প্রভু যীশুর জন্মের সময় জ্যেতির্বিদ্যায় পারদর্শী পন্ডিত তারাদের অবস্থান দেখে এটা বুঝতে পেরেছিলেন যে তাদের মুক্তিদাতা তথা ইহুদিদের রাজা জন্মগ্রহন করেছেন । সেই সুবাদে তারা সেই শিশুটিকে দর্শনের জন্য বেথলেহেমে আসার প্রয়োজন মনে করে ।
যাইহোক , পন্ডিতেরা প্রথমে বেথলেহেমে যাবার আগে বেথলেহেমের রাজা হেরোদের সাথে দেখা করার প্রয়োজন মনে করে ,কেননা ইহুদিদের রাজা ও মুক্তিদাতা প্রভু যীশুর জন্ম তার প্রদেশেই হয়েছিল । রাজা হেরোদ পন্ডিতদের জানান তিনিও সেই মুক্তিদাতাকে দেখতে ইচ্ছুক সুতরাং তারা যেন শিশুটিকে দেখে ফিরে আসার পর যেন তার সাথে দেখা করেন । পন্ডিতেরা বেথলেহেমে গিয়ে শিশু যীশুকে গোয়াল ঘরে দেখে আসলেন , কিন্তু ফেরার পথে রাজা হেরদের সাথে দেখা করেননি ।
যাইহোক , পন্ডিতেরা প্রথমে বেথলেহেমে যাবার আগে বেথলেহেমের রাজা হেরোদের সাথে দেখা করার প্রয়োজন মনে করে ,কেননা ইহুদিদের রাজা ও মুক্তিদাতা প্রভু যীশুর জন্ম তার প্রদেশেই হয়েছিল । রাজা হেরোদ পন্ডিতদের জানান তিনিও সেই মুক্তিদাতাকে দেখতে ইচ্ছুক সুতরাং তারা যেন শিশুটিকে দেখে ফিরে আসার পর যেন তার সাথে দেখা করেন । পন্ডিতেরা বেথলেহেমে গিয়ে শিশু যীশুকে গোয়াল ঘরে দেখে আসলেন , কিন্তু ফেরার পথে রাজা হেরদের সাথে দেখা করেননি ।
প্রভু যীশুর জন্মদিন |
# হেরোদের চালাকি
যে দিন পন্ডিতেরা রাজা হেরোদের সাথে দেখা করেন ,সেই দিন তিনি বুঝে নিয়েছিলেন যে বেথলেহেমে জন্মানো শিশুটি ভবিষ্যতে তার রাজ্য দক্ষল করতে পারে । যেটা রাজা হেরোদের দ্বারা মেনে নেওয়া মুশকিল ছিল । তাই তিনি সেই শিশুটিকে হত্যার জন্য পন্ডিতদের ফিরে যাবার পথে দেখা করার কথা বলে ।
কিন্তু পন্ডিতেরা রাজার কাছে ফিরে না গেলে , রাজা হেরোদ সেই শিশু যীশুর খুজে পাওয়ার শেষ রাস্তাও হারিয়ে ফেলে । তাই হেরোদ রাজা কোন প্রকার উপায় না দেখে বেথলেহেমে দুই - বছরের নিচে যতগুলো শিশু রয়েছে তাদের মেরে ফেলার আদেশ জারি করে ।
# যোসেফের স্বপ্নে স্বর্গদূত
পন্ডিতদের ফিরে যাবার পর আর হেরোদ রাজার দুই বছরের নিচে শিশুদের হত্যার আদেশ জারি করার আগে , একদিন রাত্রে যোসেফ যখন ঘুমিয়ে ছিলেন তখন এক স্বর্গদূত তার স্বপ্নে দেখা দিয়ে বলেন - হেরোদ রাজা শিশুটিকে মেরে ফেলার জন্য খুজছে । তাই যোসেফ যেন শিশুটির মা মারিয়ম ও শিশুটিকে নিয়ে মিশর দেশে পালিয়ে যায় । যতদিন না এই সমস্ত শেষ না হচ্ছে , যেসেফ যেন বেথলেহেমে ফিরে না আসে ।
# যোসেফের ও মরিয়মের পলায়ন
যোসেফ ঘুম থেকে উঠে মারিয়মকে সবকিছু জানাই এবং সেই রাত্রেই তারা বেথলেহেম ছেড়ে মিশরের দিকে রওনা হয় । তারা মিশর দেশে চলে গেলে হেরোদের আদেশে দুই বছরের নিচে সকল শিশুদের বেথলেহেমে মেরে ফেলা হল ।
মিশর দেশে যোসেফ ও মারিয়ম ততদিন ছিলেন যতদিন না হেরোদ রাজা মারা গেলেন ।
যোসেফ মরিয়মের মিশর পলায়ন |
# যোসেফের ফিরে আসা
কয়েক বছর পর বেথলেহেমের শিশু হত্যাকারি রাজা হেরোদ মারা গেলে পুনরাই স্বর্গদূত যোসেফকে স্বপ্নে দেখা দিলেন আর বল্লেন - যোসেফ এবার তার পুত্র ও স্ত্রী যীশু কে নিয়ে বেথলেহেমে ফিরে যেতে পারে কেননা রাজা হেরোদ এখন মারা গেছেন ।
স্বর্গদূতের কথা মত যোসেফ পুনরাই বেথলেহেমে ফিরে যেতে লাগলেন । রাজা হেরোদের মৃত্যর পর তার পুত্র তখন বেথলেহেমের রাজার আসনে বসে ছিল । যোসেফ এ কথা জেনে ফেল্লে তিনি যিহুদীয়ার বেথলেহেমে যেতে ভয় পেলেন । ঈশ্বর তখন যোসেফকে গালিল প্রদেশের নাসরত শহরের দিকে যেতে বলেন । যোসেফ ঈশ্বরের কথা মত তাই করলেন এবং নাসরত প্রদেশে গিয়ে শিশু যীশু ও মারিয়মের সাথে বাস করতে থাকলেন ।
কয়েক বছর পর বেথলেহেমের শিশু হত্যাকারি রাজা হেরোদ মারা গেলে পুনরাই স্বর্গদূত যোসেফকে স্বপ্নে দেখা দিলেন আর বল্লেন - যোসেফ এবার তার পুত্র ও স্ত্রী যীশু কে নিয়ে বেথলেহেমে ফিরে যেতে পারে কেননা রাজা হেরোদ এখন মারা গেছেন ।
স্বর্গদূতের কথা মত যোসেফ পুনরাই বেথলেহেমে ফিরে যেতে লাগলেন । রাজা হেরোদের মৃত্যর পর তার পুত্র তখন বেথলেহেমের রাজার আসনে বসে ছিল । যোসেফ এ কথা জেনে ফেল্লে তিনি যিহুদীয়ার বেথলেহেমে যেতে ভয় পেলেন । ঈশ্বর তখন যোসেফকে গালিল প্রদেশের নাসরত শহরের দিকে যেতে বলেন । যোসেফ ঈশ্বরের কথা মত তাই করলেন এবং নাসরত প্রদেশে গিয়ে শিশু যীশু ও মারিয়মের সাথে বাস করতে থাকলেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন