History of dakshin dinajpur, bangla bible, DAKSHIN DINAJPUR, Uttar DINAJPUR, Malda, chiristanity, santhal,indian tribe,mahli tribe, unknown facts, tourist place of Malda, tourist place of Dakshin DINAJPUR ,bible, bible story, bible story in bangla,dakshin dinajpur news,adibashi,sautal,indian tribe culture,

TRANSLATE ARTICLE TO YOUR LANGUEGE

শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

সংরোক্ষন কি ? ভারতে জাতিগত সংরোক্ষনের প্রয়োজনিয়তা । CASTE RESERVATION IN INDIA


আজকে আমি যে বিষয়ের উপর কথা বলবো , সেই বিষয়ের উপর বললে কিছু লোক খুশি হবেন , আবার কিছু লোক রেগে উঠবেন । তবে আমি আশা করবো  সম্পুর্ণ পড়ার পর আপনাদের যা বক্তব্য তা নিরপেক্ষ চিন্তাধারাই জানাবেন  । বিষয়টি এই মহুর্তে একটু জটিল কারন ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট তার রায় মারফত বলে দিয়েছে " সংরোক্ষন " কোন মৌলিক অধিকার নয় । তাই এই বিষয়ের উপর  S.T হিসাবে একজন শিক্ষিত সমাজের অংশ হিসাবে সম্পুর্ণ তথ্য সমেত আলোচনার প্রয়োজন মনে করলাম ।
Reservation,caste reservation,reservation in india,caste reservation in india,
জাতি ভিত্তিক সংরোক্ষন
# সংরোক্ষন কি ? ( RESERVATION )
সমাজের পিছিয়ে পরা নিম্নবর্ণের লোকেরা যাতে সমাজের উন্নয়নের ধারা থেকে নিজেদের বিচ্ছিন্ন না মনে করে , এবং ভারতে চলে আসা দীর্ঘ সময়  ধরে উচ্চবর্ণের দ্বারা নিম্নবর্ণের উপর হয়ে থাকা শোষণ , অবমাননা , নির্যাতন  , অস্পৃশ্যতা থেকে মুক্ত করার উদ্দেশ্যে ভারতের সংবিধানে এই সকল নিম্নশ্রেনীর লোকেদের বিশেষ সুবিধা প্রদান করা ।
যেটি নির্ভর করে ভারতে থাকা এই সমস্ত নিম্নশ্রেনির জনসংখ্যা হিসাবে । বিষয়টি আরো ভালোভাবে  বোঝার জন্য একটি উদাহরণের সহযোগিতা নেওয়া যাক -
** কোন এক মাঠে মোট 100 জন দর্শক রয়েছে , যার মধ্যে SCHEDULED CASTE ( S.C ) শ্রেণির দর্শকের সংখ্যা 20 জন  , SCHEDULED TRIBE ( S.T ) শ্রেণির দর্শকের সংখ্যা 10 জন , OTHER BACKWARD CLASSES ( O.B.C )শ্রেণির দর্শকের সংখ্যা 30 জন , আর GENERAL শ্রেণির দর্শকের সংখ্যা 40 জন , এবং সেই দর্শকদের মধ্যে থেকেই 10 জনকে নিয়ে খেলার দল বানানো হল , তাও সেখানে উপস্থিত থাকা প্রত্যেক শ্রেণির উপস্থিতীর শতাংশ অনুসারে । সেই হিসাবে S.C থেকে খেলার সুযোগ পেল 2 জন , S.T থেকে 1 জন , O.B.C থেকে 3 জন , একই ভাবে GEN থেকে 4 জন । **
Constitution,indian constitution,india ,সংবিধান,ভারতের সংবিধান,
ভারতের সংবিধান
আমাদের সংবিধানে সংখ্যাগরিষ্ঠতার শতাংশ অনুসারেই একইভাবে পিছিয়ে পরা নিম্নশ্রেণীদের সংরক্ষন ( CASTE RESERVATION )  প্রদান করেছে । যদি আরো সঠিক ভাবে বলি তবে জনসংখ্যার নিরিখে প্রতিনিধিত্ব করাকেই সংবিধানে সংরোক্ষন   ( CASTE RESERVATION ) বলা হয়েছে ।
সংবিধানে এই বিষয়টি এই জন্য আনা হয়েছে কারণ দেশ স্বাধীনের আগে উচ্চ কোন প্রশাষনিক এমনকি সামাজিক অন্য কোন পদে এই সকল নিম্নশ্রেনির লোকেদের কোন অধিকারি ছিল না , তাই এই নিম্ন শ্রেনিদের প্রতি শোষন আর শাষনের পরিমান ছিল অনেক বেশি । সমাজে কোন প্রকার অধিকার ছাড়াই বাঁচতে হত এই নিম্নশ্রনির লোকেদের ।
# সংরোক্ষন নিয়ে কিছু তথ্য
ভারতে সংরোক্ষন   ( CASTE RESERVATION ) যে যে ক্ষেত্রে দেওয়া হয়েছে সেগুলো হল ** - 1 = চাকরি , 2 = শিক্ষা , ও 3 = রাজনৈতিক ক্ষেত্রে ।** যার মধ্যে রাজনৈতিক ক্ষেত্রে সংরোক্ষন প্রতি 10 বছর পরপর রেনু করা হয় । কিন্তু বিগত কয়েক বছরে ভারতের রাজনৈতিক মহল ,পাশাপাশি সুপ্রিম কোর্টের কিছু রায়ে এটি পরিষ্কার যে সংরোক্ষনের এই মহান আদর্শ শেষ করতে চাইছে ।
ভারতে সংবিধানের সংরোক্ষন দেওয়া আর প্রয়োগ দুটিই আলাদা বিষয় , ভারতে সংরোক্ষন প্রয়োগ করা হয় দুটি পদ্ধতি তে - 1 HORIZONTAL এবং 2 VERTICAL । এবং এই পদ্ধতি অনুসারে S.T দের 7.5 % , S.C দের 15 % , O.B.C দের 27 % এবং নতুন করে জেনারেলদের জন্য E.W.S 10% সংরোক্ষন দেওয়া হয়েছে । বিষয়টি বোঝা একটু জটিল , তাই সেটি পরের প্রতিবেদনে আলোচনা করবো ।
Reservation,persentage,reservation persentage,
শতকরা সংরোক্ষন
সংবিধানে সংরোক্ষন ( CASTE RESERVATION ) নিয়ে ভারতের জনগনের মধ্যে শিক্ষা আর রাজনৈতিক অংশগ্রহন নিয়ে সকলেই একমত পোষন করেন , কিন্ত চাকরি ক্ষেত্রে সংরোক্ষনের উপরে  জনগনের মধ্যে বিতর্কের সৃষ্টি হয় । ভারতের সংবিধানে বর্তমান পরিস্থিতীতে সংরোক্ষন দরকার কি দরকার নই , সেটি তখনি বোঝা সম্ভব যখন আপনি S.C ,S.T , OBC আর GENAREL দের জন্য বর্তমান অবস্থান বুঝতে পারবেন । আর আমার হিসাবে এই সকল নিম্নশ্রেনির লোকেরা এখনো সেই পরিস্থীতিতে নেই যে তাদের সংরোক্ষন তুলে দেওয়া উচিত । আর আমি এমন কেন বলছি সেটি আমি পরের প্রতিবেদনে প্রমান সহ আলোচনা করবো , এবং আরো কিছু বিষয় আছে যেগুলো তুলে ধরবো ।
** সুমন্ত মাহালী হেমরম **
WhatsApp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন