"কার কাছ থেকে ভেসে এলো স্রোতে, এই কাগজ নৌকা খানি।" রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা "কাগজের নৌকা" কবিতাটি নিশ্চয় সকলের মনে আছে। কিংবা ছোট বেলার সেই সময়ে কাগজের নৌকা বানিয়ে বৃষ্টির জলে ভাসিয়ে দেওয়া অথবা কাগজের হাওয়াই-জাহাজ বানিয়ে ক্লাসের ভেতরে কারটা কত দূরে যাই সেই প্রতিযোগিতায় মেতে উঠা। "কাগজের নৌকা" কবিতাটি মনে না থাকলেও ,উনিশ শতকে যাদের শৈশব কেটেছে তারা কখনই তাদের শৈশবের সেই কাগজের নৌকা কিংবা কাগজের হাওয়াই জাহাজগুলো কখনোই ভুলতে পারবে না।
অরিগামি পদ্ধতিতে তৈরি বিভিন্ন প্রাণি |
জানা ছিলনা আমরা মনের আনন্দে কিংবা ছেলেখেলার মাঝে কাগজকে না ছিঁড়ে না, কে কেটে , শুধুমাত্র ভাঁজ করে করে এতকিছু বানিয়ে নিতাম, এবং এই ভাবে কাগজের বিভিন্ন আকৃতি তৈরি যে জাপানের বিশ্ব বিখ্যাত ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ সেটা আমাদের জানা ছিল না। যে পদ্ধতিটি গোটা বিশ্বে 'অরিগামি' বা 'অরিগেমি' ( ORIGAMI ) নামে পরিচিত।
অরিগামি শব্দের অর্থ
জাপানে আবিষ্কৃত হওয়া এই পদ্ধতি আজ সারা বিশ্বে তার ছাপ ছেড়ে চলেছে, তার পাশাপাশি অরিগামি আজ চিনের সংস্কৃতিক বৈশিষ্টের মধ্যেও এটি জায়গা করে নিয়েছে। অরিগামি ( ORIGAMI ) শব্দের অভিধানিক অর্থ হল - কাগজের প্রতিকৃতি, জাপানি শব্দ 'অরু' যার পরিবর্তিত রুপ 'অওরি', যার অর্থ ভাঁজ এবং 'কামি' শব্দের অর্থ কাগজ,' এই দুটি শব্দের একত্রিত রুপ অরিগামি, যার অর্থ ভাঁজ করা কাগজ।
সুতরাং অরিগামি ( ORIGAMI ) হল কাগজকে ভাঁজ করে বিভিন্ন অবয়ব প্রদান করা।
অরিগামি পদ্ধতি
অরিগামি বর্তমানে ঐতিহ্যের রুপ নিয়েছে এবং ক্রমাগত এর চর্চা জাপান ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পরেছে। বর্তমানে অরিগামি চিন, আমেরিকা,মায়ানমার এমনকি ভারতেও এই অরিগামি চর্চা লক্ষ্য করা যাই।
এই পদ্ধতিতে পাতলা ভাঁজ যোগ্য বিভিন্ন রং এর বিভিন্ন আকারের কাগজ জোগাড় করা হয় এবং কোনো প্রকার কাটা-ছেঁড়া ছারা, ও কোনো প্রকার আঁঠার ব্যবহার ছাড়াই শুধুমাত্র কাগজটিকে বিভিন্ন প্রকার ভাবে ভাঁজ করে খুব সুন্দর সুন্দর আকৃতি বানানো হয় ,যেমন- ময়ূর, খরগোশ, পাখি ,মাছ , ড্রাগন , এমনকি ফাইটার জেট ইত্যাদি।
অরিগামি আমি |
তবে বর্তমানে অরিগামি ( ORIGAMI ) শিল্পে কাগজ কাটা-কাটি, এবং আঁঠার ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে, তবে সেটি অরিগামি পদ্ধতি নই, সেটি অরিগামি ব্যতিত নতুন শিল্পের সৃষ্টি করেছে ,যেটি পরিচিত 'কলিগামি' নামে। এছাড়াও এমনি পদ্ধতির মধ্যে রয়েছে কোলাজ, বালির ভাস্কর্য ইত্যাদি।
WhatsApp UNIQUE KNOWLEDGE
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন