ঈশ্বর আব্রাহামকে পরিক্ষা করলে আব্রাহাম সেই পরিক্ষাই উত্তির্ন হয় , আব্রাহাম তার পরিক্ষা স্বরুপ তার পুত্র ইসাহাককে বলি দিতে গেলে ঈশ্বর তার পুত্রকে রক্ষা করেন । সময়ের অন্তরালে আব্রাহাম বুড়ো হয়ে পরেন এবং তার পুত্র ইসাহাক বিয়ের যোগ্য হয়ে উঠে । সুতরাং , পুত্র ইসাহাকের বিয়ের জন্য উপযুক্ত পাত্রি খোঁজার জন্য তার এক ভৃত্যকে তার নিজের দেশে পাঠালেন । কেননা আব্রাহাম চাইছিলেন কানান প্রদেশের কোন মেয়ের সাথে তার একমাত্র ছেলের বিয়ে না হোক ,বরং তার দেশের কোন মেয়ের সাথেই হোক ।
বাইবেল পুরাতন নিয়ম |
# ইসাহাকের জন্য উপযুক্ত পাত্রি লাভ
ভৃত্যটি আব্রাহামের কথামত দশটি উট নিয়ে আব্রাহামের দেশের দিকে রওনা হল । আব্রাহামের দেশে পৌছে তিনি দেখলেন , কিছু মেয়েরা জল তুলতে এসেছে । ভৃত্যটি ভেবে নিয়েছিল তাদের মধ্যে একজনকে তিনি ইসাহাকের জন্য বেছে নিবেন । ভৃত্যটি সেই মেয়েদের কাছে তার জন্য ও তার উটেদের জন্য জল চাইলে । রেবেকা নামের একটি মেয়ে তাকে জল ও তার উটের জন্য জল আনলেন । ভৃত্য সেই মেয়েটিকেই ঈশ্বরের অনুগ্রহে ইসাহাকের উপযুক্ত পাত্রি হিসাবে ধরে নিলেন । ভৃত্যটি রেবেকা কে উপহার স্বরুপ সোনার নথ আর সোনার এক জোড়া বালা দিলেন ।
রেবেকা বাড়ী ফিরে গিয়ে তার পরিবারকে এই ঘটনার বিষয়ে জানালে । তাদের পরিবার ভৃত্যটিকে তাদের বাড়ীতে আমন্ত্রন জানাই । ভৃত্যটি তাদের বাড়ীতে গেলে আব্রাহাম ও ইসাহাকের বিষয়ে সমস্ত কিছু জানাই । সমস্ত ঘটনা শুনে তারা রেবেকাকে সেই ভৃত্যের সাথে পাঠিয়ে দিল ।
ভৃত্যটি আব্রাহামের কথামত দশটি উট নিয়ে আব্রাহামের দেশের দিকে রওনা হল । আব্রাহামের দেশে পৌছে তিনি দেখলেন , কিছু মেয়েরা জল তুলতে এসেছে । ভৃত্যটি ভেবে নিয়েছিল তাদের মধ্যে একজনকে তিনি ইসাহাকের জন্য বেছে নিবেন । ভৃত্যটি সেই মেয়েদের কাছে তার জন্য ও তার উটেদের জন্য জল চাইলে । রেবেকা নামের একটি মেয়ে তাকে জল ও তার উটের জন্য জল আনলেন । ভৃত্য সেই মেয়েটিকেই ঈশ্বরের অনুগ্রহে ইসাহাকের উপযুক্ত পাত্রি হিসাবে ধরে নিলেন । ভৃত্যটি রেবেকা কে উপহার স্বরুপ সোনার নথ আর সোনার এক জোড়া বালা দিলেন ।
রেবেকা বাড়ী ফিরে গিয়ে তার পরিবারকে এই ঘটনার বিষয়ে জানালে । তাদের পরিবার ভৃত্যটিকে তাদের বাড়ীতে আমন্ত্রন জানাই । ভৃত্যটি তাদের বাড়ীতে গেলে আব্রাহাম ও ইসাহাকের বিষয়ে সমস্ত কিছু জানাই । সমস্ত ঘটনা শুনে তারা রেবেকাকে সেই ভৃত্যের সাথে পাঠিয়ে দিল ।
রেবেকার পরিবারকে বিয়ের প্রস্তাব |
# ইসাহাক পিতা হলেন
ভৃত্যের সাথে রেবেকা আব্রাহামের বাড়ীতে এলে ,আব্রাহাম তার পুত্র ইসাহাকের সাথে রেবেকার বিয়ে দেন । এবং তাদের দুজনের জমজ পুত্র সন্তান হল । যার মধ্যে বড় ছেলের নাম রাখলেন "এষৌ" ,আর ছোট ছেলের নাম রাখলেন " যাকোব " । দুই সন্তান বড় হয়ে উঠলে, এশৌ হয় শান্ত প্রকৃতির আর শিকারি সুলভ , তাই তিনি মাঝে মাঝে শিকার করে এনে তার পিতা ইসাহাককে খেতে দিতেন । যার জন্য এশৌ ছিল ইসাহাকের প্রীয় পুত্র । অন্যদিকে যাকোব ছিল রেবেকার প্রীয় সন্তান । # যাকোবের প্রতারণা
একদিন যাকোব রান্নার কাঝে ব্যাস্ত ছিল , এশৌ এসে যাকোবের কাছে খাবার চাই , কারন তার প্রচন্ড ক্ষিদা পেয়েছে । যাকোব এশৌ কে বল্ল - " আমি তোমাকে খাবার দিতে পারি কিন্তু তোমাকে তোমার সমস্ত অধিকার আমাকে দিতে হবে । " এশৌ খাবারের জন্য তাই করলো । এবং খাবার খেয়ে বেরিয়ে পরলেন ।
অন্যদিকে ইসাহাক বৃদ্ধ হয়ে পরে এবং তাদের প্রথা অনুযায়ি , কোন পিতা মারা যাবার আগে তার বড় সন্তান আশির্বাদ আর সমস্ত অধিকার দান করে যান । তাই ইসাহাক তার প্রীয় ও বড় পুত্র এশৌকে শেষ ইচ্ছা স্বরুপ শিকার করে এনে রান্না করতে বলেন , কেননা এই সেই খাবার পর তিনি তাকে আশির্বাদ করবেন । ইসাহাকের একথা রেবেকা শুনতে পেয়েছিলেন , রেবেকা তার প্রীয় পুত্র যাকোবকে সেই কথা জানালেন ,কেননা রেবেকা চেয়েছিলেন যে ইসাহাক যেন তার সমস্ত আশির্বাদ যাকোবকে দিয়ে যান ।
ভৃত্যের সাথে রেবেকা আব্রাহামের বাড়ীতে এলে ,আব্রাহাম তার পুত্র ইসাহাকের সাথে রেবেকার বিয়ে দেন । এবং তাদের দুজনের জমজ পুত্র সন্তান হল । যার মধ্যে বড় ছেলের নাম রাখলেন "এষৌ" ,আর ছোট ছেলের নাম রাখলেন " যাকোব " । দুই সন্তান বড় হয়ে উঠলে, এশৌ হয় শান্ত প্রকৃতির আর শিকারি সুলভ , তাই তিনি মাঝে মাঝে শিকার করে এনে তার পিতা ইসাহাককে খেতে দিতেন । যার জন্য এশৌ ছিল ইসাহাকের প্রীয় পুত্র । অন্যদিকে যাকোব ছিল রেবেকার প্রীয় সন্তান । # যাকোবের প্রতারণা
একদিন যাকোব রান্নার কাঝে ব্যাস্ত ছিল , এশৌ এসে যাকোবের কাছে খাবার চাই , কারন তার প্রচন্ড ক্ষিদা পেয়েছে । যাকোব এশৌ কে বল্ল - " আমি তোমাকে খাবার দিতে পারি কিন্তু তোমাকে তোমার সমস্ত অধিকার আমাকে দিতে হবে । " এশৌ খাবারের জন্য তাই করলো । এবং খাবার খেয়ে বেরিয়ে পরলেন ।
অন্যদিকে ইসাহাক বৃদ্ধ হয়ে পরে এবং তাদের প্রথা অনুযায়ি , কোন পিতা মারা যাবার আগে তার বড় সন্তান আশির্বাদ আর সমস্ত অধিকার দান করে যান । তাই ইসাহাক তার প্রীয় ও বড় পুত্র এশৌকে শেষ ইচ্ছা স্বরুপ শিকার করে এনে রান্না করতে বলেন , কেননা এই সেই খাবার পর তিনি তাকে আশির্বাদ করবেন । ইসাহাকের একথা রেবেকা শুনতে পেয়েছিলেন , রেবেকা তার প্রীয় পুত্র যাকোবকে সেই কথা জানালেন ,কেননা রেবেকা চেয়েছিলেন যে ইসাহাক যেন তার সমস্ত আশির্বাদ যাকোবকে দিয়ে যান ।
রেবেকাকে নিয়ে যাওয়া |
রেবেকা যাকোবকে বলেন যে সে যেন দুটি মেষ শাবক গোয়ালঘর থেকে নিয়ে আসে । যাকোব মেষ শাবক নিয়ে এলে রেবেকা সেটি খুব সুন্দর করে রান্না করেন । ও সেই রান্না যাকোবকে তার পিতা ইসাহাকের কাছে নিয়ে যেতে বলেন , এবং ইসাহাক যাতে বুঝতে না পারে যে এটি এশৌ নয় তাই তিনি যাকোবকে এশৌর জামাও পরিয়ে দেন ।
যাকোব তার মার কথা মত তাই করেন । তারপর যাকোব তার পিতার কাছে গিয়ে বলেন - বাবা আমি এশৌ , আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি ।
বৃদ্ধ ইসাহাক যাকোবের প্রতারণা বুঝতে না পেরে সমস্ত আশির্বাদ ও অধিকার যাকোবকে দিয়ে দেন ।
# এশৌর বাড়ী ফেরা
পরে এশৌ শিকার করে বাড়ী ফিরে এলে , তিনিও বাবা ইসাহাকের জন্য রান্না করেন ও তাকে খাবার খেতে দেন । তিনি ইসাহাকের কাছে এসে বলেন - বাবা আমি এশৌ আপনার জন্য খাবার বানিয়ে এনেছি । পিতা ইসাহাক বুঝতে পেলেন যে তার ছোট পুত্র যাকোব তার সাথে প্রতারণা করেছে । ইসাহাক তার প্রীয় পুত্রকে বললেন - তিনি আর আশির্বাদ দিতে পারবেন না ,কেননা তিনি তার আশির্বাদ আগেই দিয়ে ফেলেছেন । কিন্তু এশৌ দুঃখে ভেঙ্গে পরলে । পিতা ইসাহাক এশৌকে বলেন -" তুমি হবে ভাইয়ের দাস , কিন্তু তুমি হবে যোদ্ধা , তুমি যুদ্ধের দ্বারাই স্বাধিন হবে । "
যাকোব তার মার কথা মত তাই করেন । তারপর যাকোব তার পিতার কাছে গিয়ে বলেন - বাবা আমি এশৌ , আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি ।
বৃদ্ধ ইসাহাক যাকোবের প্রতারণা বুঝতে না পেরে সমস্ত আশির্বাদ ও অধিকার যাকোবকে দিয়ে দেন ।
# এশৌর বাড়ী ফেরা
পরে এশৌ শিকার করে বাড়ী ফিরে এলে , তিনিও বাবা ইসাহাকের জন্য রান্না করেন ও তাকে খাবার খেতে দেন । তিনি ইসাহাকের কাছে এসে বলেন - বাবা আমি এশৌ আপনার জন্য খাবার বানিয়ে এনেছি । পিতা ইসাহাক বুঝতে পেলেন যে তার ছোট পুত্র যাকোব তার সাথে প্রতারণা করেছে । ইসাহাক তার প্রীয় পুত্রকে বললেন - তিনি আর আশির্বাদ দিতে পারবেন না ,কেননা তিনি তার আশির্বাদ আগেই দিয়ে ফেলেছেন । কিন্তু এশৌ দুঃখে ভেঙ্গে পরলে । পিতা ইসাহাক এশৌকে বলেন -" তুমি হবে ভাইয়ের দাস , কিন্তু তুমি হবে যোদ্ধা , তুমি যুদ্ধের দ্বারাই স্বাধিন হবে । "
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন