History of dakshin dinajpur, bangla bible, DAKSHIN DINAJPUR, Uttar DINAJPUR, Malda, chiristanity, santhal,indian tribe,mahli tribe, unknown facts, tourist place of Malda, tourist place of Dakshin DINAJPUR ,bible, bible story, bible story in bangla,dakshin dinajpur news,adibashi,sautal,indian tribe culture,

TRANSLATE ARTICLE TO YOUR LANGUEGE

শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

Corona Virus ( করোনা ভাইরাস ) কি ? ও corona virus ( করোনা ভাইরাস ) থেকে বাঁচার উপায় ও লক্ষন । how to protect from corona virus bangla


করোনা ভাইরাস , এখন নতুন বিশ্বের নতুন ত্রাস । ক্ষনে ক্ষনেই বিশ্ব সাস্থ্য দপ্তর প্রচার করছে এই মারনরোগ থেকে নিজেকে কি করে দুরে রাখা সম্ভব । ইতিমধ্যেই এই রোগের কবলে পরে প্রান হারিয়েছে প্রায় ৪১ জন , যার বেশির ভাগটাই হল চীনের ইউহান প্রদেশে । আর খুব অল্প সময়ের মধ্যে এই রোগটি ছড়িয়ে পরেছে চীনের পার্শ্ববর্তী দেশ গুলোতেও যেমন ভূটান,মায়ানমার , পাকিস্থান, ইত্যাদি ইত্যাদি । আর এটাও মনে করা হচ্ছে যে এখনি এটা প্রতিরোধ না করলে এই করোনা ভাইরাস আঘাত হানতে পারে ভারতেও । 
ডাক্তারি পরামর্শ,ডাক্তার,doctor
ডাক্তার পরামর্শ অবশ্যই নিবেন
# ভাইরাসের উৎপত্তি
করোনা ভাইরাস প্রথম সংক্রমন হিসাবে প্রথমে মুরগির মধ্যে পাওয়া গিয়েছিল চীনের প্রত্যন্ত এলাকাই ১৯৬০ । কিন্তু প্রাথমিক ভাবে মনে করা হয় এই ভাইরাসটি চিনের ইউহান প্রদেশের পশু বাজার থেকে ছড়িয়ে পরেছে ।যার পর ধিরে ধিরে এটি খুব দ্রত ছড়িয়ে পরতে শুরু করে চীনের বিভিন্ন এলাকাই । এই ভাইরাস গুলোর মধ্যে " করোনা ভাইরাস ২২৯ই’ এবং ‘করোনা ভাইরাস ওসি৪৩’ মানুষের ক্ষতির জন্য বিশেষ ভাবে দায়ি । ইতিমধ্যেই চিনের ইউহান প্রদেশে এই ভাইরাসের প্রকোপ অনেক বেশি ,যার জন্য চিনা সরকার এই প্রদেশে কারো প্রবেশ ও বাইরে আসার অধিকার রদ করে দিয়েছে ।
# রোগের লক্ষন
করোনা ভাইরাস দ্বারা সংক্রমনে প্রাথমিক বা প্রথম অবস্থায় কোন প্রকারের লক্ষন চোখে পরে না ,যার জন্য একজন সুস্থ ব্যাক্তিও সেই করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত বা সংক্রমিত নই সেটা বলা মুশকিল । 
ডাক্তারি পরামর্শ,ডাক্তার,doctor,corona,corona virus,
করোনা ভাইরাস
তবে চিকিৎসকরা বলছেন যে- প্রথম যে লক্ষনটি করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত ব্যাক্তিদের মধ্যে দেখা যায় সেটি হল জ্বর । এবং প্রাথমিক ভাবে যেগুলো লক্ষন হিসাবে ধরা পরে সেগুলো হল হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্বর, সর্দি -কাশি । ধিরে ধিরে সেটি শুকনো কাশিতে পরিণত হয় , ও সেটি আরো কিছুদিন গিয়ে শ্বাসকষ্টে পরিনত হয়ে পরে । যার পরিবর্তী পরিণতি মৃত্য ।
# বাঁচার উপায়
বিশ্ব সাস্থ্য সংস্থা এই রোগ থেকে বাঁচার জন্য মাঝে মাঝে কিছু নির্দিশিকা জারি করেছে , কারন এখনি সতর্কতা অবলম্বন না করলে খুব শিঘ্রই করোনা ভাইরাসের আঘাতের সংখ্যা বেড়ে গিয়ে মহামারির রুপ নিতে পারে । কিছু বিশ্বস্থ সূত্ৰ অনুযায়ী এই রোগের প্রতিশেধক তৈরি করা সম্ভব করা হয়েছে , বিশ্ব সাস্থ্য সংস্থা ও চীনের চিকিৎসা বিঙ্গানীদের দ্বারা । খুব শিঘ্রই চীনা সরকার এর উপরে কাজ শুরু করবেন । তবে এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কিছু নির্দেশিকা জারী করা হয়েছে ,যেগুলো নিম্নরুপ । 
ডাক্তারি পরামর্শ,ডাক্তার,doctor,doctor musk, musk, চিকিৎসা মুখোশ,
ডাক্তারি মুখোশ অবশ্যই পরুন
**ঘরের বাইরে বেরোনোর আগে অবশ্যই ডাক্তারী মুখোশ ব্যবহার করুন । আর পারলে না বেরোলেই ভালো ।**
**যে ব্যাক্তিরা হাঁচি , কাশির দ্বারা আক্রান্ত ,তাদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন ।**
**আমিশ জাতীয় খাদ্য থেকে দূরে থাকুন ।**
**মাংস জাতীয় খাদ্য রান্না করতে হলে ,সেটি খুবই ভালোভাবে সেদ্ধ করুন ।**
**কোন কিছু করার আগে বা পরে ভালোভাবে হাত সাবান দিয়ে ধুবেন ।**
**পশুদের আশপাশ থেকে দূরে থাকুন ।**
এই মারন ভাইরাসটি বায়ু, মাংশ ইত্যাদির দ্বারা খুব সহজেই আপনার শরিরে প্রবেশ করতে পারে । ইতিমধ্যেই এই করোনা ভাইরাসটি ১১ টি দেশে তার শিকড় বিস্তার করতে পেরেছে ,যার প্রত্যেকটিই আমাদের প্রতিবেশি রাষ্ট্র , তাই এক্ষনি সতর্ক হন , নিজে ও নিজের পরিবারকে সুস্থ রাখুন ।
WhatsApp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন