History of dakshin dinajpur, bangla bible, DAKSHIN DINAJPUR, Uttar DINAJPUR, Malda, chiristanity, santhal,indian tribe,mahli tribe, unknown facts, tourist place of Malda, tourist place of Dakshin DINAJPUR ,bible, bible story, bible story in bangla,dakshin dinajpur news,adibashi,sautal,indian tribe culture,

TRANSLATE ARTICLE TO YOUR LANGUEGE

শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

পৃথিবীর কিছু অদ্ভুত রোগ যে রোগে আপনি হবেন অতিমানব।। SUPER POWER GIVEN DEASESES.

বেশিরভাগ মানুষ রোগের নামে ভয় পায়, কিন্তু কেউ জানে না যে এমন কিছু রোগ পৃথিবীতে রয়েছে যা মানুষের জন্য আশীর্বাদ। কারণ এই রোগগুলি  খুবই বিরল আর এই অদ্ভুত রোগগুলি যে সকল ব্যক্তিদের হয় তারা কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্যকরের পাশাপাশি তাদেরকে মহাপরিচালক SUPER HIRO করে তোলে। তবে এই অদ্ভুত রোগ  গুলি খুবই বিরল প্রায় 100000000 লোকদের মধ্যে একজনের মাত্র হয়ে থাকে।  খুবই মজাদার বিষয় মনে হলেও, বিষয়টি সম্পুর্নভাবে তেমন নয়,  প্রত্যেক রোগের যেমন পার্শপ্রতিক্রিয়া আছে তেমনি এই সমস্ত রোগেরো পার্শ্বপ্রতিক্রিয়া আছে। সুতরাং যতটা মজাদার শুনে মনে হচ্ছে ঠিক ততটা মজাদার নয়, তবুও এই অদ্ভুত রোগগুলি যার হয় তবুও এই অদ্ভুত রোগগুলি যার হয় তার জন্য এটি ভগবানের বরদান । তো চলুন  শুরু করা যাক।

হাইপারথোমোসিয়া বা সুপরিচিত স্মৃতি

এই অদ্ভুত রোগের লিষ্টে প্রথম যে রোগটির নাম বলব যেটির নাম হাইপারথোমোসিয়া বা সুপরিচিত স্মৃতি ।এটি একটি এমন অদ্ভুত রোগ যা মস্তিষ্ককে প্রভাবিত করে, তাই এই অদ্ভুত রোগে  আক্রান্ত ব্যাক্তি দীর্ঘকাল আগে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা তার হুবহু মনে থাকে তা সে কি করেছিল বা কি অবস্থায় ছিল প্রায় সব কিছুই মনে থাকে। উদাহরণস্বরূপ, এই উদাহরণস্বরূপ, এই ধরনের লোকজন 10 বছর আগে বইটি পড়ছে যা তিনি বিস্তারিতভাবে স্মরণ করতে পারেন। এই অদ্ভুত রোগে আক্রান্ত রোগিরা 10 বছর আগে যে বইটি পড়ছিল তার কোন পাতার কোন কোন লাইনে কি লেখা আছে তা খুব সহজেই বলে দিতে পারে, এই অদ্ভুত রোগের প্রধান বৈশিষ্ট্যই হল কোন কিছু না ভুলা।

হাইপারথোমোসিয়া বা সুপরিচিত স্মৃতি

সুতরাং এই অদ্ভুত  রোগ যদি আপনার হয় তাহলে আপনি যেকোন পরিখায় প্রথম হতেন।  সর্বোপরি আপনি যদি কোন "বানেগা করোরপতি " খেলাই অংশ নিতেন তবে নিশ্চিত আপনি কোটি পতি হয়ে যাবেন। কিন্তু এই অদ্ভুত রোগ টির একটা খারাপ দিকো রয়েছে, সেটি হলো এই অদ্ভুত রোগ যার হয় তাকে কখন কখন প্রচণ্ড মাথা ব্যাথাই ভুগতে হয় , তাছাড়াও জীবনে এমন অনেক মহুর্ত আসে যেগুলো মনে না রাখায় ভালো,  কিন্তু এই অদ্ভুত রোগ হাইপারথোমোসিয়া রোগে আপনি সেটা ভুলতে পারবেন না সুতরাং যারা এই রোগের শিকার তারা হতাশার সাথে সাথে প্রচণ্ড মাথা ব্যাথারো সম্মুখীন হয়।  


ANALGESIA বা যন্ত্রনাহীনতা

এটি  খুব আকর্ষণীয় অদ্ভুত রোগ নাম ANALGESIA বা কোন প্রকার ব্যাথা না হওয়া। এটি একটি অদ্ভুত রোগ যেটি মানুষকে করে তোলে ব্যাথাহীন বা যন্ত্রণাবিহীন প্রানি ।  বিভিন্ন চলচ্চিত্রে আপনি দেখাতে পারেন যেখানে হিরো কোন ব্যথা অনুভব করেন না বা যেখানে ভিলেনরা হিরোকে অনেক কিছু দিয়ে মারাত্মকভাবে মারধর করে কিন্তু হিরোর কোন প্রকার ব্যাথাই হয় না, এই অদ্ভুত রোগটি ঠিক তেমনি। এই অদ্ভুত রোগে মানুষের শরিরে থাকা pain receptor নষ্ট হয়ে যায়,  যার জন্য এই অদ্ভুত রোগে ব্যাথার কোন অনুভব হয়না , যার জন্য এই অদ্ভুত রোগে আক্রান্ত রোগিকে মারুন , কাটুন তবুও তার কোন প্রকার ব্যাথা অনুভব হয় না।

ANALGESIA বা যন্ত্রনাহীনতা

আপনাদের কাছে এই অদ্ভুত রোগটি মজাদার মনে হলেও ঠিক তেমনটা না, কারণ বাস্তবে ব্যাথা হল সেই চেতনা যেটি শরীরের মধ্যে ঘটে যাওয়া কোন অস্বাভাবিক পরিবর্তন সম্পর্কে মস্তিষ্ককে সচেতন করে, কিন্তু আপনি যদি এই অদ্ভুত রোগে আক্রান্ত হন তবে আপনার শরিরে ঘটে যাওয়া অস্বাভাবিক পরিবর্তন বুঝতে পারবেন না যা মোটেও শরিরের পক্ষে মোটেও ভালো না। যদিও এই অদ্ভুত রোগটি আপনার হলে আপনি নিশ্চিত বলতে পারবেন "মার্দ কো কাভি দার্দ নাহি হোতা" ।

এছাড়া ও পৃথিবীতে আরো অদ্ভুত রোগ আছে যেগুলি আপনার হলে আপনিও হয়ে যেতে পারেন মহামানব বা superhero ,কিন্তু এই পর্বে আজ এইটুকুই, দ্বীতিয় আলোচনায় আরো কিছু এমন অদ্ভুত রোগের বিষয়ে বলা যাবে। 
WhatsApp

1 টি মন্তব্য: