History of dakshin dinajpur, bangla bible, DAKSHIN DINAJPUR, Uttar DINAJPUR, Malda, chiristanity, santhal,indian tribe,mahli tribe, unknown facts, tourist place of Malda, tourist place of Dakshin DINAJPUR ,bible, bible story, bible story in bangla,dakshin dinajpur news,adibashi,sautal,indian tribe culture,

TRANSLATE ARTICLE TO YOUR LANGUEGE

সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

বিদ্বেশ্বরী মন্দির পতিরাম দক্ষিণ দিনাজপুর পৌরাণিক কাহিনী ।। DAKSHIN DINAJPUR PATIRAM BIDDESWARY TEMPLE HISTORY .

              আমি এর  আগে অনেক বলেছি আজ আবার বলছি আমি বড্ড ভ্রমণ পিপাসু তবে আমার পছেন্দর জায়গা কোনো পাহাড় ,পর্বত, নই কিংবা সমুদ্র নই আমার প্রিয় ভ্রমণ ডেস্টিনেশের  হল পবিত্র জায়গাগুলি  তা  সে মন্দির হোক মসজিদ হোক কিংবা বৌদ্ধমঠ। আমি এই সমস্ত জায়গায় আদ্ধাত্তিক  শান্তি
খুজেঁ পায় তবে আমি নিজে জন্মগত খ্রীষ্টান। তার উপর সেই পবিত্র স্থান গুলি যদি ঐতিহাসিক কিংবা পৌরাণিক ঘটনার সঙ্গে যুক্ত থাকে তবে তো সোনাই সোহাগা । তাই আজ আপনাদের এমন জায়গার বিষয়ে বলবো যেটি আমাদের প্রিয় জেলা দক্ষিণ দিনাজপুরের পতিরামে অবস্থিত। বালুঘাট শহর থেকে 13কিলোমিটার উত্তর দিকে গেলে পাওয়া যাবে এই স্থানটি, আর পতিরাম চৌ রাস্তা মোড়ে পাশে বেটে গেলেই এই স্থানটি দেখতে পাবেন আর এই পবিত্র স্থানটি আর এই পবিত্র স্থানের নাম হলো পতিরাম
বিদ্বেশ্বরী  মন্দির ( দক্ষিণ দিনাজপুর ) ।

পৌরাণিক কাহিনী 

এবার আসি এই পতিরাম বিদ্বেশ্বরী মন্দিরের ( দক্ষিণ দিনাজপুর )  সঙ্গে পৌরাণিক কোনো ঘটনাই যোগসূত্র আছে মূলত এই ঘটনাটি  শিবপুরাণ, চন্ডিকাপুরানে, সম্পুর্ণ ভাবে লিখিত আছে ।পুরাণ মতে শিবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য রাক্ষস  রাজা বৃহস্পতি নামে এক যঙ্গের আয়োজন করে আর এই সঙ্গে শিব বা মহাদেব ও তার পত্নি পার্বতী কে আমন্ত্রন করা হয়নি তবুও শীবের পত্নি পার্বতী, মহাদেবের অন্যান্য ভক্তদের সাথে সেই যঙ্গে উপস্থিত হয়।  আমন্ত্রিত না হওয়ার পরেও সতি পার্বতী সেই যঙ্গে উপস্থিত হলে রাক্ষস রাজা শিবের প্রতি যে রাগ সেইটি পূরণ করার জন্য সতিকে চরমভাবে অপমান করে , আর এই চরম অপমানে সতি পার্বতী সহ্য না করতে পেরে আত্মহত্যা করেন , আর এই বিষয়ে শিব অবগত হলে সমস্ত যঙ্গঅনুষ্ঠান পন্ড করে দেন , তারপর সতির মৃত দেহ কাঁধে নিয়ে গোটা পৃথিবী জুড়ে প্রলয় নৃত্য শুরু করেন।
বিদ্বেশ্বরী মন্দির পতিরাম দক্ষিণ দিনাজপুর
 যার ফলে ব্রম্ভার বানানো এই সুন্দর পৃথিবীতে প্রলয় আসতে শুরু করে তাই বাধ্য হয়ে বিষ্ণুর কাছে ব্রম্ভা তার সৃষ্টিকে বাঁচানোর জন্য অনুরোধ করে, অবস্থা বেগতিক দেখে বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতির শরির অনেকগুলো খন্ডে বিভক্ত করেন ,আর যে খন্ডগুলি ভারতের বিভিন্ন স্থানে ছরিয়ে পরে সেই সমস্ত জায়গায় একটি করে পীঠস্থান বা শক্তিপীঠ বা শক্তিস্থল গড়ে উঠে। মনে করা হয় সতির শরিরের একটি খন্ড পতিরামের এই স্থানে এসে পরে, সুতরাং বলা যায় যে পতিরামের এই বিদ্বেশরী মন্দিরটি ( দক্ষিণ দিনাজপুর ) হল সেই সমস্ত শক্তিপীঠের মধ্যে একটি শক্তিস্থল।
এমনি কয়েকটি শক্তিস্থল হল কামরূপ, বক্রেশ্বর, যেগুলি সঠিক প্রচারের জন্য ভারতের অন্যতম ধর্মীয়স্থানে পরিণত হয়েছে। 

শক্তিপীঠের সংখ্যা 

সাধারণত ৫১ টি শক্তিস্থলের কথা বলা হলেও বিভিন্ন শাস্ত্র আর পুরাণে বিভিন্ন রকম বলা হয়েছে। যেমন পীঠনির্নয় গ্রন্থে ৫১ টি শক্তিপীঠের কথা বলা হয়েছে,  আবার একি ভাবেই শীবচরিতম ও শীবপুরাণে ৫১ টি শক্তিস্থলের পাশাপাশি আরো ২৬ টি উপপীঠের কথা বলা হয়েছে,  আবার অন্য দিকে আরো কয়েকটি গ্রন্থে যেমন কব্জিকাতন্ত্র গ্রন্থে ৪২ টি পীঠের কথা বলা হয়েছে। সত্য যাই হোক, যদি এই পতিরাম বিদ্বেশরী মন্দিরের ( দক্ষিণ দিনাজপুর ) সঠিক প্রচার করা যায় তবে এই পতিরাম বিদ্বেশরী মন্দিরটি ( দক্ষিণ দিনাজপুর ) ভারতের বুকে একটি বিশেষ জায়গা করে নিতে পারত।

মন্দিরের অন্দরমহল 

আপনারা যদি পতিরামের এই বিদ্বেশ্বরী মন্দিরে ( দক্ষিণ দিনাজপুর ) যান তবে মন্দিরের ভিতরে কোনো কালি ঠাকুরের মূর্তি দেখতে পাবেন না বরং
মন্দিরের ভিতরে লাল পাড় যুক্ত সাদা শাড়ি দিয়ে ঢাকা একটি স্থান বা থান দেখতে পাবেন। মনে করা এই স্থানটিই সতির খণ্ডিত হওয়া শরিরের অংশ। তাই পতিরাম বিদ্বেশ্বরী মন্দিরে ( দক্ষিণ দিনাজপুর ) ভক্তের সমাগম লেগেই থাকে।
এটা আমার ছোটো প্রচেষ্টা দক্ষিণ দিনাজপুরের ইতিহাস তুলে ধরার আমি এমনি তথ্য  আরো দিতে চাই তাই আপনারা আমার এই ,,Website টিকে ফলো  করে উৎসাহিত করবেন। এছাড়া দক্ষিণ দিনাজপুরের ইতিহাস জানার জন্য আমার ইউটিউব চেনেল UNIQUE KNOWLEDGE BANGLA কে সাব্সক্রাইব করুন।
Ever such a nice boy
SUMANTA HEMBROM

WhatsApp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন