History of dakshin dinajpur, bangla bible, DAKSHIN DINAJPUR, Uttar DINAJPUR, Malda, chiristanity, santhal,indian tribe,mahli tribe, unknown facts, tourist place of Malda, tourist place of Dakshin DINAJPUR ,bible, bible story, bible story in bangla,dakshin dinajpur news,adibashi,sautal,indian tribe culture,

TRANSLATE ARTICLE TO YOUR LANGUEGE

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

প্রভু যীশু জন্মের পরের ঘটনা । ছোটদের বাইবেল কাহিনী ।


প্রভু যীশুর জন্মের সময় জ্যেতির্বিদ্যায় পারদর্শী পন্ডিত তারাদের অবস্থান দেখে এটা বুঝতে পেরেছিলেন যে তাদের মুক্তিদাতা তথা ইহুদিদের রাজা জন্মগ্রহন করেছেন । সেই সুবাদে তারা সেই শিশুটিকে দর্শনের জন্য বেথলেহেমে আসার প্রয়োজন মনে করে ।
যাইহোক , পন্ডিতেরা প্রথমে বেথলেহেমে যাবার আগে বেথলেহেমের রাজা হেরোদের সাথে দেখা করার প্রয়োজন মনে করে ,কেননা ইহুদিদের রাজা ও মুক্তিদাতা প্রভু যীশুর জন্ম তার প্রদেশেই হয়েছিল । রাজা হেরোদ পন্ডিতদের জানান তিনিও সেই মুক্তিদাতাকে দেখতে ইচ্ছুক সুতরাং তারা যেন শিশুটিকে দেখে ফিরে আসার পর যেন তার সাথে দেখা করেন । পন্ডিতেরা বেথলেহেমে গিয়ে শিশু যীশুকে গোয়াল ঘরে দেখে আসলেন , কিন্তু ফেরার পথে রাজা হেরদের সাথে দেখা করেননি ।
প্রভু যীশুর জন্মদিন, বড়দিন,
 প্রভু যীশুর জন্মদিন

#
হেরোদের চালাকি
যে দিন পন্ডিতেরা রাজা হেরোদের সাথে দেখা করেন ,সেই দিন তিনি বুঝে নিয়েছিলেন যে বেথলেহেমে জন্মানো শিশুটি ভবিষ্যতে তার রাজ্য দক্ষল করতে পারে । যেটা রাজা হেরোদের দ্বারা মেনে নেওয়া মুশকিল ছিল । তাই তিনি সেই শিশুটিকে হত্যার জন্য পন্ডিতদের ফিরে যাবার পথে দেখা করার কথা বলে ।
কিন্তু পন্ডিতেরা রাজার কাছে ফিরে না গেলে , রাজা হেরোদ সেই শিশু যীশুর খুজে পাওয়ার শেষ রাস্তাও হারিয়ে ফেলে । তাই হেরোদ রাজা কোন প্রকার উপায় না দেখে বেথলেহেমে দুই - বছরের নিচে যতগুলো শিশু রয়েছে তাদের মেরে ফেলার আদেশ জারি করে ।
# যোসেফের স্বপ্নে স্বর্গদূত
পন্ডিতদের ফিরে যাবার পর আর হেরোদ রাজার দুই বছরের নিচে শিশুদের হত্যার আদেশ জারি করার আগে , একদিন রাত্রে যোসেফ যখন ঘুমিয়ে ছিলেন তখন এক স্বর্গদূত তার স্বপ্নে দেখা দিয়ে বলেন - হেরোদ রাজা শিশুটিকে মেরে ফেলার জন্য খুজছে । তাই যোসেফ যেন শিশুটির মা মারিয়ম ও শিশুটিকে নিয়ে মিশর দেশে পালিয়ে যায় । যতদিন না এই সমস্ত শেষ না হচ্ছে , যেসেফ যেন বেথলেহেমে ফিরে না আসে ।
# যোসেফের ও মরিয়মের পলায়ন
যোসেফ ঘুম থেকে উঠে মারিয়মকে সবকিছু জানাই এবং সেই রাত্রেই তারা বেথলেহেম ছেড়ে মিশরের দিকে রওনা হয় । তারা মিশর দেশে চলে গেলে হেরোদের আদেশে দুই বছরের নিচে সকল শিশুদের বেথলেহেমে মেরে ফেলা হল ।
মিশর দেশে যোসেফ ও মারিয়ম ততদিন ছিলেন যতদিন না হেরোদ রাজা মারা গেলেন । 
যোসেফ,মরিয়ম,মিশর পলায়ন,
যোসেফ মরিয়মের মিশর পলায়ন
# যোসেফের ফিরে আসা
কয়েক বছর পর বেথলেহেমের শিশু হত্যাকারি  রাজা হেরোদ মারা গেলে পুনরাই স্বর্গদূত যোসেফকে স্বপ্নে দেখা দিলেন আর বল্লেন - যোসেফ এবার তার পুত্র ও স্ত্রী যীশু কে নিয়ে বেথলেহেমে ফিরে যেতে পারে কেননা রাজা হেরোদ এখন মারা গেছেন ।
স্বর্গদূতের কথা মত যোসেফ পুনরাই বেথলেহেমে ফিরে যেতে লাগলেন । রাজা হেরোদের মৃত্যর পর তার পুত্র তখন বেথলেহেমের রাজার আসনে বসে ছিল । যোসেফ এ কথা জেনে ফেল্লে তিনি যিহুদীয়ার বেথলেহেমে যেতে ভয় পেলেন । ঈশ্বর তখন যোসেফকে গালিল প্রদেশের নাসরত শহরের দিকে যেতে বলেন । যোসেফ ঈশ্বরের কথা মত তাই করলেন এবং নাসরত প্রদেশে গিয়ে শিশু যীশু ও মারিয়মের সাথে বাস করতে থাকলেন ।

WhatsApp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন