দীর্ঘকাই সুঠাম দেহ , শক্তিও তাদের অমানবীক । আবার তারি সাথে টানটান উত্তেজনা ,কে জিতবে ? দুই পক্ষই মারশাল আর্ট আর বিভিন্ন কায়দায় পারদর্শী । দর্শকদের মধ্যে কেও শেষ মহুর্ত ছাড়া বুঝতেই পারে না , প্রকৃত বিজয়ী কে হবে । তাই প্রত্যেক দর্শকদের নজর থাকে খেলার প্রতি গভীর আগ্রহে ,তা সে সরাসরি রঙ্গমন্ঞ্চে হোক বা টিভির পর্দায় । খেলাটি গোটা বিশ্বেই প্রায় সমানভাবে জনপ্রীয় , আর খেলাটির নাম WWE বা WORLD WRESTLING ENTERTAINMENT আর এটিকেই যদি বাংলাই বলি তবে সেটি হবে "বিশ্ব মল্লযুদ্ধ বিনোদন " ।
WWE এর সম্পুর্নরুপ World Wrestling Entertainment , যেটি ১৯৫২ সালে মার্কিন প্রদেশে বিশেষকরে মানুষকে বিনোদনের জন্য আর ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি হয়েছিল । যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম ছিল কেপিটাল রেসলিং কর্পোরেশন লিমিটেড ,যার কর্নধার ছিলেন মরগেন । প্রথমের দিকে এই খেলাটিকে বলা হত ***টাইটান রেসলিং গেম** । যেটি ধিরে ধিরে নাম পরিবর্তন করে হয় ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (WWF) , আর বর্তমানে ওয়ার্ল্ড রেসলিং ইন্টারটেইনমেন্ট (WWE)।
যে খেলায় কিছু অভিঙ্গ মল্ল যোদ্ধারা , লড়াই করে মানুষকে বিনোদন আর আনন্দ দিয়ে থাকে ।
# WWE কি বাস্তবেই সত্যি
গোটা বিশ্বে এই খেলাটি বেশ প্রসিদ্ধ - যার পিছনে একটি বিশেষ কারন হল " জনসাধারন মনে করে যে এই খেলাটি যারা যুদ্ধ মন্ঞ্চে প্রদর্শন করে তারা বাস্তবেই লড়াই করে থাকে "। আর এই প্রশ্নের এক কথায় উত্তর হল "না" ।
এবার অনেক পাঠকদের মনে হয়তো বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে । এবার আমি সেই প্রশ্ন গুলোর জবাব দেওয়ার চেষ্টা করছি ।
***প্রশ্ন - রেসলাররা কি বাস্তবেই লড়াই করে ?**
***উত্তর**- রেসলাররা বাস্তবে লড়াই করে না । এটা অভিঙ্গ কলাকুশলিদের দ্বারা যুদ্ধ মন্ঞ্চে প্রদর্শিত মিথ্যা অভিনয় ।
***প্রশ্ন- এটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে এটি দেখানোর উদ্দেশ্য কি ?***
***উত্তর**- WWE কোন লড়াই নয় , WWE একটি ব্যাবসায়িক উদ্দেশ্যে তৈরি করা একটি খেলা মাত্র । যার উদ্দেশ্য একমাত্র টাকা উপার্জন । যার ফলে এই ব্যাবসায়িক প্রতিষ্ঠানের মাসিক আয় মিলিয়নের উপরে ছাড়িয়ে পরে ।
***প্রশ্ন- এটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে মানুষ এটি দেখছে কেন ?***
***উত্তর**- এর একটা সহজ সরল উত্তর হল - মানুষ এই খেলাটি পছন্দ করছে তাই দেখছে । তাছাড়াও এই খেলাটি যারা অংশগ্রহন করে তারা এই খেলাই সম্পুর্ন অভিঙ্গ ,তাই তাদের এই অভিঙ্গতা গুলো এমন ভাবে দেখানো হয় যাতে মানুষ তা দেখতে পছন্দ করে ।
***প্রশ্ন-তাহলে খেলাই হার-জিত রয়েছে কেন ?***
এই খেলাই হার-জিত বলে কিছু নেই । সবই পূৰ্ব পরিকল্পিত । যেটা খেলোয়ারদের প্রসিদ্ধতা আর ব্যাবসায়িক দৃষ্টিকোনের বিচারে কাকে বিজয়ী করা হবে সেটা বিচার করা হয় ।
***প্রশ্ন-মিথ্যা লড়াই যদি হয়ে থাকে তাহলে কি রক্ত বেরোনোর ঘটনাটাও মিথ্যা?***
খেলোয়ারদের শরির লড়াই কালিন বেরোনো এই এই রক্তগুলো কিছু কিছু ক্ষেত্রে বাস্তব আর কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা । কোন কোন খেলা আরো আকর্ষনিয় বানানোর জন্য , সেই খেলাই একটি বিশেষ প্রসাধন খেলোয়ারদের দিয়ে দেওয়া হয় যেটি পেন্টে লুকিয়ে রাখে । সময় বুঝে তারা সেই প্রসাধনিকে সঠিক জায়গাই লাগিয়ে নেই ।
আবার কখন কখন লড়াই কালিন আঘাতের জন্যও রক্ত বেরোই ।
**প্রশ্ন-তারমানে কি যে লড়াইয়ে ,লড়াই কালিন আঘাতে রক্ত বেরোই সেই লড়াই গুলো কি বাস্তব?**
***উত্তর**- না সেগুলোও মিথ্যা লড়াই হয়ে থাকে , আর লড়াই গুলোও পূৰ্ব পরিকল্পিত , আর এই লড়াই গুলোকে বলা হয় "সেটিং ফাইট" । আর এই সেটিং ফাইট গুলো এতটাই সুক্ষ্ম হয়ে থাকে যে এগুলো দেখে বোঝা যায় না । আর সেটিং ফাইট গুলো যখন স্টেজে দেখানো হয় তখন দর্শকদের সামনে সেই লড়াইগুলোকে আরো প্রানবন্ত করার চেষ্টা করা হয়ে থাকে । যার দরুন মাঝে মাঝে দুর্ঘটনাও হয়ে থাকে ,যার দরুন কিছু কিছু লড়াইয়ে রক্তপাত ও হয়ে থাকে ।
এই প্রসঙ্গে একটা উদাহরণ দেই - হিন্দি ফিল্মগুলোতেও বিভিন্ন মিথ্যা লড়াইয়ের সুটিং হয়ে থাকে । যার অনেক রি-টেক করার সুযোগ থাকে ,কিন্তু দর্শকদের সামনে সেই প্রকার কোন সুযোগ থাকে না তাই মাঝে মাঝে রক্ত বেরোনো ,একটি দুর্ঘটনা ছাড়া আর কিছু নই ।
***প্রশ্ন- তাহলে কি WWE সম্পুর্নভাবে সাজানো ?**
***উত্তর**- হ্যাঁ । WWE এর সমস্ত কিছু সাজানো । যার প্রত্যেক ঘটনার পিছনে রয়েছে একজন সুদক্ষ স্ক্রীপ্ট রাইটারের হাত । যারা খুব সুন্দরের সাথে এই গোটা কার্য প্রনালিটিকে ঘটনার রুপ দিয়ে থাকেন ।
তারপরেও যদি আপনাদের কোন প্রকার প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই তা কমান্টে গিয়ে জানাবেন ।
WhatsApp
UNIQUE KNOWLEDGE
WWF লড়াইয়ের একটি দৃশ্য |
ছোট থেকে বড় সকলের কাছেই এই খেলাটি বেশ জনপ্রিয় , তবে কচিকাচাদের কাছে এই খেলাটি সবথেকে বেশি জনপ্রীয় । এখন একটা প্রশ্ন উঠছে এই খেলাটি বাস্তবেই কি মারামারির খেলা ? এই প্রশ্নের উত্তর হয়তো অনেকেই খুঁজছে , কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে এই খেলাটির বিষয়ে অল্প বিস্তর জেনে নেওয়া যাক ।
# WWE কি?WWE এর সম্পুর্নরুপ World Wrestling Entertainment , যেটি ১৯৫২ সালে মার্কিন প্রদেশে বিশেষকরে মানুষকে বিনোদনের জন্য আর ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি হয়েছিল । যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম ছিল কেপিটাল রেসলিং কর্পোরেশন লিমিটেড ,যার কর্নধার ছিলেন মরগেন । প্রথমের দিকে এই খেলাটিকে বলা হত ***টাইটান রেসলিং গেম** । যেটি ধিরে ধিরে নাম পরিবর্তন করে হয় ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (WWF) , আর বর্তমানে ওয়ার্ল্ড রেসলিং ইন্টারটেইনমেন্ট (WWE)।
যে খেলায় কিছু অভিঙ্গ মল্ল যোদ্ধারা , লড়াই করে মানুষকে বিনোদন আর আনন্দ দিয়ে থাকে ।
WWE মন্ঞ্চ |
গোটা বিশ্বে এই খেলাটি বেশ প্রসিদ্ধ - যার পিছনে একটি বিশেষ কারন হল " জনসাধারন মনে করে যে এই খেলাটি যারা যুদ্ধ মন্ঞ্চে প্রদর্শন করে তারা বাস্তবেই লড়াই করে থাকে "। আর এই প্রশ্নের এক কথায় উত্তর হল "না" ।
এবার অনেক পাঠকদের মনে হয়তো বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে । এবার আমি সেই প্রশ্ন গুলোর জবাব দেওয়ার চেষ্টা করছি ।
***প্রশ্ন - রেসলাররা কি বাস্তবেই লড়াই করে ?**
***উত্তর**- রেসলাররা বাস্তবে লড়াই করে না । এটা অভিঙ্গ কলাকুশলিদের দ্বারা যুদ্ধ মন্ঞ্চে প্রদর্শিত মিথ্যা অভিনয় ।
লড়াইয়ের বিজয়ী |
***প্রশ্ন- এটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে এটি দেখানোর উদ্দেশ্য কি ?***
***উত্তর**- WWE কোন লড়াই নয় , WWE একটি ব্যাবসায়িক উদ্দেশ্যে তৈরি করা একটি খেলা মাত্র । যার উদ্দেশ্য একমাত্র টাকা উপার্জন । যার ফলে এই ব্যাবসায়িক প্রতিষ্ঠানের মাসিক আয় মিলিয়নের উপরে ছাড়িয়ে পরে ।
***প্রশ্ন- এটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে মানুষ এটি দেখছে কেন ?***
***উত্তর**- এর একটা সহজ সরল উত্তর হল - মানুষ এই খেলাটি পছন্দ করছে তাই দেখছে । তাছাড়াও এই খেলাটি যারা অংশগ্রহন করে তারা এই খেলাই সম্পুর্ন অভিঙ্গ ,তাই তাদের এই অভিঙ্গতা গুলো এমন ভাবে দেখানো হয় যাতে মানুষ তা দেখতে পছন্দ করে ।
***প্রশ্ন-তাহলে খেলাই হার-জিত রয়েছে কেন ?***
এই খেলাই হার-জিত বলে কিছু নেই । সবই পূৰ্ব পরিকল্পিত । যেটা খেলোয়ারদের প্রসিদ্ধতা আর ব্যাবসায়িক দৃষ্টিকোনের বিচারে কাকে বিজয়ী করা হবে সেটা বিচার করা হয় ।
***প্রশ্ন-মিথ্যা লড়াই যদি হয়ে থাকে তাহলে কি রক্ত বেরোনোর ঘটনাটাও মিথ্যা?***
খেলোয়ারদের শরির লড়াই কালিন বেরোনো এই এই রক্তগুলো কিছু কিছু ক্ষেত্রে বাস্তব আর কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা । কোন কোন খেলা আরো আকর্ষনিয় বানানোর জন্য , সেই খেলাই একটি বিশেষ প্রসাধন খেলোয়ারদের দিয়ে দেওয়া হয় যেটি পেন্টে লুকিয়ে রাখে । সময় বুঝে তারা সেই প্রসাধনিকে সঠিক জায়গাই লাগিয়ে নেই ।
আবার কখন কখন লড়াই কালিন আঘাতের জন্যও রক্ত বেরোই ।
WWE এর রক্তাক্ত খেলোয়াড় |
***উত্তর**- না সেগুলোও মিথ্যা লড়াই হয়ে থাকে , আর লড়াই গুলোও পূৰ্ব পরিকল্পিত , আর এই লড়াই গুলোকে বলা হয় "সেটিং ফাইট" । আর এই সেটিং ফাইট গুলো এতটাই সুক্ষ্ম হয়ে থাকে যে এগুলো দেখে বোঝা যায় না । আর সেটিং ফাইট গুলো যখন স্টেজে দেখানো হয় তখন দর্শকদের সামনে সেই লড়াইগুলোকে আরো প্রানবন্ত করার চেষ্টা করা হয়ে থাকে । যার দরুন মাঝে মাঝে দুর্ঘটনাও হয়ে থাকে ,যার দরুন কিছু কিছু লড়াইয়ে রক্তপাত ও হয়ে থাকে ।
এই প্রসঙ্গে একটা উদাহরণ দেই - হিন্দি ফিল্মগুলোতেও বিভিন্ন মিথ্যা লড়াইয়ের সুটিং হয়ে থাকে । যার অনেক রি-টেক করার সুযোগ থাকে ,কিন্তু দর্শকদের সামনে সেই প্রকার কোন সুযোগ থাকে না তাই মাঝে মাঝে রক্ত বেরোনো ,একটি দুর্ঘটনা ছাড়া আর কিছু নই ।
***প্রশ্ন- তাহলে কি WWE সম্পুর্নভাবে সাজানো ?**
***উত্তর**- হ্যাঁ । WWE এর সমস্ত কিছু সাজানো । যার প্রত্যেক ঘটনার পিছনে রয়েছে একজন সুদক্ষ স্ক্রীপ্ট রাইটারের হাত । যারা খুব সুন্দরের সাথে এই গোটা কার্য প্রনালিটিকে ঘটনার রুপ দিয়ে থাকেন ।
তারপরেও যদি আপনাদের কোন প্রকার প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই তা কমান্টে গিয়ে জানাবেন ।
তাহলে টিভির স্ক্রিনে live দেখায় কেন?
উত্তরমুছুন