History of dakshin dinajpur, bangla bible, DAKSHIN DINAJPUR, Uttar DINAJPUR, Malda, chiristanity, santhal,indian tribe,mahli tribe, unknown facts, tourist place of Malda, tourist place of Dakshin DINAJPUR ,bible, bible story, bible story in bangla,dakshin dinajpur news,adibashi,sautal,indian tribe culture,

TRANSLATE ARTICLE TO YOUR LANGUEGE

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

বাইবেলের কাহিনী প্রথম নর হত্যা পাপ। BYBLE BANGLA KAHINI

 ঈশ্বর যখন  মানুষের প্রথম পাপের জন্য আদম আর হেওয়াকে স্বর্গীয় বাগান থেকে বিতাড়ীত করলে  তখন তাদের অবস্থা খুবই শোচনিয় হয়ে পরে এবং পরবর্তী কালে হেওয়া দুটো পুত্র সন্তানের জন্ম দেন আর এই আদম এবং ইভের সম্ভানের নাম ছিল
 কয়িন আর হেবল ।
হেবল ছিল মেষপালক আর কয়িন ছিল চাষী। একদিন কয়িন ঈশ্বরের উদ্দেশে তার ক্ষেতের সমস্ত ফসল উৎসর্গ করলাে। আর হেবল আনলাে তার  মেষীর প্রথম মেষশাবক। সে মাষশাবকটিকে বলি দিয়ে তার সবচেয়ে ভাল অংশগুলি ঈশ্বরের উদ্দেশে নিবেদন করলাে। প্রভু হেবলের এই উপহারে তার ওপর সন্তুষ্ট হলেন। কিন্তু কয়িনের উপহারে তিনি তার ওপর সন্তুষ্ট হলেন না। এতে কয়িন খুব রেগে গেল। ঈশ্বর কয়িনের এই  রাগের বিশয়ে বুঝতে অসুবিধা হয়নি।
কায়িন মনে করেছিলে তার ভাই যদি হেবল না থাকে তবে ঈশ্বরের অনুগ্রহ তার প্রতিই থাকবে।

তাই একদিন কয়িন তার ভাই হেবলকে বললাে, চলাে,আমরা মাঠে যাই। কয়িন হেবলকে মাঠে নিয়ে গিয়ে সুযোগ বুঝে হেবেলকে হত্যা করলাে।
পরবর্তীকালে ঈশ্বর তাদের কাছে আসলে কয়িনকে জিজ্ঞাসা করলেন,
"তােমার ভাই হেবল কোথায়?" সে উত্তর দিল, আমি জানি না। ঈশ্বর বুঝতে পারলেন কায়িন তার ভাইকে হত্যা করেছে। ঈশ্বর কায়িনকে বললেন, তুমি এমন দুষ্কর্ম কেন করলে? তােমার ভাইকে হত্যা করার জন্য তােমাকে শাস্তি পেতে হবে। আর সেই শাস্তি স্বরূপ তাকে অভিশপ্ত করলেন -তুমি আর কোনদিন কোন ফসলই ফলাতে পারবে না। যেহেতু তুমি তােমার ভাইকে হত্যা করেছ, সেই জন্য এই মাটি তােমার জন্য আর ফসল উৎপন্ন করবে না। তােমার কোথাও
কোন ঘর থাকবে না এবং ঈশ্বর তার কপালে  একটি চিহ্ন এঁকে দিলেন যাতে এবং সেই স্থান থেকে তাকে বিতাড়ীত করলেন। 
WhatsApp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন