যোসেফ ছিল যাকোবের সবথেকে ছোট ও আদরের সন্তান ।যোসেফ তার বাকি দাদাদের সাথেই থাকতেন আর তাদের সাথে ভেড়া চড়াতেন ।তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর ।
পুরাতন নিয়ম বাইবেল |
# যোসেফের উপর দাদাদের রাগ
যাকোবের ছোট পুত্র যোসেফ ,অন্য সন্তানদের থেকে ছিল অনেক বেশি সৎ ও সাধারণ । তাই ভেড়া চড়ানো কালিন দাদাদের দ্বারা হওয়া ভুল গুলো সে তার পিতা যাকোবকে বলে দিতেন । তাই যোসেফের দাদারা যোসেফের উপর রাগ করতেন ।
একদিন বৃদ্ধ যাকোব যোসেফের জন্য একটি দামি ও সুন্দর জোব্বা বা একধরনের জামা কিনে দিলে , দাদারা তার উপর হিংসা করা শুরু করে ।
# যোসেফের স্বপ্ন
একদিন রাত্রে যোসেফ একটি স্বপ্ন দেখলেন আর সেই স্বপ্নের কথা তার দাদাদের বললেন । যোসেফ দাদাদের বললেন - "তারা সবাই গমের আঁটি বাঁধছিলেন । কিন্তু তার আঁটিটি দাড়িয়ে পরলো , তার সাথে বাকি আঁটি গুলোও দাড়িয়ে পরলো আর আমার দাঁড় হওয়া আঁটিটিকে প্রনাম করতে শুরু করে ।"
এই স্বপ্নের কথা শুনে দাদারা আরো বেশি রেগে গেলেন ।কারন দাদারা মনে করেছিল এই স্বপ্নের অর্থ - যোসেফ তাদের উপরে রাজত্ব করবেন ।
যাকোবের ছোট পুত্র যোসেফ ,অন্য সন্তানদের থেকে ছিল অনেক বেশি সৎ ও সাধারণ । তাই ভেড়া চড়ানো কালিন দাদাদের দ্বারা হওয়া ভুল গুলো সে তার পিতা যাকোবকে বলে দিতেন । তাই যোসেফের দাদারা যোসেফের উপর রাগ করতেন ।
একদিন বৃদ্ধ যাকোব যোসেফের জন্য একটি দামি ও সুন্দর জোব্বা বা একধরনের জামা কিনে দিলে , দাদারা তার উপর হিংসা করা শুরু করে ।
# যোসেফের স্বপ্ন
একদিন রাত্রে যোসেফ একটি স্বপ্ন দেখলেন আর সেই স্বপ্নের কথা তার দাদাদের বললেন । যোসেফ দাদাদের বললেন - "তারা সবাই গমের আঁটি বাঁধছিলেন । কিন্তু তার আঁটিটি দাড়িয়ে পরলো , তার সাথে বাকি আঁটি গুলোও দাড়িয়ে পরলো আর আমার দাঁড় হওয়া আঁটিটিকে প্রনাম করতে শুরু করে ।"
এই স্বপ্নের কথা শুনে দাদারা আরো বেশি রেগে গেলেন ।কারন দাদারা মনে করেছিল এই স্বপ্নের অর্থ - যোসেফ তাদের উপরে রাজত্ব করবেন ।
যোসেফ ও তার মেষপাল |
# যোসেফের দ্বিতীয় স্বপ্ন
আরো কয়েকদিন পর যোসেফ আরেকটি স্বপ্ন দেখলেন । এবার তিনি সেই স্বপ্ন তার দাদাদের পাশাপাশি তার বাবাকেও বললেন । তার স্বপ্নে যোসেফ দেখেছিলেন -" সূৰ্য , চাঁদ ,ও তার সাথে আরো এগারোটি তারা এসে তাকে প্রনাম করছে ।"
এই স্বপ্নের কথা শুনে তার দাদারা রেগে গেলেও ,তার বাবা যাকোব সেই স্বপ্ন নিয়ে চিন্তা করতে লাগলেন ,কেননা যদি সেই স্বপ্ন সত্যি হয়ে থাকে তবে তারাও যোসেফকে প্রনাম করতে বাধ্য হবে ।
# যোসেফকে হত্যার ষড়যন্ত্র
একদিন যোসেফের দাদারা শেখেম নামের একটি জায়গাই ভেড়া চড়াতে যাই । যোসেফের বাবা তাকেও তার দাদাদের কাছে তাদের খোঁজ নিতে পাঠান । যোসেফ শেখেমে পৌছলে তার দাদাদের দেখতে পেলেন না । সেখানে থাকা এক ব্যাক্তি যোসেফকে জানালো, তার দাদারা আগেই এই স্থান ছেড়ে দোথন নামের একটি জায়গাই রওনা দিয়েছে । তাই যোসেফ সেই দিকেই রওনা দিলেন । তার দাদারা যোসেফকে আসতে দেখে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে শুরু করে । তারা যোসেফকে কি ভাবে মারবে সেটা আলোচনা করছিল ।তারা ফন্দি করলো তারা যোসেফকে শুকনো কুয়াই ফেলে দিবে ।
কিন্তু তারা কিছু বনিকদের আসতে দেখে যোসেফের এক দাদা যিহুদা বললো - "যোসেফকে না মেরে বরং এই বনিকদের কাছেই বিক্রী করাই ভালো হবে ।" তারা তার কথা মত যোসেফকে সেই বনিকের কাছে ২০ টা রুপোর বিনিময়ে বিক্রী করে দিলেন ।
আরো কয়েকদিন পর যোসেফ আরেকটি স্বপ্ন দেখলেন । এবার তিনি সেই স্বপ্ন তার দাদাদের পাশাপাশি তার বাবাকেও বললেন । তার স্বপ্নে যোসেফ দেখেছিলেন -" সূৰ্য , চাঁদ ,ও তার সাথে আরো এগারোটি তারা এসে তাকে প্রনাম করছে ।"
এই স্বপ্নের কথা শুনে তার দাদারা রেগে গেলেও ,তার বাবা যাকোব সেই স্বপ্ন নিয়ে চিন্তা করতে লাগলেন ,কেননা যদি সেই স্বপ্ন সত্যি হয়ে থাকে তবে তারাও যোসেফকে প্রনাম করতে বাধ্য হবে ।
# যোসেফকে হত্যার ষড়যন্ত্র
একদিন যোসেফের দাদারা শেখেম নামের একটি জায়গাই ভেড়া চড়াতে যাই । যোসেফের বাবা তাকেও তার দাদাদের কাছে তাদের খোঁজ নিতে পাঠান । যোসেফ শেখেমে পৌছলে তার দাদাদের দেখতে পেলেন না । সেখানে থাকা এক ব্যাক্তি যোসেফকে জানালো, তার দাদারা আগেই এই স্থান ছেড়ে দোথন নামের একটি জায়গাই রওনা দিয়েছে । তাই যোসেফ সেই দিকেই রওনা দিলেন । তার দাদারা যোসেফকে আসতে দেখে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে শুরু করে । তারা যোসেফকে কি ভাবে মারবে সেটা আলোচনা করছিল ।তারা ফন্দি করলো তারা যোসেফকে শুকনো কুয়াই ফেলে দিবে ।
কিন্তু তারা কিছু বনিকদের আসতে দেখে যোসেফের এক দাদা যিহুদা বললো - "যোসেফকে না মেরে বরং এই বনিকদের কাছেই বিক্রী করাই ভালো হবে ।" তারা তার কথা মত যোসেফকে সেই বনিকের কাছে ২০ টা রুপোর বিনিময়ে বিক্রী করে দিলেন ।
যাকোবের মেষপাল |
বাড়ী ফেরার সময় তারা যোসেফের জোব্বাটা ভেড়ার রক্তে ভেজিয়ে তার বাবার কাছে নিয়ে গেলেন আর বললো তারা ভাইয়ের এই কাপড় রাস্তায় পেয়েছে । যাকোব সন্তানকে দেওয়া সেই জোব্বা চিনতে পেলেন আর শোকে আচ্ছন্ন হলেন এই ভেবে যে তার সন্তানকে কোনো হিংস্র জন্তু মেরে ফেলেছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন