আজকে আমি যে বিষয়ের উপর কথা বলবো , সেই বিষয়ের উপর বললে কিছু লোক খুশি হবেন , আবার কিছু লোক রেগে উঠবেন । তবে আমি আশা করবো সম্পুর্ণ পড়ার পর আপনাদের যা বক্তব্য তা নিরপেক্ষ চিন্তাধারাই জানাবেন । বিষয়টি এই মহুর্তে একটু জটিল কারন ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট তার রায় মারফত বলে দিয়েছে " সংরোক্ষন " কোন মৌলিক অধিকার নয় । তাই এই বিষয়ের উপর S.T হিসাবে একজন শিক্ষিত সমাজের অংশ হিসাবে সম্পুর্ণ তথ্য সমেত আলোচনার প্রয়োজন মনে করলাম ।
# সংরোক্ষন কি ? ( RESERVATION )
সমাজের পিছিয়ে পরা নিম্নবর্ণের লোকেরা যাতে সমাজের উন্নয়নের ধারা থেকে নিজেদের বিচ্ছিন্ন না মনে করে , এবং ভারতে চলে আসা দীর্ঘ সময় ধরে উচ্চবর্ণের দ্বারা নিম্নবর্ণের উপর হয়ে থাকা শোষণ , অবমাননা , নির্যাতন , অস্পৃশ্যতা থেকে মুক্ত করার উদ্দেশ্যে ভারতের সংবিধানে এই সকল নিম্নশ্রেনীর লোকেদের বিশেষ সুবিধা প্রদান করা ।
যেটি নির্ভর করে ভারতে থাকা এই সমস্ত নিম্নশ্রেনির জনসংখ্যা হিসাবে । বিষয়টি আরো ভালোভাবে বোঝার জন্য একটি উদাহরণের সহযোগিতা নেওয়া যাক -
** কোন এক মাঠে মোট 100 জন দর্শক রয়েছে , যার মধ্যে SCHEDULED CASTE ( S.C ) শ্রেণির দর্শকের সংখ্যা 20 জন , SCHEDULED TRIBE ( S.T ) শ্রেণির দর্শকের সংখ্যা 10 জন , OTHER BACKWARD CLASSES ( O.B.C )শ্রেণির দর্শকের সংখ্যা 30 জন , আর GENERAL শ্রেণির দর্শকের সংখ্যা 40 জন , এবং সেই দর্শকদের মধ্যে থেকেই 10 জনকে নিয়ে খেলার দল বানানো হল , তাও সেখানে উপস্থিত থাকা প্রত্যেক শ্রেণির উপস্থিতীর শতাংশ অনুসারে । সেই হিসাবে S.C থেকে খেলার সুযোগ পেল 2 জন , S.T থেকে 1 জন , O.B.C থেকে 3 জন , একই ভাবে GEN থেকে 4 জন । **
আমাদের সংবিধানে সংখ্যাগরিষ্ঠতার শতাংশ অনুসারেই একইভাবে পিছিয়ে পরা নিম্নশ্রেণীদের সংরক্ষন ( CASTE RESERVATION ) প্রদান করেছে । যদি আরো সঠিক ভাবে বলি তবে জনসংখ্যার নিরিখে প্রতিনিধিত্ব করাকেই সংবিধানে সংরোক্ষন ( CASTE RESERVATION ) বলা হয়েছে ।
সংবিধানে এই বিষয়টি এই জন্য আনা হয়েছে কারণ দেশ স্বাধীনের আগে উচ্চ কোন প্রশাষনিক এমনকি সামাজিক অন্য কোন পদে এই সকল নিম্নশ্রেনির লোকেদের কোন অধিকারি ছিল না , তাই এই নিম্ন শ্রেনিদের প্রতি শোষন আর শাষনের পরিমান ছিল অনেক বেশি । সমাজে কোন প্রকার অধিকার ছাড়াই বাঁচতে হত এই নিম্নশ্রনির লোকেদের ।
# সংরোক্ষন নিয়ে কিছু তথ্য
ভারতে সংরোক্ষন ( CASTE RESERVATION ) যে যে ক্ষেত্রে দেওয়া হয়েছে সেগুলো হল ** - 1 = চাকরি , 2 = শিক্ষা , ও 3 = রাজনৈতিক ক্ষেত্রে ।** যার মধ্যে রাজনৈতিক ক্ষেত্রে সংরোক্ষন প্রতি 10 বছর পরপর রেনু করা হয় । কিন্তু বিগত কয়েক বছরে ভারতের রাজনৈতিক মহল ,পাশাপাশি সুপ্রিম কোর্টের কিছু রায়ে এটি পরিষ্কার যে সংরোক্ষনের এই মহান আদর্শ শেষ করতে চাইছে ।
ভারতে সংবিধানের সংরোক্ষন দেওয়া আর প্রয়োগ দুটিই আলাদা বিষয় , ভারতে সংরোক্ষন প্রয়োগ করা হয় দুটি পদ্ধতি তে - 1 HORIZONTAL এবং 2 VERTICAL । এবং এই পদ্ধতি অনুসারে S.T দের 7.5 % , S.C দের 15 % , O.B.C দের 27 % এবং নতুন করে জেনারেলদের জন্য E.W.S 10% সংরোক্ষন দেওয়া হয়েছে । বিষয়টি বোঝা একটু জটিল , তাই সেটি পরের প্রতিবেদনে আলোচনা করবো ।
সংবিধানে সংরোক্ষন ( CASTE RESERVATION ) নিয়ে ভারতের জনগনের মধ্যে শিক্ষা আর রাজনৈতিক অংশগ্রহন নিয়ে সকলেই একমত পোষন করেন , কিন্ত চাকরি ক্ষেত্রে সংরোক্ষনের উপরে জনগনের মধ্যে বিতর্কের সৃষ্টি হয় । ভারতের সংবিধানে বর্তমান পরিস্থিতীতে সংরোক্ষন দরকার কি দরকার নই , সেটি তখনি বোঝা সম্ভব যখন আপনি S.C ,S.T , OBC আর GENAREL দের জন্য বর্তমান অবস্থান বুঝতে পারবেন । আর আমার হিসাবে এই সকল নিম্নশ্রেনির লোকেরা এখনো সেই পরিস্থীতিতে নেই যে তাদের সংরোক্ষন তুলে দেওয়া উচিত । আর আমি এমন কেন বলছি সেটি আমি পরের প্রতিবেদনে প্রমান সহ আলোচনা করবো , এবং আরো কিছু বিষয় আছে যেগুলো তুলে ধরবো ।
জাতি ভিত্তিক সংরোক্ষন |
সমাজের পিছিয়ে পরা নিম্নবর্ণের লোকেরা যাতে সমাজের উন্নয়নের ধারা থেকে নিজেদের বিচ্ছিন্ন না মনে করে , এবং ভারতে চলে আসা দীর্ঘ সময় ধরে উচ্চবর্ণের দ্বারা নিম্নবর্ণের উপর হয়ে থাকা শোষণ , অবমাননা , নির্যাতন , অস্পৃশ্যতা থেকে মুক্ত করার উদ্দেশ্যে ভারতের সংবিধানে এই সকল নিম্নশ্রেনীর লোকেদের বিশেষ সুবিধা প্রদান করা ।
যেটি নির্ভর করে ভারতে থাকা এই সমস্ত নিম্নশ্রেনির জনসংখ্যা হিসাবে । বিষয়টি আরো ভালোভাবে বোঝার জন্য একটি উদাহরণের সহযোগিতা নেওয়া যাক -
** কোন এক মাঠে মোট 100 জন দর্শক রয়েছে , যার মধ্যে SCHEDULED CASTE ( S.C ) শ্রেণির দর্শকের সংখ্যা 20 জন , SCHEDULED TRIBE ( S.T ) শ্রেণির দর্শকের সংখ্যা 10 জন , OTHER BACKWARD CLASSES ( O.B.C )শ্রেণির দর্শকের সংখ্যা 30 জন , আর GENERAL শ্রেণির দর্শকের সংখ্যা 40 জন , এবং সেই দর্শকদের মধ্যে থেকেই 10 জনকে নিয়ে খেলার দল বানানো হল , তাও সেখানে উপস্থিত থাকা প্রত্যেক শ্রেণির উপস্থিতীর শতাংশ অনুসারে । সেই হিসাবে S.C থেকে খেলার সুযোগ পেল 2 জন , S.T থেকে 1 জন , O.B.C থেকে 3 জন , একই ভাবে GEN থেকে 4 জন । **
ভারতের সংবিধান |
সংবিধানে এই বিষয়টি এই জন্য আনা হয়েছে কারণ দেশ স্বাধীনের আগে উচ্চ কোন প্রশাষনিক এমনকি সামাজিক অন্য কোন পদে এই সকল নিম্নশ্রেনির লোকেদের কোন অধিকারি ছিল না , তাই এই নিম্ন শ্রেনিদের প্রতি শোষন আর শাষনের পরিমান ছিল অনেক বেশি । সমাজে কোন প্রকার অধিকার ছাড়াই বাঁচতে হত এই নিম্নশ্রনির লোকেদের ।
# সংরোক্ষন নিয়ে কিছু তথ্য
ভারতে সংরোক্ষন ( CASTE RESERVATION ) যে যে ক্ষেত্রে দেওয়া হয়েছে সেগুলো হল ** - 1 = চাকরি , 2 = শিক্ষা , ও 3 = রাজনৈতিক ক্ষেত্রে ।** যার মধ্যে রাজনৈতিক ক্ষেত্রে সংরোক্ষন প্রতি 10 বছর পরপর রেনু করা হয় । কিন্তু বিগত কয়েক বছরে ভারতের রাজনৈতিক মহল ,পাশাপাশি সুপ্রিম কোর্টের কিছু রায়ে এটি পরিষ্কার যে সংরোক্ষনের এই মহান আদর্শ শেষ করতে চাইছে ।
ভারতে সংবিধানের সংরোক্ষন দেওয়া আর প্রয়োগ দুটিই আলাদা বিষয় , ভারতে সংরোক্ষন প্রয়োগ করা হয় দুটি পদ্ধতি তে - 1 HORIZONTAL এবং 2 VERTICAL । এবং এই পদ্ধতি অনুসারে S.T দের 7.5 % , S.C দের 15 % , O.B.C দের 27 % এবং নতুন করে জেনারেলদের জন্য E.W.S 10% সংরোক্ষন দেওয়া হয়েছে । বিষয়টি বোঝা একটু জটিল , তাই সেটি পরের প্রতিবেদনে আলোচনা করবো ।
শতকরা সংরোক্ষন |
** সুমন্ত মাহালী হেমরম **
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন