History of dakshin dinajpur, bangla bible, DAKSHIN DINAJPUR, Uttar DINAJPUR, Malda, chiristanity, santhal,indian tribe,mahli tribe, unknown facts, tourist place of Malda, tourist place of Dakshin DINAJPUR ,bible, bible story, bible story in bangla,dakshin dinajpur news,adibashi,sautal,indian tribe culture,

TRANSLATE ARTICLE TO YOUR LANGUEGE

বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯

কুমারি মরিয়মকে স্বর্গদূত গাব্রিয়েলের প্রভু যীশুর আগমনের বার্তা ।


বাপ্তাইজ যোহনের জন্ম হয়েছিল একটি বিশেষ উদ্দেশ্যে , যাতে তিনি ঈশ্বর পুত্র যীশুর আগমনের পথ প্রস্তুত করতে পারেন , এবং তাকে অভিষিক্ত করতে পারেন । জেরুজালেমে বৃদ্ধ সখারিয় ও তার বৃদ্ধা পত্নি ঈশ্বরের আশির্বাদে তাদের পরিবারে যোহন বাপ্তাইজের জন্ম হয় । যোহন বাপ্তাইজের জন্মের কয়েক মাস আগে ঈশ্বর তার অন্যতম দূত গাব্রিয়েলকে  এক কুমারি নারি মরিয়মের কাছে প্রেরন করেন , যিনি ছিলেন পরম ধার্মিক ও ঈশ্বরের চরম অনুগতা । কুমারি মারিয়ামের ইতিমধ্যে যোসেফ নামের এক ব্যাক্তির সাথে বিয়ের কথা চলছিল, এই যোসেফ ছিলেন একজন কাঠের আসবাব তৈরির কারিগর আর রাজা দাউদের বংশধর ।
মারিয়মের স্বর্গদূতের দর্শন লাভ
ঠিক এই সময়ি কুমারি মারিয়ম যখন গালীল প্রদেশের নাসরত শহরে তার বাড়িতে শয্যাবস্থায় ছিলেন , ঠিক তখন মারিয়াম দেখতে পেলেন যে তার বাড়ী সম্পুর্ন ভাবে আলোকিত হয়ে উঠেছে , যার মধ্যে থেকে ঈশ্বরের প্রেরিত দূত গাব্রিয়েল কুমারি মারিয়াম কে "প্রনাম মারিয়ম" বলে সম্বধন করলেন এবং গাব্রিয়েল দূত মারিয়মকে জানালেন তার আকস্মিক আসায় মারিয়ম যেন ভয় না করেন ,এবং বললেন - প্রভু তোমার উপর সহায় হয়েছেন । তোমার একটি পুত্র সন্তান হবে ,যার নাম তুমি রাখবে যীশু । যিনি পরবর্তি কালে ঈশ্বরের পুত্র হিসাবে পরিচীত হবেন । "  
মরিয়মের স্বর্গ দুত দর্শন, মা মেরি, মাদার মেরি,মা মারিয়া,
মরিয়মের স্বর্গ দূত দর্শন
মারিয়ম স্বর্গ দূত গাব্রিয়েলের কথায় কিছুটা বিস্মিত হয়েছিলেন , কারন মারিয়ম ছিলেন একজন কুমারি নারি , তাই তিনি স্বর্গের দূত গাব্রিয়েলকে জানান , যে তার বিয়ে হয়নি ,তাহলে কুমারি অবস্থায় তার মা হওয়া অসম্ভব । স্বর্গীয় দূত মারিয়মকে আশ্বাস দেন আর বলেন - ঈশ্বরের দ্বারা প্রেরিত পবিত্র আত্মা তার উপরে আসবেন , এবং সেই পবিত্র আত্মার প্রভাবেই মারিয়ম মা হবেন । আর এমনটি যে ঘটবে তার প্রমান স্বরুপ গাব্রিয়েল দূত মারিয়মকে বলেন যে - জেরুজালেমে তারি মাসতুতো বৃদ্ধা দিদি  এলিজাবেথ এই বৃদ্ধা বয়সেও ঈশ্বরের আশির্বাদে মা হয়েছেন ।
কুমারি মারিয়াম ঈশ্বরের প্রেরিত গাব্রিয়েল দূতের সম্পুর্ন কথা শোনার পরে বলেন - তিনি ঈশ্বরের দাসী সুতরাং ঈশ্বরের ইচ্ছায় যেন পুর্ণ হোক ।
এলিজাবেথের সাথে মারিয়মের সাক্ষাৎকার
বৃদ্ধা এলিজাবেথ ছিলেন জেরুজালেম শহরের যীহুদিয়া পাহাড়ী এলাকার একজন বৃদ্ধ পুরহিত সখারিয়ার স্ত্রী ও কুমারি মারিয়মের মাসিতুতো দিদি ।মারিয়মের স্বর্গদূত দর্শন লাভের ছয় মাস আগে বৃদ্ধ সখারিয়াকেও এক স্বর্গদূত দর্শন দিয়েছিলেন আর বলেছিলেন যে তিনি শিঘ্রই তার স্ত্রী এলিজাবেথের দ্বারা পিতা হবেন । কুমারি মারিয়ম স্বর্গদূত গাব্রিয়েলের বলে যাওয়া কথার প্রেক্ষিতে মারিয়াম বৃদ্ধা দিদি এলিজাবেথকে অভিনন্দন জানানোর জন্য তার কাছে গেলেন । দিদি এলিজাবেথের সাথে মারিয়মের সাথে সাক্ষাতের সময় বৃদ্ধা এলিজাবেথের পেটের খুশিতে লাফিয়ে উঠলো । এলিজাবেথ মারিয়ামকে জানালেন যে - মারিয়মের আগমনে তিনি খুশি ,কারন ঈশ্বরের প্রেরিত সংবাদে মারিয়ম বিশ্বাস করেছেন আর তার সাথে সাক্ষাত করার জন্য এসেছেন । 
স্বর্গদুত,দূত,পরি,ঈশ্বরের দুত, স্বর্গ দূত,গাব্ৰিয়েল দূত,
স্বর্গ দূত গাব্ৰিয়েল 
যোসেফের স্বর্গদূত দর্শন
যোসেফ ছিলেন গালিল প্রদেশের একজন ধার্মিক আর এক কাঠের আসবাব শিল্পী , এবং রাজা দাউদ ছিলেন তার পুর্ব পুরুষ । এই যোসেফের সাথেই মারিয়মের বিয়ে ঠিক হয়েছিল । কিন্তু পবিত্র আত্মার প্রভাবে  মারিয়াম কুমারি অবস্থায় গর্ভবতি হলে যোসেফ মারিয়ামকে গ্রহন করতে অনিচ্ছা প্রকাশ করবেন বলে মনস্থির করেন । ঠিক এই সময় ঈশ্বরের প্রেরিত এক স্বর্গদূত যোসেফকে ঘুমোনোর সময় স্বপ্নে দেখা দেন আর তাকে মারিয়মকে গ্রহন করতে আদেশ দেন কেননা , মারিয়াম ঈশ্বরের অনুগ্রহে ও পবিত্র আত্মার প্রভাবে গর্ভবতি হয়েছেন ,যার ফলে যোসেফ মারিয়মকে গ্রহন করতে ইচ্ছুক হন ।
এতক্ষন আপনারা যা জানলেন সেটি ছিল বাইবেলের নতুন নিয়মের অংশ , আমি যেটি অতি সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরেছি ,আশা করছি আমার এই সংক্ষিপ্ত প্রচেষ্টা আপনাদের কিছুটা আনন্দ দিতে পেরেছে । তাছাড়াও সামনে বড়দিন আসছে । প্রভু যীশুর আগমনের পর্ব ,আপনাদের সেই আগমনের আগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ।
WhatsApp

1 টি মন্তব্য: