# মানবাধিকার ও মৌলিক অধিকার
অনেকের কাছেই মৌলিক অধিকার আর মানবাধিকার একই জিনিস , কিন্তু তেমনটি নই আসলে দুটি বিষয় আলাদা তবুও দুটোর উদ্দেশ্য একই ।
পৃথিবীর সকল দেশের মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার। আবার অন্যদিকে প্রত্যেক দেশের সংবিধান দ্বারা উল্লেখিত সেই দেশের জনগনদের সার্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হলো মৌলিক অধিকার । এই দুটি অধিকারী প্রতিটি মানুষের জন্মগত ও অবিচ্ছেদ্য অঙ্গ ।
দুটি বিষয়বস্তু এক কিন্তু তবুও আলাদা , যার কারনগুলো নিচে দেওয়া হল ।
# পার্থক্য সমূহ
১ । সকল মৌলিক অধিকারই মানবাধিকার, সকল মানবাধিকার মৌলিক অধিকার নয়। কেবল মাত্র ঐ সকল অধিকারকে মৌলিক অধিকার বলা হয় যেগুলো কোন দেশের সংবিধানে লিপিবদ্ধ রয়েছে ।
অনেকের কাছেই মৌলিক অধিকার আর মানবাধিকার একই জিনিস , কিন্তু তেমনটি নই আসলে দুটি বিষয় আলাদা তবুও দুটোর উদ্দেশ্য একই ।
পৃথিবীর সকল দেশের মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার। আবার অন্যদিকে প্রত্যেক দেশের সংবিধান দ্বারা উল্লেখিত সেই দেশের জনগনদের সার্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হলো মৌলিক অধিকার । এই দুটি অধিকারী প্রতিটি মানুষের জন্মগত ও অবিচ্ছেদ্য অঙ্গ ।
দুটি বিষয়বস্তু এক কিন্তু তবুও আলাদা , যার কারনগুলো নিচে দেওয়া হল ।
মৌলিক অধিকার ও মানবাধিকার |
১ । সকল মৌলিক অধিকারই মানবাধিকার, সকল মানবাধিকার মৌলিক অধিকার নয়। কেবল মাত্র ঐ সকল অধিকারকে মৌলিক অধিকার বলা হয় যেগুলো কোন দেশের সংবিধানে লিপিবদ্ধ রয়েছে ।
২। মানবাধিকারের ক্ষেত্র ব্যাপক কিন্তু মৌলিক অধিকারের ক্ষেত্র সংকির্ণ ।
৩। মৌলিক অধিকারের উৎস হল সংবিধান কিন্তু মানবাধিকারের উৎস হল আন্তজার্তিক আইন ।
৪। মৌলিক অধিকার নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ, যেমন বাংলাদেশের ১৮টি মৌলিক অধিকার , ভারতে ৬ টি মৌলিক অধিকার রয়েছে ।কিন্তু মানবাধিকার নির্দিষ্ট দেশের সীমার মধ্যে সীমাবদ্ধ নয়।
৫। মৌলিক অধিকারগুলি দেশের সংবিধান কর্তৃক স্বীকৃত। পক্ষান্তরে মানবাধিকার সংবিধান দ্বারা স্বীকৃত নয়।
৬। মৌলিক অধিকার সংবিধানিক নিশ্চয়তা দ্বারা স্বীকৃত, কিন্তু মানবাধিকার এরূপ স্বীকৃত নয়।
মানবাধিকার বিশ্বব্যাপি |
৭। মানবাধিকার পৃথিবীর প্রত্যেকের কাছে সমানভাবে প্রযোজ্য কিন্তু মৌলিক অধিকারগুলো শুধুমাত্র তার নিজ দেশের নাগরিকদের জন্য স্বীকৃত।
৮। মৌলিক অধিকারের উৎস মূলতঃ কোনো দেশের সংবিধান। অর্থাৎ কোনো মানবাধিকার যখন সংবিধানে স্থান পায় তখন তাকে মৌলিক অধিকার বলে। অন্যদিকে, মানবাধিকারের উৎস হলো আন্তর্জাতিক আইনের বিভিন্ন বিষয়।
আশা করি মৌলিক অধিকার আর মানবাধিকারের মধ্যে যে পার্থক্য সেটা পরিষ্কার করতে পেরেছি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন