়ের সাথে সাথে ধ্বংস হয়ে যায়। বাইবেলেও মেসোপটেমিয়া দেশের উল্লেখ পাওয়া যায়। এই মেসোপটেমিয়ার পার্শবর্তি এলাকা পরিচিত ছিল কানান প্রদেশ নামে। তাই বলতে হয়, বাইবেলের মতে ইসরায়েলের আদি নাম ছিল কানান প্রদেশ। পরবর্তী কালে ইজরাইলদের আদি পিতা আব্রাহাম কনান প্রদেশের নাম পাল্টে দিয়ে ইসরায়েল  নাম রাখেন।
আব্রাহাম,  abraham
আব্রাহামের ঈশ্বর দর্শন 
বাইবেল অনুসারে মেসোপটেমিয়া ও অন্যান্য দেশের লোকেরা এক ঈশ্বরবাদে বিশ্বাসী ছিলেন না , বহু দেবতায় বিশ্বাসী ছিলেন , তাদের মতে পৃথিবী, চন্দ্র, সূর্য প্রত্যেকে আলাদা আলাদা করে এক একটি দেবতা, এবং তাদেরকে আলাদা আলাদা ভাবে পুজা করতো৷

আব্রাহামের পরিচয় ও ঈশ্বর দর্শন 

মেসোপটেমিয়া প্রদেশেই বাস করতেন অব্রাম নামের এক ধনী ব্যক্তি , তিনি তার ভাইপো লোট আর স্ত্রীর সঙ্গে বাস করতেন । ধনী ব্যাক্তি হিসাবে তার কাছে অনেক ক্রীতদাস ছিল কিন্তু তিনি ছিলেন অন্য মেসোপটেমিয়া বাসীদের থেকে আলাদা ছিলেন ৷ আব্রাম ছিলেন এক ঈশ্বরে বিশ্বাসী ,তিনি একমাত্র সত্য ঈশ্বর বা প্রভুতে বিশ্বাস করতেন । যে ঈশ্বর সূর্য্য, চন্দ্র ও তারাদের সৃষ্টি করেছেন ।একদিন ঈশ্বর অব্রামকে দেখা দেন এবং তাকে মেসোপটেমিয়া ছেড়ে সুদুর এক দেশ কানান প্রদেশে চলে যেতে বলেন , এবং সঙ্গে তার স্ত্রী আত্নীয় ,ও ক্রীতদাসদের ও নিয়ে যেতে বলেন। তখন তার বাস ছিল ৭৫ বছর।

ইজরায়েল রাষ্ট্রের গঠন 

ঈশ্বর যা বললেন আব্রাহাম তাই করলেন, ঈশ্বর আব্রামকে আকাশের দিকে তাকিয়ে তারাগুলো গুনতে বললেন, ঈশ্বর তাকে আশ্বাস দিলেন এই আকাশের তারার মতোই তার বংশবৃদ্ধি হবে, এবং তিনিই পরিচিত হবেন ইজরায়িলদের প্রথম পিতা। আব্রাম তার স্ত্রী মাইলের পর মাইল হাটতে হাটতে আত্নীয় ,ও ক্রীতদাসদের ও নিয়ে যেতে শুরু করলেন অবশেষে তারা কানান প্রদেশের শেখেম নামে একটি জায়গাই পৌঁছলেন। সেই জায়গাটি ছিল একটি পবিত্র স্থান,  কারণ এই স্থানেই লোকেরা গিয়ে ঈশ্বরের উপাসনা করতেন।
আব্রাহামের কানান প্রদেশ গমন ।
ঈশ্বর পুনরায় আব্রাহামকে দেখা দিলেন আর বললেন "একদিন এই দেশ তোমার সন্তানদের হবে ।" আর অব্রামের নাম পরিবর্তন করে রাখলেন "আব্রাহাম " যার অর্থ হল ""বহুজাতির জনক";  ও তার স্ত্রী সারির নাম পাল্টে রাখলেন সারা, যার অর্থ ছিল "রাজকুমারী "। কানান প্রদেশে থাকা কালীন অব্রাহাম  কনান দেশের নাম পাল্টে "ইসরায়েল " নাম করলেন | এই ভাবেই ইজরায়েলে ঈশ্বর আশীর্বাদ পুষ্ট নতুন জাতি ও নতুন রাষ্ট্রের সৃষ্টি হল ।
WhatsApp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন