History of dakshin dinajpur, bangla bible, DAKSHIN DINAJPUR, Uttar DINAJPUR, Malda, chiristanity, santhal,indian tribe,mahli tribe, unknown facts, tourist place of Malda, tourist place of Dakshin DINAJPUR ,bible, bible story, bible story in bangla,dakshin dinajpur news,adibashi,sautal,indian tribe culture,

TRANSLATE ARTICLE TO YOUR LANGUEGE

শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

ছোটদের বাইবেল যাকোব তার নিজ কানন দেশে ফিরে এলেন ওল্ড টেষ্টামেন্ট । BANGLA BIBLE


এর আগে বাইবেলের পুরোনো নিয়মের কাহিনী বলতে গিয়ে **আব্রাহাম পুত্র ইসাহাকের বিবাহ ও বংশবৃদ্ধি ।। বাইবেল পুরাতন নিয়মের কাহিনী **  বলেছিলাম । যেই গল্পটি আকারে বড় হওয়ার জন্য বাকি কাহিনীটি আজ বলছি । তাহলে ছোটদের বাইবেলের যাকোবের জীবনি নিয়ে দ্বিতীয় অংশটি আজ বলছি ।
# যাকোবের প্রতি ঐষৌর ঘৃনা ।
বৃদ্ধ পিতা ইসাহাকের কাছ থেকে যাকোব ছলনার সাহায্যে সব রকম আশির্বাদ নিয়ে নিলে  যাকোবের প্রতি ঐষৌর চরম ঘৃনার অবতারনা ঘটে । তাই ঐষৌ যাকোবকে মেরে ফেলার ফন্দি আটঁতে থাকে । ঐষৌ তার বাবা ইসাহাকের মৃত্যর অপেক্ষা করতে থাকে কেননা , তার পিতা বেঁচে থাকা প্রযন্ত তার দ্বারা এমন জঘন্য কাজ করা সম্ভব ছিল না ।
বাইবেল পুরাতন নিয়ম
# যাকোবের পলায়ন ।
যাকোবের মা রেবেকা ঐষৌর এই ফন্দি জানতে পেরেছিলেন তাই তিনি তার প্রীয় পুত্র যাকোবকে সেখান থেকে পালিয়ে যেতে বল্লেন । কেননা ,সেখানে থাকলে তার ভাই ঐষৌ তাকে হত্যা করবে ।
যাকোব মা রেবেকার কথা মত তার মামার বাড়ী মেসোপটেমিয়া পালিয়ে নিজের জীবন বাচাঁলেন । যাবার পথে প্রথম রাত্রে তিনি একটি জায়গাই পৌছলেন ,যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই যাকোব সেখানেই সেই রাতটা কাটাবেন বলে ঠিক করলেন । যাকোব সেখানে একটি পাথরের খন্ড দেখতে পেলেন ,যার উপর মাথা রেখে ঘুমোতে শুরু করলেন ।
# যাকোবের স্বপ্নে স্বর্গের সিঁড়ি
সেই স্থানে ঘুমোনোর সাথে সাথে যাকোব একটি স্বপ্ন দেখতে পেলেন । যেই স্বপ্নে তিনি দেখতে পেলেন - স্বর্গ থেকে পৃথিবী প্রযন্ত একটি সিঁড়ি নেমে গেছে । আর সেই সিঁড়ি দিয়ে স্বর্গ দূতেরা উঠা-নামা করছে এবং স্বয়ং ঈশ্বর তার পাশে এসে দাড়িয়ে থেকে যাকোবকে বলছেন - আমি তোমার পিতা আর পিতামহের আরাধ্য ঈশ্বর । আমি তোমাদের সমস্ত দেশ দেব । তোমার বংশধরেরা হয়ে উঠবে অসংখ্য । 
অল্ড টেষ্টামেন্ট,অল্ড টেষ্টামেন্ট বাইবেল,বাইবেল,যাকোব,স্বর্গ,
যাকোবের স্বপ্নে স্বর্গের সিঁরি
তোমার বংশধরেরা ছড়িয়ে পরবে চারেদিকে আর আমি তাদের আশির্বাদ করবো ও তাদের সাথেই থাকবো । আর যতদিন না আমার এই কথা পুর্ণ হচ্ছে ততদিন আমি তোমার সাথেই থাকবো । যার পরে যাকোবের ঘুম ভেঙ্গে গেল ।
# যাকোবের মেসোপটেমিয়া পৌছানো
পরের দিন যাকোব সেই স্থানে চিহ্নস্বরুপ সেই পাথরটিকে পুঁতে দিয়ে তেল ঢেলেদিলেন । আর সেই স্থানে নাম রাখলেন "বেথেল" যার অর্থ "ঈশ্বরের রাজ্য " । এরপর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বললেন - ঈশ্বর তাকে যা দিবেন তার দশ ভাগের এক ভাগ তিনি ঈশ্বরকে ফিরিয়ে দেবেন । তারপর তিনি সেই স্থান ত্যাগ করলেন এবং কয়েকদিন চলার পর যাকোব তার মেসোপটেমিয়াই তার মামার বাড়ী পৌছলেন । মামার বাড়ীতে অনেকদিন থাকলেন আর সেখানকার মেষ চরাতেন । সেখানে থাকা কালিন যাকোব লাবন নামের একব্যাক্তির দুই কন্যা লেয়া আর রাহেলকে বিয়ে করলেন । ধিরে ধিরে যাকোব ধনি লোকে পরিনত হলেন । একদিন তিনি ঠিক করলেন তিনি তার নিজের বাড়ী ফিরে যাবেন ।
অল্ড টেষ্টামেন্ট,অল্ড টেষ্টামেন্ট বাইবেল,বাইবেল,যাকোব,স্বর্গ,
যাকোব সেই পাথরটিকে চিহ্ন বানালেন
# ঈশ্বরের সাথে যুদ্ধ
তাই তিনি দাদা ঐষৌর রাগের কথা ভেবে ,তার যাবার আগেই দাদাকে উপহার স্বরুপ ৫০০ টি পশু পাঠিয়ে দেন । যাবার পথে একটি নদি পরলে যাকোব তার পরিবারের লোকেদের আর পশুদের আগে নদি পার করিয়ে দিয়ে তিনি নিজে সেখানে থাকলেন ।
সেইদিন রাত্রে এক ব্যাক্তি সেখানে এলেন এবং গোটা রাত যাকোবের সাথে লড়াই করলেন । সূৰ্য উঠা পর্যন্ত লোকটি যাকোবকে হারাতে পারলো না । লোকটি যাকোবকে হারাতে না পেরে যাকোবের কাছ থেকে চলে যেতে চাইলেন । কিন্তু যাকোব তাকে বললেন - যতক্ষন না তিনি যাকোবকে আশির্বাদ করছে ততক্ষন তিনি তাকে ছাড়বেন না ।
লোকটি তাই করলেন । যাকোব লোকটির পরিচয় জানতে চাইলে তিনি যাকোবকে আশির্বাদ দিলেন আর বললেন - তুমি ঈশ্বরের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছ , তাই তোমার নাম হবে "ইসরায়েল" ।
ব্যাক্তিরুপি ঈশ্বর চলে গেলে যাকোব সেই স্থানের নাম রাখলেন "পনুয়েল" অর্থাৎ "ঈশ্বরের মুখ" ।
তারপর যাকোব নিজের দেশের দিকে আবার চলতে শুরু করলেন , এবং সেই দিনেই তার ভাই ঐষৌর কাছে পৌছলেন । এই ভাবে যাকোব তার নিজের দেশ কাননে ফিরে এলেন ।



WhatsApp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন