কয়েকদিন যাবৎ ব্যাস্ত, এই সেই ব্যাস্ততার কারণ প্রয়োজনীয় উপাদান জোগার করতে হবে। সামনের কয়েকদিন পর অনুষ্ঠিত হবে একটি বিশেষ উৎসব যার নাম HOLLOWIN হলোইন বা "পবিত্র সন্ধ্যা " । আর যার জন্য কাঁদা মাটি জোগার করতে হবে। অনেকের মনে হয়ত প্রশ্ন আসছে যে কাঁদামাটি কি কাজে লাগবে । কারণ এই মাটি দিয়ে সাজানো বা পুনরায় বানানো হবে বাবার কবরটি। যার কারণ হল সময়ের অন্তরালে সেই কবরটি নষ্ট বা ধ্বংস না হয়, তাছাড়াও খুব শিঘ্রই আসছে "কবর পরব" বা "কবর উৎসব" যেটি অন্য নামে পরিচিত hollowin হলোইন বা পবিত্র সন্ধ্যা নামে।
|
কবর তৈরি ব্যাস্ততা |
খ্রীষ্টানদের কাছে এই উৎসব
এই hollowin হলোইন বা পবিত্র সন্ধ্যা অনুস্টানটি আমাদের পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই hollowin হলোইন বা পবিত্র সন্ধ্যা অনুষ্ঠানে আমরা আমাদের পরিবারের সকলেই একএিত হয় এবং এই hollowin হলোইন বা পবিত্র সন্ধ্যা দিনেই আমাদের পরিবারের সকলেই বাবার কবরের সামনে এসে একত্রিত হয় ও বাবার আত্মার শান্তি কামনা করি, তিনি বর্তমানে আমাদের মাঝে নেই ঠিকই , কিন্তুু তার আশির্বাদ ও ভালোবাসা আমাদের মাঝে এখনো রয়েছে
|
পবিত্র সন্ধ্যার দিন আমাদের পরিবারের সকলে |
তাই এখনো আমরা একএিত হয়েই রয়েছি , সেই হিসাবে বলা যেতে পারে অন্যদের কাছে এই দিনটি মাহাত্ব কতটা সেটা আমাদের জানা না থাকলেও তবে আমাদের কাছে এই hollowin হলোইন বা পবিত্র সন্ধ্যা দিনটি আমাদের কাছে অন্যতম পবিত্র দিন । মুলত যেই দিনটিকে পশ্চিমবঙ্গের স্থানীয় ক্যাথলিক খৃস্টান লোক,, কবর পরব,, বা কবর উৎসব ,,হিসাবে বলে থাকে । তবে পাশ্চাত্য বিশ্বে এই দিনটি, হেলোয়িন HOLLOWIN ,, নামে বেশী পরিচিত ।
খৃষ্টানদের চোখে এই দিনটি
এই বিশেষ দিনটিকে আমরা খৃস্টান ক্যাথলিক ভক্তরা বিকাল মহুুর্তে আমাদের সকল প্রিয়জনদের কবরের সামনে একএিত হয় এবং সেই প্রিয়জনদের কৃতঙ্গতা স্বিকার ও তার পাশাপাশি আত্মার শান্তি কামনায় একটি বিশেষ গির্জা ও প্রার্থনা করি, যেটি গির্জার যাযক দ্বারা পরিচালিত হয়।
এই বিশেষ গির্জা প্রার্থনাই, যাযক এই বিশেষ দিনের মাহাত্ম্য বর্ণনা করেন, সকলেই তার প্রিয়জনদের কবরের সামনে একএিত হন, যার মধ্যে অনেকেই আছেন যারা প্রিয়জনদের কবরের সামনে থাকা কালীন কান্নাই ভেঙ্গে পরেন ।
|
ট্রিম অন্ড ট্রিট |
গির্জার শেষ মহুতের আগ মহুর্তে যাযক আগুন আশির্বাদ করেন, যে আগুনের শিখায় জ্বলে উঠে হাজার হাজার খানেক মোমবাতি যেগুলো প্রত্যেক কবরস্থানে আসা প্রত্যেক পরিবারের সদস্য তার প্রিয়জনের কবরের উপরে জ্বালিয়ে দেন, সেই দৃশ্য যে কতটা অপূর্ব সেটা বলা ভিষন কঠিন, অন্য দিন গুলোতে এই কবরস্থান গুলি যখন বিশেষ আধ্যাত্মিক কারণে ভয়ের কারণ হয়ে উঠলেও এই hollowin হলোইন বা পবিত্র সন্ধ্যা দিনটিতে যেন পবিত্র আগুনে আচ্ছাদন মোমবাতির আলোয় যেন কবরের চারিদিকে ভরে উঠে আলোয় এবং গোটা কবরস্থান পরিনত হয়ে উঠে একটি বিশেষ পবিত্র স্থানে , তাই বলা যেতেই পারে hollowin হলোইন বা পবিত্র সন্ধ্যা আসলে সেই বিশেষ দিনটি,যেটি পালিত হয় তাদের জন্য যারা আমাদের ছেড়ে ঈশ্বরের রাজ্যে চলে গেছেন।
সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি,, আমি বড্ড আমার মতন, বড্ড ভাবুক তাই ভাবনার খেয়ালে ভেসে গিয়ে আমার লেখার প্রকৃত উদ্দেশ্য টা কি ছিল সেটা বলতে ভুলে গিয়েছি।
HOLLOWIN হলোইন এর অর্থ
যাই হোক,আশা করি HOLLOWIN হলোইন এই শব্দটি সকলের কাছে একটু হলেও পরিচিত । তবে স্থানিয় খৃস্টানদের কাছে এটি পরিচিত "কবরপরব "বা "কবর উৎসব" নামে ।এটি একটি আর্ন্তজাতিক উৎসব যেটি পালিত হয় গোটা বিশ্ব জুড়ে তবে প্রাশ্চাত্বে এই দিনটি পালনের নীতি আলাদা ,কিছুটা ফেন্সি ড্রেস ফেস্টিভালের মত, এই hollowin বা পবিত্র সন্ধ্যা একটি খৃস্টিয় উংসবের নাম যার বুৎপওি হয়েছে 1745 খ্রী , স্কটিশ ভাষা থেকেই হয়েছে এই শব্দটি যার অর্থ হল "পবিত্র সন্ধ্যা " বা অন্য ভাবে বলতে গেলে স্কাটিশ শব্দ " Holy" বা "হালোজ" যার অর্থ হল পবিত্র । আর "Eve" যার অর্থ হল - সন্ধ্যা । আমি যদি এটি স্কটিশ ইংলিশ শব্দে এই শব্দটি রুপান্তর করি তবে এর উচ্চারণ দ্বারাবে "Holyeve " বা "পবিত্র সন্ধ্যা" । কিন্তু সময়ের সাথে এই শব্দটি পরিবর্তিত হয়ে 'HOLLOWIN" হলোইন শব্দে পরিণত হয়েছে । খৃস্টীয় বিশ্বাসিদের মতে এই বিশেষ দিনে মানুষের অমর আত্মা পৃথিবী ছেড়ে স্বর্গ যায় তার জীবনের নিরপেক্ষ বিচারের উদ্দেশ্য , আবার একই ভাবে এই বিশেষ দিনেই স্বর্গ থেকে অনেক আত্মারা নেমে আসে নতুন করে জন্মগ্রহণ করে নতুন করে জীবন ধারন করার জন্য ।
বিদেশের HOLLOWIN বা পবিত্র সন্ধ্যা
hollowin হলোইন বা পবিত্র সন্ধ্যা উৎসবের যেটি প্রকৃত উদ্দেশ্য আশাকরি সেগুলো আপনাদের কাছে পরিস্কার হল । আমাদের ভারতে এই উৎসটি যদিও তেমন ভাবে পালিত না হলেও খৃস্টীয় বিশ্বাসী সংখ্যাগরিষ্ঠ পাশ্চাত্য দেশে এই দিনটি বিশেষ জাঁকজমক ভাবে পালিত হয়, আর যার মধ্যে বিশেষ কয়েকটি রিতি হল camp fair , ভৌতিক স্থান ভ্রমন, ভৌতিক সজ্জায় আজব পোষাক পরিধান, ইত্যাদি ।
|
বিদেশের হলোইন বা পবিত্র সন্ধ্যা |
এই সমস্ত পাশ্চাত্য দেশে এই বিশেষ hollowin হলোইন বা পবিত্র সন্ধ্যা দিনটিতে মিষ্টি কুমড়ো কেটে একটি বিশেষ ভৌতিক আকারে বানানো হয় এবং তার মাঝে একটি আলোর ব্যাবস্থা করে বাড়িতে ঝুলিতে দেওয়া হয় যেটি পরিচিত টিক আর টিট নামে, আর এমনটা করার পিছনে কারণ হল, পাশ্চাত্য খৃস্টানরা মনে করেন, এই বিশেষ পবিত্র hollowin হলোইন বা পবিত্র সন্ধ্যা দিনে ভালো আত্মার সাথে সাথে কিছু মন্দ আত্মারা ও পৃথিবীতে ফিরে আসে , আর এই সব মন্দ আত্মারা যাতে তাদের ও তাদের পরিবারের কোন প্রকার খতি না করতে পারে, তার জন্য এই ব্যাবস্থা ।
অন্যান্য বিষয়
আশা করছি আমার আলোচনায় আপনাদের মনে এই বিশেষ hollowin হলোইন বা পবিত্র সন্ধ্যা দিনকে ঘিরে যতগুলো প্রশ্নছিল তা আমি দিতে পেরেছি, এই পবিত্র hollowin হলোইন বা পবিত্র সন্ধ্যা দিনটি আমাদের পুণরাই মনে করিয়ে দেই, যে আমাদের মাঝেও একজন ছিলেন যার ভালোবাসা ও কৃতদান আমরা কখনই শোধ করতে পারবো না । আমিও আমার প্রিয়জনকে হারিয়েছি যিনি আমার পিতা ছিলেন । আমরা আমাদের পরিবারের সকলেই একএিত হয় এই বিশেষ পবিত্র দিনে এই কবর গাএে, যাতে আমরা তার আষীশ ও তার কৃতঙ্গতা জানাতে পারি আম গির্জার প্রাথনাই আমরা একটি প্রাথনা অবশ্যই থাকবে ঈশ্বর আমাদের এই ভাবেই একএিত রাখে ।
ধন্যবাদ, এই দিনটা সমন্ধে নতুন অনেক কিছু তথ্য জানলাম
উত্তরমুছুন