History of dakshin dinajpur, bangla bible, DAKSHIN DINAJPUR, Uttar DINAJPUR, Malda, chiristanity, santhal,indian tribe,mahli tribe, unknown facts, tourist place of Malda, tourist place of Dakshin DINAJPUR ,bible, bible story, bible story in bangla,dakshin dinajpur news,adibashi,sautal,indian tribe culture,

TRANSLATE ARTICLE TO YOUR LANGUEGE

বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯

বাইবেল গল্প যোহন বাপ্তাইজ এর জন্ম। BIBLE STORY BIRTH OF JOHON BAPTIZE BANGLA

ছোট থেকেই শুনে আসছি বাইবেলের কাহিনীগুলো , কিন্তু সেই গল্পগুলো একদিন ব্লগ হিসাবে লিখবো সেটা আসা করেনি । প্রথমে ভেবেছিলাম বাইবেলের কাহিনী গুলো একদম প্রথম থেকে অর্থাৎ বাইবেল আদিপুস্তকের কাহিনী গুলো আগে লিখবো।  আমি সেই হিসাবে কাজো শুরু করেছিলাম। যার জন্য এর আগে আদিপুস্তকের ভাববাদী নোহা  ও মহাপ্লাবনের গল্প ও আদিপুস্তকে বর্ণিত প্রথম হত্যা বিষয়ে কাহিনী টি বলেছিলাম কিন্তু খুব শিঘ্রই বড়দিন আসছে তাই ভাবলাম বাইবেলে এর আদিপুস্তক বাদ দিয়ে নতুনপুস্তক বা যীশুর জীবনকাহিনী গুলো প্রথম থেকে বলি,  পুরোনো পুস্তক না হয় পরে বলা যাবে।

সখারিয়ার স্বর্গদুত দর্শন 
যিশু যে আসবেন তার আগাম হিসাবে অনেক ভাববাদী অনেক আগেই লিখে গেছেন, প্রায় সব ধর্মের কোন না কোন ধর্মগ্রন্থে সেটি লেখা রয়েছে , কিন্তু যেগুলো এখন উল্লেখ করছি না।

যোহন বাপ্তাইজ 

যাইহোক প্রভুযিশু জন্মের আগে আরেকজন জন্মেছিলেন যিনি প্রভু যীশুর আগমনের রাস্তা প্রস্তুত করবেন,  যার নাম ছিল যোহন । যিনি বাইবেলে যোহন বাপ্তাইজ নামে পরিচিত। যিনি ছিলেন অতি ধার্মিক ব্যক্তি সখরিয়ার পুত্র আর যোহনের মাতার নাম ছিল এলিজাবেথ। প্রকৃতপক্ষে এলিজাবেথ ছিলেন একজন বৃদ্ধা কিন্তু ঈশ্বরের কৃপাই বৃদ্ধা বয়সে মা হয়েছিলেন , এবং  তার পিতামাতার ইচ্ছাতেই তার নাম রাখা হয়েছিল যোহন, যার অর্থ "ঈশ্বর প্রেমময়"।

সখারিয়াকে স্বর্গদুত দর্শন 

সখরিয় ছিলেন একজন ধার্মিক ও জেরুসালেমের এক মন্দিরের পুরেহিত । একদিন তিনি প্রতিদিনের মত তার কাজকর্ম শেষ করে মন্দিরের বেদীতে ধৃপ জানাচ্ছিলেন ঠিক সেই সময় সেখানে তার সামনে এক স্বর্গদুত এল। সেই স্বর্গদুত সখরিয়াকে বললেন যে তাঁর স্রী এলিজাবেথ গর্ভতি এবং তার দ্বারা একটি পুত্রসন্তান জন্ম নেবে। সেই পুত্র সন্তান হবেন একজন মহান নবী, কিন্তু সখরিয় আর তার স্ত্রী দুজন ছিলেন তখন বৃদ্ধ বৃদ্ধা তাই তাঁদের পক্ষে কোন সন্তান হওয়া সম্ভব ছিল না ৷ তাই সখরিয় সেই স্বর্গদুতের কথা বিশ্বাস করছিলেন না তাই সখারিয়া স্বর্গগৃতের কাছে এমন ঘটনা যে ঘটবে তার প্রমান চাইলেন । স্বর্গদূত তখন সখারিয়াকে জানালেন  ঈশ্বরের প্রতিশ্রুতি মত সন্তান জন্ম না হওয়া পর্যন্ত সখরিয়া  কথা বলতে পারবেন না, এবং এটাই হবে তার প্রমান।

যোহনের জন্ম ও নামকরন

স্বর্গদুতের কথামত এলিজাবেথের একটি পুত্র সন্তান হলো । এতে সখারিয়া ও তার পত্নী এলিজাবেথের প্রতিবেশী আর আত্মীয়স্বজনেরা প্রচণ্ড অবাক হলেন ও ঈশ্বরের এই অনুগ্রহ দেখে শকলেই খুশি হলেন। একসপ্তাহ পর যখন নতুন সন্তানের নামকরনের সময় এল তখন সকলেই তার নাম কি রাখা হবে সে বিষয়ে চিন্তিত হয়ে পরে, সখারিয় তখন বোবা অবস্থাতেই ছিলেন।
যোহন বাপ্তাইজের জন্ম
সখারিয় জানতো যে ঈশ্বরের অনুগ্রহে জন্মানো এই শিশুর নাম এমন হওয়া উচিত যাতে নামেই ঈশ্বরের মহিমা প্রকাশিত হয় , কিন্তু যেহেতু তিনি বোবা হয়ে পরেছিলেন তাই সখারিয় ইসারায় লেখার জন্য কিছু জিনিস চাইলেন এবং তার উপরে প্রদত্ত নাম যোহন লিখলেন । এই যোহন শব্দের অর্থ হলো "ঈশ্বর প্রেমময়"।  তার নামকরনের সাথে সাথেই ঈশ্বরের মহিমা পুনরায় প্রকাশিত হল নব সন্তানের পিতা শখারিয় পুনরায় তার মুখের আওয়াজ ফিরে পেলেন।
WhatsApp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন