History of dakshin dinajpur, bangla bible, DAKSHIN DINAJPUR, Uttar DINAJPUR, Malda, chiristanity, santhal,indian tribe,mahli tribe, unknown facts, tourist place of Malda, tourist place of Dakshin DINAJPUR ,bible, bible story, bible story in bangla,dakshin dinajpur news,adibashi,sautal,indian tribe culture,

TRANSLATE ARTICLE TO YOUR LANGUEGE

শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

দেবী সরস্বতী পূজা মন্ত্র ও তার সমস্ত অর্থ । devi saraswati puja mantra bangla meanings

শৈশবে থাকা কালিন , প্রত্যেক বছর সরস্বতী ( devi saraswati ) পুজোর অপেক্ষা করতাম কারন - প্রথমত সেটা ছিল আমাদের একক প্রচেষ্টাই সরস্বতীর আরোধনা  ,আর দলবদ্ধ ভাবে আয়োজন করার একটা প্রচেষ্টা ।
Saraswati, devi saraswati, devi maa saraswati,
দেবী সরস্বতী saraswati devi
আর যে আয়োজনটিকে একটি কর্মকান্ডে পরিনত করার জন্য না জানি কত গালি খেতে হয়েছে ,আর না জানি কত জায়গাই গিয়েছি চাঁদা উঠাতে, যার কোন হিসাব নেই । যদিও শিশু মনে সেই সময় কোন খটকা লাগে নি ,কিন্তু আজ বুঝি ...কোন কিছুর অর্থ না জেনে সেগুলো উচ্চারণ করা বোকামির কাজ । আমি প্রতি বছরি অঞ্জলি দিতাম ,কিন্তু ঠাকুরমশাই আমাকে কি বলিয়ে নিতো সেটা বুঝতে পেতাম না । এই প্রশ্নটি অন্য কাউকে যেন খটকা না দেই তাই সেটির বাংলা অর্থ সহ সকলের জন্য রেখে দিলাম ।
**সরস্বতী saraswati পুজার পুষ্পাঞ্জলি মন্ত্র**
ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে। বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে। নমঃ ভদ্র কাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ। এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।
Saraswati, devi saraswati, devi maa saraswati,সরস্বতী,সরস্বতী দেবী,মা সরস্বতী,বীণাপানি,
বীণা হাতে দেবী সরস্বতী

**প্রত্যেক শব্দের অর্থ**
ওঁ =পরমাত্মা/ঈশ্বর ,জয় জয় =জয় জয়কার ,দেবী = দেবী ,চরাচর সারে = সর্ব্ব্যাপি বিরাজমান , কুচ = বৃদ্ধা ও মধ্য অঙ্গুলীর অগ্রাংশ,  যুগ = দীপ্তিময় , শোভিত = শোভা পাওয়া, মুক্তাহারে = মুক্তো হার দ্বারা, বীনা = বীনা বাদ্যযন্ত্র , রঞ্জিত =  রঞ্জিত বা যুক্ত, পুস্তক =বই , হস্তে = হাতে, ভগবতী = নারী রূপী পরমাত্মা/ঈশ্বর, ভারতী =বাণী ,দেবী=দেবী, নমহস্তুতে =দু হাতে প্রণাম জানাই ,
Saraswati, devi saraswati, devi maa saraswati,সরস্বতী,সরস্বতী দেবী,মা সরস্বতী,বীণাপানি,
দেবী সরস্বতী devi saraswati
**সম্পুর্ণ অর্থ**
সর্ব্ব্যাপি বিরাজমান পরমাত্মারূপী দেবীর জয়,যাহার অঙ্গুলীর অগ্রাংশ দীপ্তিময় মুক্তোমালা দ্বারা শোভিত। যিনি বীনা দ্বারা রঞ্জিত, হাতে বই ( ঞ্জান বা বেদ) ধারণ করে আছেন ,সেই পরমাত্মারূপী বাণীদেবীকে দু হাতে প্রণাম জানাই ।
  এছাড়াও দেবী সরস্বতী দেবির আরো দুটি মন্ত্র আমার জানা আছে । সেই দুটি মন্ত্র হল -যেটি অন্যদিন শোনানো যাবে ।
WhatsApp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন