History of dakshin dinajpur, bangla bible, DAKSHIN DINAJPUR, Uttar DINAJPUR, Malda, chiristanity, santhal,indian tribe,mahli tribe, unknown facts, tourist place of Malda, tourist place of Dakshin DINAJPUR ,bible, bible story, bible story in bangla,dakshin dinajpur news,adibashi,sautal,indian tribe culture,

TRANSLATE ARTICLE TO YOUR LANGUEGE

বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

গঙ্গারামপুর রাজিবপুর গির্জা তে পালিত হল প্রভু যীশুর জন্মদিন উপলক্ষ্যে বড়দিন ।


প্রতি বছরের মতন এ বছরও পালিত হল ২৫ সে ডিসেম্বর উপলক্ষ্যে বড়দিন উৎসব গঙ্গারামপুরের রাজীবপুর মিশন ক্যাথিড্রালে । এইদিন গঙ্গারামপুরের খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষেরা প্রভু যীশু খ্রীষ্টের জন্ম উৎসব পালন করে থাকে । গঙ্গারামপুরের রাজীবপুর পারিসের প্রধান পুরোহিত বা পালকপিতা ফাদার বাবলা মন্ডল বলেন - প্রভু যীশু আজ সকলের অন্তরে জন্ম নিয়েছেন , তার স্থান অন্তরে থাকা প্রয়োজন ।
এই বিশেষ বড়দিন উপলক্ষ্যে সকল ধর্মের লোকেরা মহাআনন্দে পালন করে । যার দরুন গঙ্গারামপুর কেকের দোকানগুলো সেজে উঠেছে হরেক রকম কেক এ ।
গঙ্গারামপুর,গঙ্গারামপুর গির্জা,বড়দিন,রাজিবপুর গির্জা,
গঙ্গারামপুর রাজীবপুর চার্চে শিশু যীশুকে চুম্বন

# বড়দিন হিসাবে আয়োজন
গঙ্গারামপুর রাজীবপুর মিশনে বড়দিন উপলক্ষ্যে প্রত্যেক খ্রীষ্ট সম্প্রদায় সম্মেলিত গ্রামগুলি সেজে উঠেছে বড়দিনের সজ্জায় । বড়দিনের উপলক্ষ্যে প্রায় প্রত্যেক খ্রীষ্ট ভক্তদের প্রত্যেকের বাড়িতে সাজানো হয়েছে প্রভু যীশুর গোয়ালঘরে জন্মানোর সেই দৃশ্যটি  । গঙ্গারামপুর ---- নং ওয়ার্ডের তুয়ুটলা, ফাদারটলা, সাফাটলা, দক্ষিনটলা, বানগড় পারা প্রায় সব খ্রীষ্টভক্ত সম্মেলিত পারা গুলোতে চলছে আনন্দ উৎসব ।
অন্যদিকে বড়দিনের উপলক্ষ্যে রাজীবপুর গীর্জা প্রাঙ্গনে রাখা হয়েছে কয়েকটি বিশেষ অনুষ্ঠান , যেগুলি হল - প্রভু যীশুর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ দুটি গীর্জা , প্রথমটি হয়েছিল প্রভু যীশুর জন্মের রাত হিসাবে ২৪.১২.২০১৯ মধ্যরাত্রে ,আর দ্বীতিয়টি ২৫ তারিখ সকাল বেলাই । আর এই বড়দিন উপলক্ষ্য হিসাবে রাজীবপুর গীর্জার মাঠ প্রাঙ্গনে চল্লো মেলা , আর সারাদিন ব্যাপি চলেছে বিশেষ সাংষ্কৃতিক অনুষ্ঠান , যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার উপ-পৌরপিতা মাননীয় শ্রী রাকেশ পন্ডিত মহাশয়  , গঙ্গারামপুর পৌরসভার ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলার জয়ন্ত দাস , গঙ্গারামপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলার দিনেশ হেমরম, রাজীবপুর ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার বাবলা মন্ডল ও অন্নান্য ফাদারগন প্রমূখ ।
# অন্নান্য বিষয়
গঙ্গারামপুর,বড়দিন,রাজিবপুর গির্জা,
বড়দিন উপলক্ষ্যে মেলায় ক্ষুদে বিক্ৰেতা

গঙ্গারামপুরের রাজীবপুর পাড়াই বড়দিনের উপলক্ষ্যে  সারাদিন থাকে উৎসবের মুখ । স্থানিয়রা তো বটেই তার পাশাপাশি বহিরাগত পর্যটকদের ভিড় থাকে চোখে পরার মত । রাজীবপুর গ্রামটির আশেপাশের এলাকাগুলো ঐতিহাসিক ধ্বংসাবশেষে সমৃদ্ধ হওয়ার দরুন বড়দিনের মরশুমে মেলার ভিড় চরম হারে বেড়ে যায় । বড়দিনের গীর্জা প্রাঙ্গনে সাজানো মনমুগ্ধকর সাজ-সজ্জার পাশাপাশি উষারানির কলাগাছ ও বানগড় দেখতে দর্শনার্থিদের ভিড় উপচে পরে ।
WhatsApp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন