এর আগে বাইবেলের পুরোনো নিয়মের কাহিনী বলতে গিয়ে **আব্রাহাম পুত্র ইসাহাকের বিবাহ ও বংশবৃদ্ধি ।। বাইবেল পুরাতন নিয়মের কাহিনী ** বলেছিলাম । যেই গল্পটি আকারে বড় হওয়ার জন্য বাকি কাহিনীটি আজ বলছি । তাহলে ছোটদের বাইবেলের যাকোবের জীবনি নিয়ে দ্বিতীয় অংশটি আজ বলছি ।
# যাকোবের প্রতি ঐষৌর ঘৃনা ।
বৃদ্ধ পিতা ইসাহাকের কাছ থেকে যাকোব ছলনার সাহায্যে সব রকম আশির্বাদ নিয়ে নিলে যাকোবের প্রতি ঐষৌর চরম ঘৃনার অবতারনা ঘটে । তাই ঐষৌ যাকোবকে মেরে ফেলার ফন্দি আটঁতে থাকে । ঐষৌ তার বাবা ইসাহাকের মৃত্যর অপেক্ষা করতে থাকে কেননা , তার পিতা বেঁচে থাকা প্রযন্ত তার দ্বারা এমন জঘন্য কাজ করা সম্ভব ছিল না ।
# যাকোবের প্রতি ঐষৌর ঘৃনা ।
বৃদ্ধ পিতা ইসাহাকের কাছ থেকে যাকোব ছলনার সাহায্যে সব রকম আশির্বাদ নিয়ে নিলে যাকোবের প্রতি ঐষৌর চরম ঘৃনার অবতারনা ঘটে । তাই ঐষৌ যাকোবকে মেরে ফেলার ফন্দি আটঁতে থাকে । ঐষৌ তার বাবা ইসাহাকের মৃত্যর অপেক্ষা করতে থাকে কেননা , তার পিতা বেঁচে থাকা প্রযন্ত তার দ্বারা এমন জঘন্য কাজ করা সম্ভব ছিল না ।
বাইবেল পুরাতন নিয়ম |
# যাকোবের পলায়ন ।
যাকোবের মা রেবেকা ঐষৌর এই ফন্দি জানতে পেরেছিলেন তাই তিনি তার প্রীয় পুত্র যাকোবকে সেখান থেকে পালিয়ে যেতে বল্লেন । কেননা ,সেখানে থাকলে তার ভাই ঐষৌ তাকে হত্যা করবে ।
যাকোব মা রেবেকার কথা মত তার মামার বাড়ী মেসোপটেমিয়া পালিয়ে নিজের জীবন বাচাঁলেন । যাবার পথে প্রথম রাত্রে তিনি একটি জায়গাই পৌছলেন ,যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই যাকোব সেখানেই সেই রাতটা কাটাবেন বলে ঠিক করলেন । যাকোব সেখানে একটি পাথরের খন্ড দেখতে পেলেন ,যার উপর মাথা রেখে ঘুমোতে শুরু করলেন ।
# যাকোবের স্বপ্নে স্বর্গের সিঁড়ি
সেই স্থানে ঘুমোনোর সাথে সাথে যাকোব একটি স্বপ্ন দেখতে পেলেন । যেই স্বপ্নে তিনি দেখতে পেলেন - স্বর্গ থেকে পৃথিবী প্রযন্ত একটি সিঁড়ি নেমে গেছে । আর সেই সিঁড়ি দিয়ে স্বর্গ দূতেরা উঠা-নামা করছে এবং স্বয়ং ঈশ্বর তার পাশে এসে দাড়িয়ে থেকে যাকোবকে বলছেন - আমি তোমার পিতা আর পিতামহের আরাধ্য ঈশ্বর । আমি তোমাদের সমস্ত দেশ দেব । তোমার বংশধরেরা হয়ে উঠবে অসংখ্য ।
যাকোবের মা রেবেকা ঐষৌর এই ফন্দি জানতে পেরেছিলেন তাই তিনি তার প্রীয় পুত্র যাকোবকে সেখান থেকে পালিয়ে যেতে বল্লেন । কেননা ,সেখানে থাকলে তার ভাই ঐষৌ তাকে হত্যা করবে ।
যাকোব মা রেবেকার কথা মত তার মামার বাড়ী মেসোপটেমিয়া পালিয়ে নিজের জীবন বাচাঁলেন । যাবার পথে প্রথম রাত্রে তিনি একটি জায়গাই পৌছলেন ,যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই যাকোব সেখানেই সেই রাতটা কাটাবেন বলে ঠিক করলেন । যাকোব সেখানে একটি পাথরের খন্ড দেখতে পেলেন ,যার উপর মাথা রেখে ঘুমোতে শুরু করলেন ।
# যাকোবের স্বপ্নে স্বর্গের সিঁড়ি
সেই স্থানে ঘুমোনোর সাথে সাথে যাকোব একটি স্বপ্ন দেখতে পেলেন । যেই স্বপ্নে তিনি দেখতে পেলেন - স্বর্গ থেকে পৃথিবী প্রযন্ত একটি সিঁড়ি নেমে গেছে । আর সেই সিঁড়ি দিয়ে স্বর্গ দূতেরা উঠা-নামা করছে এবং স্বয়ং ঈশ্বর তার পাশে এসে দাড়িয়ে থেকে যাকোবকে বলছেন - আমি তোমার পিতা আর পিতামহের আরাধ্য ঈশ্বর । আমি তোমাদের সমস্ত দেশ দেব । তোমার বংশধরেরা হয়ে উঠবে অসংখ্য ।
যাকোবের স্বপ্নে স্বর্গের সিঁরি |
তোমার বংশধরেরা ছড়িয়ে পরবে চারেদিকে আর আমি তাদের আশির্বাদ করবো ও তাদের সাথেই থাকবো । আর যতদিন না আমার এই কথা পুর্ণ হচ্ছে ততদিন আমি তোমার সাথেই থাকবো । যার পরে যাকোবের ঘুম ভেঙ্গে গেল ।
# যাকোবের মেসোপটেমিয়া পৌছানো
পরের দিন যাকোব সেই স্থানে চিহ্নস্বরুপ সেই পাথরটিকে পুঁতে দিয়ে তেল ঢেলেদিলেন । আর সেই স্থানে নাম রাখলেন "বেথেল" যার অর্থ "ঈশ্বরের রাজ্য " । এরপর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বললেন - ঈশ্বর তাকে যা দিবেন তার দশ ভাগের এক ভাগ তিনি ঈশ্বরকে ফিরিয়ে দেবেন । তারপর তিনি সেই স্থান ত্যাগ করলেন এবং কয়েকদিন চলার পর যাকোব তার মেসোপটেমিয়াই তার মামার বাড়ী পৌছলেন । মামার বাড়ীতে অনেকদিন থাকলেন আর সেখানকার মেষ চরাতেন । সেখানে থাকা কালিন যাকোব লাবন নামের একব্যাক্তির দুই কন্যা লেয়া আর রাহেলকে বিয়ে করলেন । ধিরে ধিরে যাকোব ধনি লোকে পরিনত হলেন । একদিন তিনি ঠিক করলেন তিনি তার নিজের বাড়ী ফিরে যাবেন ।
পরের দিন যাকোব সেই স্থানে চিহ্নস্বরুপ সেই পাথরটিকে পুঁতে দিয়ে তেল ঢেলেদিলেন । আর সেই স্থানে নাম রাখলেন "বেথেল" যার অর্থ "ঈশ্বরের রাজ্য " । এরপর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বললেন - ঈশ্বর তাকে যা দিবেন তার দশ ভাগের এক ভাগ তিনি ঈশ্বরকে ফিরিয়ে দেবেন । তারপর তিনি সেই স্থান ত্যাগ করলেন এবং কয়েকদিন চলার পর যাকোব তার মেসোপটেমিয়াই তার মামার বাড়ী পৌছলেন । মামার বাড়ীতে অনেকদিন থাকলেন আর সেখানকার মেষ চরাতেন । সেখানে থাকা কালিন যাকোব লাবন নামের একব্যাক্তির দুই কন্যা লেয়া আর রাহেলকে বিয়ে করলেন । ধিরে ধিরে যাকোব ধনি লোকে পরিনত হলেন । একদিন তিনি ঠিক করলেন তিনি তার নিজের বাড়ী ফিরে যাবেন ।
যাকোব সেই পাথরটিকে চিহ্ন বানালেন |
# ঈশ্বরের সাথে যুদ্ধ
তাই তিনি দাদা ঐষৌর রাগের কথা ভেবে ,তার যাবার আগেই দাদাকে উপহার স্বরুপ ৫০০ টি পশু পাঠিয়ে দেন । যাবার পথে একটি নদি পরলে যাকোব তার পরিবারের লোকেদের আর পশুদের আগে নদি পার করিয়ে দিয়ে তিনি নিজে সেখানে থাকলেন ।
সেইদিন রাত্রে এক ব্যাক্তি সেখানে এলেন এবং গোটা রাত যাকোবের সাথে লড়াই করলেন । সূৰ্য উঠা পর্যন্ত লোকটি যাকোবকে হারাতে পারলো না । লোকটি যাকোবকে হারাতে না পেরে যাকোবের কাছ থেকে চলে যেতে চাইলেন । কিন্তু যাকোব তাকে বললেন - যতক্ষন না তিনি যাকোবকে আশির্বাদ করছে ততক্ষন তিনি তাকে ছাড়বেন না ।
লোকটি তাই করলেন । যাকোব লোকটির পরিচয় জানতে চাইলে তিনি যাকোবকে আশির্বাদ দিলেন আর বললেন - তুমি ঈশ্বরের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছ , তাই তোমার নাম হবে "ইসরায়েল" ।
ব্যাক্তিরুপি ঈশ্বর চলে গেলে যাকোব সেই স্থানের নাম রাখলেন "পনুয়েল" অর্থাৎ "ঈশ্বরের মুখ" ।
তারপর যাকোব নিজের দেশের দিকে আবার চলতে শুরু করলেন , এবং সেই দিনেই তার ভাই ঐষৌর কাছে পৌছলেন । এই ভাবে যাকোব তার নিজের দেশ কাননে ফিরে এলেন ।
তাই তিনি দাদা ঐষৌর রাগের কথা ভেবে ,তার যাবার আগেই দাদাকে উপহার স্বরুপ ৫০০ টি পশু পাঠিয়ে দেন । যাবার পথে একটি নদি পরলে যাকোব তার পরিবারের লোকেদের আর পশুদের আগে নদি পার করিয়ে দিয়ে তিনি নিজে সেখানে থাকলেন ।
সেইদিন রাত্রে এক ব্যাক্তি সেখানে এলেন এবং গোটা রাত যাকোবের সাথে লড়াই করলেন । সূৰ্য উঠা পর্যন্ত লোকটি যাকোবকে হারাতে পারলো না । লোকটি যাকোবকে হারাতে না পেরে যাকোবের কাছ থেকে চলে যেতে চাইলেন । কিন্তু যাকোব তাকে বললেন - যতক্ষন না তিনি যাকোবকে আশির্বাদ করছে ততক্ষন তিনি তাকে ছাড়বেন না ।
লোকটি তাই করলেন । যাকোব লোকটির পরিচয় জানতে চাইলে তিনি যাকোবকে আশির্বাদ দিলেন আর বললেন - তুমি ঈশ্বরের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছ , তাই তোমার নাম হবে "ইসরায়েল" ।
ব্যাক্তিরুপি ঈশ্বর চলে গেলে যাকোব সেই স্থানের নাম রাখলেন "পনুয়েল" অর্থাৎ "ঈশ্বরের মুখ" ।
তারপর যাকোব নিজের দেশের দিকে আবার চলতে শুরু করলেন , এবং সেই দিনেই তার ভাই ঐষৌর কাছে পৌছলেন । এই ভাবে যাকোব তার নিজের দেশ কাননে ফিরে এলেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন