History of dakshin dinajpur, bangla bible, DAKSHIN DINAJPUR, Uttar DINAJPUR, Malda, chiristanity, santhal,indian tribe,mahli tribe, unknown facts, tourist place of Malda, tourist place of Dakshin DINAJPUR ,bible, bible story, bible story in bangla,dakshin dinajpur news,adibashi,sautal,indian tribe culture,

TRANSLATE ARTICLE TO YOUR LANGUEGE

সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

আব্রাহাম পুত্র ইসাহাকের বিবাহ ও বংশবৃদ্ধি ।। বাইবেল পুরাতন নিয়মের কাহিনী ।। ছোটদের বাইবেল ।। BIBLE OLD TESTAMENT IN BANGLA ।। STORY OF ISAHAK



ঈশ্বর আব্রাহামকে পরিক্ষা করলে আব্রাহাম সেই পরিক্ষাই উত্তির্ন হয় , আব্রাহাম তার পরিক্ষা স্বরুপ তার পুত্র ইসাহাককে বলি দিতে গেলে ঈশ্বর তার পুত্রকে রক্ষা করেন । সময়ের অন্তরালে আব্রাহাম বুড়ো হয়ে পরেন এবং তার পুত্র ইসাহাক বিয়ের যোগ্য হয়ে উঠে । সুতরাং , পুত্র ইসাহাকের বিয়ের জন্য উপযুক্ত পাত্রি খোঁজার জন্য তার এক ভৃত্যকে তার নিজের দেশে পাঠালেন । কেননা আব্রাহাম চাইছিলেন কানান প্রদেশের কোন মেয়ের সাথে তার একমাত্র ছেলের বিয়ে না হোক ,বরং তার দেশের কোন মেয়ের সাথেই হোক ।
বাইবেল,পুরাতন নিয়ম,বাইবেল পুরাতন নিয়ম,
বাইবেল পুরাতন নিয়ম
# ইসাহাকের জন্য উপযুক্ত পাত্রি লাভ
ভৃত্যটি আব্রাহামের কথামত দশটি উট নিয়ে আব্রাহামের দেশের দিকে রওনা হল । আব্রাহামের দেশে পৌছে তিনি দেখলেন , কিছু মেয়েরা জল তুলতে এসেছে । ভৃত্যটি ভেবে নিয়েছিল তাদের মধ্যে একজনকে তিনি ইসাহাকের জন্য বেছে নিবেন । ভৃত্যটি সেই মেয়েদের কাছে তার জন্য ও তার উটেদের জন্য জল চাইলে । রেবেকা নামের একটি মেয়ে তাকে জল ও তার উটের জন্য জল আনলেন । ভৃত্য সেই মেয়েটিকেই ঈশ্বরের অনুগ্রহে ইসাহাকের উপযুক্ত পাত্রি হিসাবে ধরে নিলেন । ভৃত্যটি রেবেকা কে উপহার স্বরুপ সোনার নথ আর সোনার এক জোড়া বালা দিলেন ।
রেবেকা বাড়ী ফিরে গিয়ে তার পরিবারকে এই ঘটনার বিষয়ে জানালে । তাদের পরিবার ভৃত্যটিকে তাদের বাড়ীতে আমন্ত্রন জানাই । ভৃত্যটি তাদের বাড়ীতে গেলে আব্রাহাম ও ইসাহাকের বিষয়ে সমস্ত কিছু জানাই । সমস্ত ঘটনা শুনে তারা রেবেকাকে সেই ভৃত্যের সাথে পাঠিয়ে দিল ।
বাইবেল,পুরাতন নিয়ম,বাইবেল পুরাতন নিয়ম,
রেবেকার পরিবারকে বিয়ের প্রস্তাব
# ইসাহাক পিতা হলেন
ভৃত্যের সাথে রেবেকা আব্রাহামের বাড়ীতে এলে ,আব্রাহাম তার পুত্র ইসাহাকের সাথে রেবেকার বিয়ে দেন । এবং তাদের দুজনের জমজ পুত্র সন্তান হল । যার মধ্যে বড় ছেলের নাম রাখলেন "এষৌ" ,আর ছোট ছেলের নাম রাখলেন " যাকোব " । দুই সন্তান বড় হয়ে উঠলে, এশৌ হয় শান্ত প্রকৃতির আর শিকারি সুলভ , তাই তিনি মাঝে মাঝে শিকার করে এনে তার পিতা ইসাহাককে খেতে দিতেন । যার জন্য এশৌ ছিল ইসাহাকের প্রীয় পুত্র । অন্যদিকে যাকোব ছিল রেবেকার প্রীয় সন্তান । # যাকোবের প্রতারণা
একদিন যাকোব রান্নার কাঝে ব্যাস্ত ছিল , এশৌ এসে যাকোবের কাছে খাবার চাই , কারন তার প্রচন্ড ক্ষিদা পেয়েছে । যাকোব এশৌ কে বল্ল - " আমি তোমাকে খাবার দিতে পারি কিন্তু তোমাকে তোমার সমস্ত অধিকার আমাকে দিতে হবে । " এশৌ খাবারের জন্য তাই করলো । এবং খাবার খেয়ে বেরিয়ে পরলেন ।
অন্যদিকে ইসাহাক বৃদ্ধ হয়ে পরে এবং তাদের প্রথা অনুযায়ি , কোন পিতা মারা যাবার আগে তার বড় সন্তান আশির্বাদ আর সমস্ত অধিকার দান করে যান । তাই ইসাহাক তার প্রীয় ও বড় পুত্র এশৌকে শেষ ইচ্ছা স্বরুপ শিকার করে এনে রান্না করতে বলেন , কেননা এই সেই খাবার পর তিনি তাকে আশির্বাদ করবেন । ইসাহাকের একথা রেবেকা শুনতে পেয়েছিলেন , রেবেকা তার প্রীয় পুত্র যাকোবকে সেই কথা জানালেন ,কেননা রেবেকা চেয়েছিলেন যে ইসাহাক যেন তার সমস্ত আশির্বাদ যাকোবকে দিয়ে যান । 
বাইবেল,বাইবেল ওল্ড টেষ্টামেন্ট,ইসাহাক,
রেবেকাকে নিয়ে যাওয়া

রেবেকা যাকোবকে বলেন যে সে যেন দুটি মেষ শাবক গোয়ালঘর থেকে নিয়ে আসে । যাকোব মেষ শাবক নিয়ে এলে রেবেকা সেটি খুব সুন্দর করে রান্না করেন । ও সেই রান্না যাকোবকে তার পিতা ইসাহাকের কাছে নিয়ে যেতে বলেন , এবং ইসাহাক যাতে বুঝতে না পারে যে এটি এশৌ নয় তাই তিনি যাকোবকে এশৌর জামাও পরিয়ে দেন ।
যাকোব তার মার কথা মত তাই করেন । তারপর যাকোব তার পিতার কাছে গিয়ে বলেন - বাবা আমি এশৌ , আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি ।
বৃদ্ধ ইসাহাক যাকোবের প্রতারণা বুঝতে না পেরে সমস্ত আশির্বাদ ও অধিকার যাকোবকে দিয়ে দেন ।
# এশৌর বাড়ী ফেরা
পরে এশৌ শিকার করে বাড়ী ফিরে এলে , তিনিও বাবা ইসাহাকের জন্য রান্না করেন ও তাকে খাবার খেতে দেন । তিনি ইসাহাকের কাছে এসে বলেন - বাবা আমি এশৌ আপনার জন্য খাবার বানিয়ে এনেছি । পিতা ইসাহাক বুঝতে পেলেন যে তার ছোট পুত্র যাকোব তার সাথে প্রতারণা করেছে । ইসাহাক তার প্রীয় পুত্রকে বললেন - তিনি আর আশির্বাদ দিতে পারবেন না ,কেননা তিনি তার আশির্বাদ আগেই দিয়ে ফেলেছেন । কিন্তু এশৌ দুঃখে ভেঙ্গে পরলে । পিতা ইসাহাক এশৌকে বলেন -" তুমি হবে ভাইয়ের দাস , কিন্তু তুমি হবে যোদ্ধা , তুমি যুদ্ধের দ্বারাই স্বাধিন হবে । "

WhatsApp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন