রাজারানির কাহিনী আর কিংবদন্তি আমরা ছোট থেকেই শুনে আসছি, সেটা কখনো ঠাকুমার ঝুলি হিসাবে, আর কখন ইতিহাসের পরা হিসাবে । রাজা রানিদের গল্প শুনতে তো বেশ ভালোই লাগে, কিন্ত ইতিহাস হিসাবে মনে রাখতে খুব বিরক্তিকর লাগে। কিন্তু আবার হিন্দি ফিল্মে ঐতিহাসিক রাজাদের উত্থান পতন দেখলে প্রান জুরে যাই। ঠিক এমনি মনরোন্ঞ্জন পুর্ন কাহিনী রয়েছে কোচবিহারের রাজবাড়ীর আর রাজপরিবারের। মুলত একটি জাতি (মেচিয়া) বা কোচ জাতিকে জি আই টেগ হিসাবে ধরে নিয়ে, উত্তরবঙ্গের শেষ জেলার নাম হয়েছে কোচবিহার। আর এই কোচবিহার জেলার প্রধান আকর্ষণি হল কোচবিহার রাজবাড়ীটি , এই কোচবিহার রাজবাড়ীটি ছাড়াও আরো অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে, তবে সেগুলোর বেশির ভাগই কোচ রাজাদের শাসন কালো তৈরি।
যেহেতু আমি এই পর্বে শুধুমাত্র কোচবিহার রাজবাড়ীর বিশয়ে আলোচনা করতে চাইছি, তাই , রাজপরিবারের উত্থান পতন নিয়ে তেমন আলোচনা করব না, কিন্তু যেগুলো এই কোচবিহার রাজবাড়ীর আলোচনার জন্য প্রাথমিক শুধুমাত্র সেগুলো প্রথমে জেনে নেওয়া যাক ।
মোট বারোটি গোষ্ঠী নিজেদের শক্তি বাড়ানোর জন্য প্রায়শই একে অপরের উপর আঘাত হানত । এই বারোটি গোষ্ঠীকেই বারভূঞা বলে ডাকা হত। অন্যদিকে কামরুপ রাজ্য ভেঙ্গে গেলে বারভূঞা রাজ্য ও কমতা রাজ্য প্রতিষ্ঠিত হয় । আর, এমন পরিস্থিতিতে পরবর্তী কালে সেই সময়ের কোচ (মেচ) জনগোষ্ঠীর নেতা হাড়িয়া মণ্ডলের সন্তান বিশু বিভিন্ন জনগোষ্ঠীকে একত্রিত করে আর বারভূঞাদের পরাজয় ঘটিয়ে সমগ্র কমতা রাজ্যের শাসন নিজের হাতে নিয়ে নেন ও বিশ্ব সিংহ উপাধি নিয়ে কোচ রাজ্য তৈরি করেন , এবং বংশপরম্পরাই ভাবে নারায়ন যুক্ত নাম নিয়ে রাজত্ব করতে থাকে। আর এই কোচ বংশের রাজা মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ১৮৮৭ সালে লন্ডনের বাকিংহাম পেলেসের আদলে এই কোচবিহার রাজবাড়িটি তৈরি হয়েছিল৷
WhatsApp
FINDING HISTORY BY ME
কোচবিহার রাজবাড়ী coochbihar rajbari |
কোচ রাজত্ব
পাল বংশের শেষ রাজা দেবপাল মারা গেলে কামরুপ রাজ্য সহ বাংলাই বিচ্ছিন্ন বাদি কিছু গোষ্ঠী তাদের মাথা চাড়া দিয়ে উঠে আর কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ হয়ে পরে।মোট বারোটি গোষ্ঠী নিজেদের শক্তি বাড়ানোর জন্য প্রায়শই একে অপরের উপর আঘাত হানত । এই বারোটি গোষ্ঠীকেই বারভূঞা বলে ডাকা হত। অন্যদিকে কামরুপ রাজ্য ভেঙ্গে গেলে বারভূঞা রাজ্য ও কমতা রাজ্য প্রতিষ্ঠিত হয় । আর, এমন পরিস্থিতিতে পরবর্তী কালে সেই সময়ের কোচ (মেচ) জনগোষ্ঠীর নেতা হাড়িয়া মণ্ডলের সন্তান বিশু বিভিন্ন জনগোষ্ঠীকে একত্রিত করে আর বারভূঞাদের পরাজয় ঘটিয়ে সমগ্র কমতা রাজ্যের শাসন নিজের হাতে নিয়ে নেন ও বিশ্ব সিংহ উপাধি নিয়ে কোচ রাজ্য তৈরি করেন , এবং বংশপরম্পরাই ভাবে নারায়ন যুক্ত নাম নিয়ে রাজত্ব করতে থাকে। আর এই কোচ বংশের রাজা মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ১৮৮৭ সালে লন্ডনের বাকিংহাম পেলেসের আদলে এই কোচবিহার রাজবাড়িটি তৈরি হয়েছিল৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন