প্রতি বছরের মতন এ বছরও পালিত হল ২৫ সে ডিসেম্বর উপলক্ষ্যে বড়দিন উৎসব গঙ্গারামপুরের রাজীবপুর মিশন ক্যাথিড্রালে । এইদিন গঙ্গারামপুরের খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষেরা প্রভু যীশু খ্রীষ্টের জন্ম উৎসব পালন করে থাকে । গঙ্গারামপুরের রাজীবপুর পারিসের প্রধান পুরোহিত বা পালকপিতা ফাদার বাবলা মন্ডল বলেন - প্রভু যীশু আজ সকলের অন্তরে জন্ম নিয়েছেন , তার স্থান অন্তরে থাকা প্রয়োজন ।
এই বিশেষ বড়দিন উপলক্ষ্যে সকল ধর্মের লোকেরা মহাআনন্দে পালন করে । যার দরুন গঙ্গারামপুর কেকের দোকানগুলো সেজে উঠেছে হরেক রকম কেক এ ।
এই বিশেষ বড়দিন উপলক্ষ্যে সকল ধর্মের লোকেরা মহাআনন্দে পালন করে । যার দরুন গঙ্গারামপুর কেকের দোকানগুলো সেজে উঠেছে হরেক রকম কেক এ ।
গঙ্গারামপুর রাজীবপুর চার্চে শিশু যীশুকে চুম্বন |
# বড়দিন হিসাবে আয়োজন
গঙ্গারামপুর রাজীবপুর মিশনে বড়দিন উপলক্ষ্যে প্রত্যেক খ্রীষ্ট সম্প্রদায় সম্মেলিত গ্রামগুলি সেজে উঠেছে বড়দিনের সজ্জায় । বড়দিনের উপলক্ষ্যে প্রায় প্রত্যেক খ্রীষ্ট ভক্তদের প্রত্যেকের বাড়িতে সাজানো হয়েছে প্রভু যীশুর গোয়ালঘরে জন্মানোর সেই দৃশ্যটি । গঙ্গারামপুর ---- নং ওয়ার্ডের তুয়ুটলা, ফাদারটলা, সাফাটলা, দক্ষিনটলা, বানগড় পারা প্রায় সব খ্রীষ্টভক্ত সম্মেলিত পারা গুলোতে চলছে আনন্দ উৎসব ।
অন্যদিকে বড়দিনের উপলক্ষ্যে রাজীবপুর গীর্জা প্রাঙ্গনে রাখা হয়েছে কয়েকটি বিশেষ অনুষ্ঠান , যেগুলি হল - প্রভু যীশুর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ দুটি গীর্জা , প্রথমটি হয়েছিল প্রভু যীশুর জন্মের রাত হিসাবে ২৪.১২.২০১৯ মধ্যরাত্রে ,আর দ্বীতিয়টি ২৫ তারিখ সকাল বেলাই । আর এই বড়দিন উপলক্ষ্য হিসাবে রাজীবপুর গীর্জার মাঠ প্রাঙ্গনে চল্লো মেলা , আর সারাদিন ব্যাপি চলেছে বিশেষ সাংষ্কৃতিক অনুষ্ঠান , যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার উপ-পৌরপিতা মাননীয় শ্রী রাকেশ পন্ডিত মহাশয় , গঙ্গারামপুর পৌরসভার ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলার জয়ন্ত দাস , গঙ্গারামপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলার দিনেশ হেমরম, রাজীবপুর ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার বাবলা মন্ডল ও অন্নান্য ফাদারগন প্রমূখ ।
# অন্নান্য বিষয়
বড়দিন উপলক্ষ্যে মেলায় ক্ষুদে বিক্ৰেতা |
গঙ্গারামপুরের রাজীবপুর পাড়াই বড়দিনের উপলক্ষ্যে সারাদিন থাকে উৎসবের মুখ । স্থানিয়রা তো বটেই তার পাশাপাশি বহিরাগত পর্যটকদের ভিড় থাকে চোখে পরার মত । রাজীবপুর গ্রামটির আশেপাশের এলাকাগুলো ঐতিহাসিক ধ্বংসাবশেষে সমৃদ্ধ হওয়ার দরুন বড়দিনের মরশুমে মেলার ভিড় চরম হারে বেড়ে যায় । বড়দিনের গীর্জা প্রাঙ্গনে সাজানো মনমুগ্ধকর সাজ-সজ্জার পাশাপাশি উষারানির কলাগাছ ও বানগড় দেখতে দর্শনার্থিদের ভিড় উপচে পরে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন