History of dakshin dinajpur, bangla bible, DAKSHIN DINAJPUR, Uttar DINAJPUR, Malda, chiristanity, santhal,indian tribe,mahli tribe, unknown facts, tourist place of Malda, tourist place of Dakshin DINAJPUR ,bible, bible story, bible story in bangla,dakshin dinajpur news,adibashi,sautal,indian tribe culture,

TRANSLATE ARTICLE TO YOUR LANGUEGE

বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

WWE লড়াই কি বাস্তবেই কি সত্য ।। WWE এর সাতকাহন ।।

দীর্ঘকাই সুঠাম দেহ , শক্তিও তাদের অমানবীক । আবার তারি সাথে টানটান উত্তেজনা ,কে জিতবে ? দুই পক্ষই মারশাল আর্ট আর বিভিন্ন কায়দায় পারদর্শী । দর্শকদের মধ্যে কেও শেষ মহুর্ত ছাড়া বুঝতেই পারে না , প্রকৃত বিজয়ী কে  হবে । তাই প্রত্যেক দর্শকদের নজর থাকে খেলার প্রতি গভীর আগ্রহে ,তা সে সরাসরি রঙ্গমন্ঞ্চে হোক বা টিভির পর্দায় । খেলাটি গোটা বিশ্বেই প্রায় সমানভাবে জনপ্রীয় , আর খেলাটির নাম WWE বা WORLD WRESTLING ENTERTAINMENT আর এটিকেই যদি বাংলাই বলি তবে সেটি হবে "বিশ্ব মল্লযুদ্ধ বিনোদন " ।
WWE,WWE FIGHT,WWF FIGHT,WWF,WWE লড়াই,লড়াই,WWF লড়াই,
  WWF লড়াইয়ের একটি দৃশ্য
ছোট থেকে বড় সকলের কাছেই এই খেলাটি বেশ জনপ্রিয় , তবে কচিকাচাদের কাছে এই খেলাটি সবথেকে বেশি জনপ্রীয় । এখন একটা প্রশ্ন উঠছে এই খেলাটি বাস্তবেই কি মারামারির খেলা ? এই প্রশ্নের উত্তর হয়তো অনেকেই খুঁজছে , কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে এই খেলাটির বিষয়ে অল্প বিস্তর জেনে নেওয়া যাক ।
# WWE  কি?
WWE এর সম্পুর্নরুপ  World Wrestling Entertainment , যেটি ১৯৫২ সালে মার্কিন প্রদেশে বিশেষকরে মানুষকে বিনোদনের জন্য আর ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি হয়েছিল । যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম ছিল কেপিটাল রেসলিং কর্পোরেশন লিমিটেড ,যার কর্নধার ছিলেন মরগেন । প্রথমের দিকে এই খেলাটিকে বলা হত ***টাইটান রেসলিং গেম** । যেটি ধিরে ধিরে নাম পরিবর্তন করে হয় ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (WWF) , আর বর্তমানে ওয়ার্ল্ড রেসলিং ইন্টারটেইনমেন্ট  (WWE)।
যে খেলায় কিছু অভিঙ্গ মল্ল যোদ্ধারা , লড়াই করে মানুষকে বিনোদন আর আনন্দ দিয়ে থাকে ।
WWE মন্ঞ্চ
# WWE কি বাস্তবেই সত্যি
গোটা বিশ্বে এই খেলাটি বেশ প্রসিদ্ধ -  যার পিছনে একটি বিশেষ কারন হল " জনসাধারন মনে করে যে এই খেলাটি যারা যুদ্ধ মন্ঞ্চে প্রদর্শন করে তারা বাস্তবেই লড়াই করে থাকে "। আর এই প্রশ্নের এক কথায় উত্তর হল "না" ।
এবার অনেক পাঠকদের মনে হয়তো বিভিন্ন প্রশ্ন উঠে এসেছে । এবার আমি সেই প্রশ্ন গুলোর জবাব দেওয়ার চেষ্টা করছি ।
***প্রশ্ন - রেসলাররা কি বাস্তবেই লড়াই করে ?**
***উত্তর**- রেসলাররা বাস্তবে লড়াই করে না । এটা অভিঙ্গ কলাকুশলিদের দ্বারা  যুদ্ধ মন্ঞ্চে প্রদর্শিত মিথ্যা অভিনয় ।
WWF,WWF FIGHT,WWE FIGHT,
লড়াইয়ের বিজয়ী

**
*প্রশ্ন- এটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে  এটি দেখানোর উদ্দেশ্য কি ?***
***উত্তর**-  WWE কোন লড়াই নয় , WWE একটি ব্যাবসায়িক উদ্দেশ্যে তৈরি করা একটি খেলা মাত্র । যার উদ্দেশ্য একমাত্র টাকা উপার্জন ।  যার ফলে এই ব্যাবসায়িক প্রতিষ্ঠানের মাসিক আয় মিলিয়নের উপরে ছাড়িয়ে পরে ।
***প্রশ্ন- এটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে মানুষ এটি দেখছে কেন ?***
***উত্তর**- এর একটা সহজ সরল উত্তর হল - মানুষ এই খেলাটি পছন্দ করছে তাই দেখছে । তাছাড়াও এই খেলাটি যারা অংশগ্রহন করে তারা এই খেলাই সম্পুর্ন অভিঙ্গ ,তাই তাদের এই অভিঙ্গতা গুলো এমন ভাবে দেখানো হয় যাতে মানুষ তা দেখতে পছন্দ করে ।
***প্রশ্ন-তাহলে খেলাই হার-জিত রয়েছে কেন ?***
এই খেলাই হার-জিত বলে কিছু নেই । সবই পূৰ্ব পরিকল্পিত । যেটা খেলোয়ারদের প্রসিদ্ধতা আর ব্যাবসায়িক দৃষ্টিকোনের বিচারে কাকে বিজয়ী করা হবে সেটা বিচার করা হয় ।
***প্রশ্ন-মিথ্যা লড়াই যদি হয়ে থাকে তাহলে কি রক্ত বেরোনোর ঘটনাটাও মিথ্যা?***
খেলোয়ারদের শরির লড়াই কালিন বেরোনো এই এই রক্তগুলো কিছু কিছু ক্ষেত্রে বাস্তব আর কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা । কোন কোন খেলা আরো আকর্ষনিয় বানানোর জন্য , সেই খেলাই একটি বিশেষ প্রসাধন খেলোয়ারদের দিয়ে দেওয়া হয় যেটি পেন্টে লুকিয়ে রাখে । সময় বুঝে তারা সেই প্রসাধনিকে সঠিক জায়গাই লাগিয়ে নেই ।
আবার কখন কখন লড়াই কালিন আঘাতের জন্যও রক্ত বেরোই ।
Wwe,wwf,wwe fight,wwf fight,
WWE এর রক্তাক্ত খেলোয়াড়
**প্রশ্ন-তারমানে কি যে লড়াইয়ে ,লড়াই কালিন আঘাতে রক্ত বেরোই সেই লড়াই গুলো কি বাস্তব?**
***উত্তর**- না সেগুলোও মিথ্যা লড়াই হয়ে থাকে , আর লড়াই গুলোও পূৰ্ব পরিকল্পিত , আর এই লড়াই গুলোকে বলা হয় "সেটিং ফাইট" । আর এই সেটিং ফাইট গুলো এতটাই সুক্ষ্ম হয়ে থাকে যে এগুলো দেখে বোঝা যায় না । আর সেটিং ফাইট গুলো যখন স্টেজে দেখানো হয় তখন দর্শকদের সামনে সেই লড়াইগুলোকে আরো প্রানবন্ত করার চেষ্টা করা হয়ে থাকে । যার দরুন মাঝে মাঝে দুর্ঘটনাও হয়ে থাকে ,যার দরুন কিছু কিছু লড়াইয়ে রক্তপাত ও হয়ে থাকে ।
এই প্রসঙ্গে একটা উদাহরণ দেই - হিন্দি ফিল্মগুলোতেও বিভিন্ন মিথ্যা লড়াইয়ের  সুটিং হয়ে থাকে । যার অনেক রি-টেক করার সুযোগ থাকে ,কিন্তু দর্শকদের সামনে সেই প্রকার কোন সুযোগ থাকে না তাই মাঝে মাঝে রক্ত বেরোনো ,একটি দুর্ঘটনা ছাড়া আর কিছু নই ।
***প্রশ্ন- তাহলে কি WWE সম্পুর্নভাবে সাজানো ?**
***উত্তর**- হ্যাঁ । WWE এর সমস্ত কিছু সাজানো । যার প্রত্যেক ঘটনার পিছনে রয়েছে একজন সুদক্ষ স্ক্রীপ্ট রাইটারের হাত । যারা খুব সুন্দরের সাথে এই গোটা কার্য প্রনালিটিকে ঘটনার রুপ দিয়ে থাকেন ।
তারপরেও যদি আপনাদের কোন প্রকার প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই তা কমান্টে গিয়ে জানাবেন ।
WhatsApp

1 টি মন্তব্য: