History of dakshin dinajpur, bangla bible, DAKSHIN DINAJPUR, Uttar DINAJPUR, Malda, chiristanity, santhal,indian tribe,mahli tribe, unknown facts, tourist place of Malda, tourist place of Dakshin DINAJPUR ,bible, bible story, bible story in bangla,dakshin dinajpur news,adibashi,sautal,indian tribe culture,

TRANSLATE ARTICLE TO YOUR LANGUEGE

শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

প্রভু যীশুর বাল্যকাল ও শৈশব ।। ছোটদের বাইবেল ।। BANGLA BIBLE JESUS CHILDHOOD ।।


# প্রভু যীশুর শৈশব
প্রভু যীশু জন্মের পর হেরোদ রাজা মারা গেলে , প্রভু যীশুর পালক পিতা যোসেফ নাসরত শহরে গিয়ে বাস করতে শুরু করে ।। যোসেফ ছিলেন দাউদ রাজার বংশধর আর কর্মের দিক থেকে ছিলেন ছুতোর । প্রভু যীশুর জন্মের পর তেমন কিছু জানা না গেলেও । তার যৌবন কালের সমস্ত ঘটনায় জানা যায় । তবে প্রভু যীশুর যখন মাত্র বারো বছর বয়সের ছিলেন তখন প্রভু যীশুর একটি ঘটনার উল্লেখ্য পাওয়া যায় ।
প্রভু যীশু তার বাল্যকালে তার পালক পিতা যোসেফের সাথে তার কর্মে সাহায্য করতো ।
# মন্দিরের অনুষ্ঠানে যোগদান
নাসরতে থাকা কালিন প্রভু যীশুর পালক পিতা যোসেফ ও মাতা মরিয়ম সেখানকার মন্দিরের একটি বিশেষ উৎসব , প্রতিবছর পালন করতে যেতেন , যেই উৎসবে বালক যীশু ও তার পালক পিতা যোসেফ ও মাতা মরিয়মের সাথে সেই অনুষ্ঠানে যোগদান করতেন । এই উৎসবটি ছিল একটি তারন উৎসব ।
Joseph,jesus,holy family,
পিতা যোসেফ ও শিশু যীশু

যীশু যখন বারো বছরের ছিলেন তখন প্রতি বছরের মতন যোসেফ ,মরিয়ম আর বালক যীশু সেই মন্দিরের অনুষ্ঠানে যোগদান করেন ।
# বালক যীশুর হারিয়ে যাওয়া
নাসরতের সেই মন্দিরের তারণ উৎসব শেষ হলে মাতা মরিয়ম ও প্রভু যীশুর পালক পিতা যোসেফ সেই মন্দির থেকে বেরিয়ে গিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন । পালক পিতা যোসেফ ও মাতা মারিয়া বাড়ির বেশ কাছাকাছি পৌছে গেলে তারা বুঝতে পারে যে তাদের সন্তান যীশ আর তাদের সাথে নেই । যোসেফ আর মাতা মরিয়ম প্রথম প্রথম ভেবেছিলেন যে বালক যীশু হয়তো তাদের কোন পরিচীতদের সাথে রয়েছে ।
কিন্তু যোসেফ আর মরিয়ম তাদের পরিচীতদের কাছে যীশুর খোঁজ নিলে সেই পরিচীতরা তাদের জানাই যে বালক যীশু তাদের সাথে নেই । বালক যীশুর এই ভাবে প্রায় দুই দিন নিখোঁজ ছিলেন ।
# বালক যীশুর মন্দিরে খোঁজ
দুই দিন খোঁজা খুঁজির পর যোসেফ ও মরিয়ম আবার মন্দিরে এসে বালক যীশুর খোঁজ নিতে ফিরে আসে , তারা তৃতীয় দিনে মন্দিরে গিয়ে দেখেন প্রভু যীশু সেখানেই রয়েছে । এবং বালক যীশুকে সেখানে সেখানকার পুরোহিতদের মাঝে বসে থাকা আবস্থায় দেখতে পেলেন । 
Holy family, joseph, mary,jesus,joseph mary, joseph jesus, joseph mary jesus,
প্রভু যীশুর শৈশব
# বালক যীশুর ধর্ম উপদেশ
বালক যীশুকে যখন যোসেফ আর মরিয়ম  উদ্ধার করেন তখন তারা দেখতে পেলেন বালক যীশু পুরোহিতদের বিভিন্ন প্রশ্ন শুনছেন এবং তার যথাযথ উপদেশ মূলক উত্তর দিচ্ছেন । বালক যীশুকে ঘিরে থাকা প্রত্যেকেই তার উপদেশ আর কথা শুনছিলেন এবং সেখানে থাকা প্রত্যেক পুরোহিত আর পন্ডিতেরা বালক যীশুর এত ধর্মের উপর বিদ্যা থেকে খুবই অবাক হয়েছিল ।
# পিতা মাতার যীশুকে প্রশ্ন
প্রভু বালক যীশুকে পুরোহিতদের মাঝে দেখে তার পালক পিতা যোসেফ ও মাতা মরিয়ম খুবই অবাক হয়েছিলেন । মাতা মারিয়ম বালক যীশুকে প্রশ্ন করেন - তিনি তাদের সাথে ফিরে যান নি কেন , কেননা তারা তাকে হন্য হয়ে খুঁজছিল । বালক যীশু তার মা মারিয়মকে জানালো - তারা তাকে অকারনেই খুঁজছে কারন সে তো তার পিতার সাথেই তার মন্দিরেই রয়েছে । এর পর যীশুর পালক পিতা যোসেফ আর মাতা মরিয়ম তার বালক যীশুকে নিয়ে পুনরাই নাসরতে ফিরে গেলেন ।
 share in whatsapp
WhatsApp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন