শৈশবে থাকা কালিন , প্রত্যেক বছর সরস্বতী ( devi saraswati ) পুজোর অপেক্ষা করতাম কারন - প্রথমত সেটা ছিল আমাদের একক প্রচেষ্টাই সরস্বতীর আরোধনা ,আর দলবদ্ধ ভাবে আয়োজন করার একটা প্রচেষ্টা ।
WhatsApp
UNIQUE KNOWLEDGE
দেবী সরস্বতী saraswati devi |
আর যে আয়োজনটিকে একটি কর্মকান্ডে পরিনত করার জন্য না জানি কত গালি খেতে হয়েছে ,আর না জানি কত জায়গাই গিয়েছি চাঁদা উঠাতে, যার কোন হিসাব নেই । যদিও শিশু মনে সেই সময় কোন খটকা লাগে নি ,কিন্তু আজ বুঝি ...কোন কিছুর অর্থ না জেনে সেগুলো উচ্চারণ করা বোকামির কাজ । আমি প্রতি বছরি অঞ্জলি দিতাম ,কিন্তু ঠাকুরমশাই আমাকে কি বলিয়ে নিতো সেটা বুঝতে পেতাম না । এই প্রশ্নটি অন্য কাউকে যেন খটকা না দেই তাই সেটির বাংলা অর্থ সহ সকলের জন্য রেখে দিলাম ।
**সরস্বতী saraswati পুজার পুষ্পাঞ্জলি মন্ত্র**
ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে। বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে। নমঃ ভদ্র কাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ। এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।
**প্রত্যেক শব্দের অর্থ**
ওঁ =পরমাত্মা/ঈশ্বর ,জয় জয় =জয় জয়কার ,দেবী = দেবী ,চরাচর সারে = সর্ব্ব্যাপি বিরাজমান , কুচ = বৃদ্ধা ও মধ্য অঙ্গুলীর অগ্রাংশ, যুগ = দীপ্তিময় , শোভিত = শোভা পাওয়া, মুক্তাহারে = মুক্তো হার দ্বারা, বীনা = বীনা বাদ্যযন্ত্র , রঞ্জিত = রঞ্জিত বা যুক্ত, পুস্তক =বই , হস্তে = হাতে, ভগবতী = নারী রূপী পরমাত্মা/ঈশ্বর, ভারতী =বাণী ,দেবী=দেবী, নমহস্তুতে =দু হাতে প্রণাম জানাই ,
**সম্পুর্ণ অর্থ**
সর্ব্ব্যাপি বিরাজমান পরমাত্মারূপী দেবীর জয়,যাহার অঙ্গুলীর অগ্রাংশ দীপ্তিময় মুক্তোমালা দ্বারা শোভিত। যিনি বীনা দ্বারা রঞ্জিত, হাতে বই ( ঞ্জান বা বেদ) ধারণ করে আছেন ,সেই পরমাত্মারূপী বাণীদেবীকে দু হাতে প্রণাম জানাই ।
এছাড়াও দেবী সরস্বতী দেবির আরো দুটি মন্ত্র আমার জানা আছে । সেই দুটি মন্ত্র হল -যেটি অন্যদিন শোনানো যাবে ।
**সরস্বতী saraswati পুজার পুষ্পাঞ্জলি মন্ত্র**
ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে। বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে। নমঃ ভদ্র কাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ। এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।
বীণা হাতে দেবী সরস্বতী |
**প্রত্যেক শব্দের অর্থ**
ওঁ =পরমাত্মা/ঈশ্বর ,জয় জয় =জয় জয়কার ,দেবী = দেবী ,চরাচর সারে = সর্ব্ব্যাপি বিরাজমান , কুচ = বৃদ্ধা ও মধ্য অঙ্গুলীর অগ্রাংশ, যুগ = দীপ্তিময় , শোভিত = শোভা পাওয়া, মুক্তাহারে = মুক্তো হার দ্বারা, বীনা = বীনা বাদ্যযন্ত্র , রঞ্জিত = রঞ্জিত বা যুক্ত, পুস্তক =বই , হস্তে = হাতে, ভগবতী = নারী রূপী পরমাত্মা/ঈশ্বর, ভারতী =বাণী ,দেবী=দেবী, নমহস্তুতে =দু হাতে প্রণাম জানাই ,
দেবী সরস্বতী devi saraswati |
সর্ব্ব্যাপি বিরাজমান পরমাত্মারূপী দেবীর জয়,যাহার অঙ্গুলীর অগ্রাংশ দীপ্তিময় মুক্তোমালা দ্বারা শোভিত। যিনি বীনা দ্বারা রঞ্জিত, হাতে বই ( ঞ্জান বা বেদ) ধারণ করে আছেন ,সেই পরমাত্মারূপী বাণীদেবীকে দু হাতে প্রণাম জানাই ।
এছাড়াও দেবী সরস্বতী দেবির আরো দুটি মন্ত্র আমার জানা আছে । সেই দুটি মন্ত্র হল -যেটি অন্যদিন শোনানো যাবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন