আদিবাসীদের প্রকৃত ধর্ম কি সেটা নিয়ে কয়েকদিন থেকেই আদিবাসী সমাজের মধ্য একটা চাপান - উতোর পরিস্থিতী চলছে । অনেক হিন্দুরাই মনে করেন যে আদিবাসিরা প্রথম থেকেই হিন্দু ধর্মের অনুসারী ছিল । আমি যেটা একান্ত মনে করি , প্রশ্নটা - ** আদিবাসীরা কি হিন্দু , কি হিন্দু নই ? **সেটার উপর তর্ক না করে বরং ** আদিবাসীদের আদি ধর্ম কি ছিল ? ** সেটা জানা উচিত । কারন জাতি হল বংশগত ও রক্তগত বৈশিষ্ট আর ধর্ম হল বিশ্বাস গত বৈশিষ্ট । আর সময়ের ব্যবধানে যে মানুষের বিশ্বাসও পরিবর্তন হয় সেটা সকলের জানা , তাই বর্তমানে কে কি ধর্ম পালন করছে সেটা নিয়ে কথা বলা অযৌক্তিক , কিন্তু যেহেতু আমি আদিবাসীর পাশাপাশি একজন খ্রীষ্টভক্ত তাই বিষয়টি নিরপেক্ষ ভাবে যুক্তি, তথ্য আর প্রমানের উপর নির্ভর করেই আলোচনা করবো । যার প্রমান হিসাবে বলা যেতে পারে ২০১১ সালে সমাপ্ত হওয়া জন-গননা । যেই জন-গননাই আদিবাসীদের ৯ % হিন্দু , ০.৫ % মুসলিম , ৩৬ % খ্রীষ্টান , ৭.৪ % বৌদ্ধ ধর্মে ,০.৯ শিখ ,২.৬ জৈন ,১৫.৯ জরাথুষ্ট্রিয়ান , ৮২.৫ % বিভিন্ন ধর্মাবলম্বী হিসাবে উল্লেখ্য করা হয়েছে , কিন্তু দুঃখের বিষয় আদিবাসীদের প্রকৃত ধর্মের উপরে এখনো কতজন আদিবাসী রয়েছে সেটা উল্লেখ্য করাই হয়নি ।
হিন্দু আদিবাসী |
# তাহলে আদিবাসিদের ধর্ম কি হিন্দু ছিল ?
এই প্রশ্নের উত্তর পেতে হলে ভারতীয় ইতিহাসের শুরু থেকে বর্তমান পর্যন্ত আদিবাসীদের ইতিহাসটা হালকা ঝালিয়ে নিতে হবে । বোঘাজকোই লিপি আর আর্মেনিয়ার লিপি থেকে জানতে পারা যায় যে খ্রীঃপূঃ - প্রায় সাড়ে তিন হাজার বছর আগে আর্যরা ইউরাল পর্বতের দক্ষিনের এলাকা থেকে ভারতে প্রবেশ করে । তখন প্রাচীন ভারতে বসবাস কারিরা যে মুর্তি পূজা করতো না তার অনেক প্রমান পাওয়া গেছে , তবে ধ্যানরত পশুপতি শিবের শিলমোহর পাওয়া গিয়েছে , কিন্তু এতে এটা প্রমানিত হয়নি যে তারা মূৰ্তি পূজা করতো ।
অন্যদিকে ভারতে এসেই হিন্দু শব্দের বুৎপত্তি হয় , মুলত সিন্দু নদির নাম থেকেই " হিন্দু " শব্দটি উঠে আসে । সুতরাং এটা বুঝতে অসুবিধা হয়না যে আর্যদের ভারতে আসার আগে থেকেই ভারতের আদিম অধিবাসীদের বা মুল নিবাসীদের নিজেস্ব ধর্ম বিশ্বাস ছিল , তাই বলা যাই আদিবাসীরা হিন্দু ছিল না ।
# তাহলে আদিবাসীদের ধর্ম কি ?
ভারতে বসবাস কারি আদিবাসীদের মধ্যে বর্তমানে অনেক ধর্মের প্রভাব দেখা যায় , তাছাড়াও ভারতে বসবাস কারি আদিবাসীদের সংখ্যাও প্রচুর , উদাহরণ স্বরুপ - হো ,ভীল , মালপাহাড়ি , লেপচা , কাওরিয়া , মাহালি , মুন্ডা , ছানাবরাইক , কোল ইত্যাদি ইত্যাদি । তবে সংখ্যাগরিষ্ঠতাই সাঁওতাল আর ওরাঁওদের আধিক্য তুলনা মুলক বেশি ।
এই প্রশ্নের উত্তর পেতে হলে ভারতীয় ইতিহাসের শুরু থেকে বর্তমান পর্যন্ত আদিবাসীদের ইতিহাসটা হালকা ঝালিয়ে নিতে হবে । বোঘাজকোই লিপি আর আর্মেনিয়ার লিপি থেকে জানতে পারা যায় যে খ্রীঃপূঃ - প্রায় সাড়ে তিন হাজার বছর আগে আর্যরা ইউরাল পর্বতের দক্ষিনের এলাকা থেকে ভারতে প্রবেশ করে । তখন প্রাচীন ভারতে বসবাস কারিরা যে মুর্তি পূজা করতো না তার অনেক প্রমান পাওয়া গেছে , তবে ধ্যানরত পশুপতি শিবের শিলমোহর পাওয়া গিয়েছে , কিন্তু এতে এটা প্রমানিত হয়নি যে তারা মূৰ্তি পূজা করতো ।
অন্যদিকে ভারতে এসেই হিন্দু শব্দের বুৎপত্তি হয় , মুলত সিন্দু নদির নাম থেকেই " হিন্দু " শব্দটি উঠে আসে । সুতরাং এটা বুঝতে অসুবিধা হয়না যে আর্যদের ভারতে আসার আগে থেকেই ভারতের আদিম অধিবাসীদের বা মুল নিবাসীদের নিজেস্ব ধর্ম বিশ্বাস ছিল , তাই বলা যাই আদিবাসীরা হিন্দু ছিল না ।
# তাহলে আদিবাসীদের ধর্ম কি ?
ভারতে বসবাস কারি আদিবাসীদের মধ্যে বর্তমানে অনেক ধর্মের প্রভাব দেখা যায় , তাছাড়াও ভারতে বসবাস কারি আদিবাসীদের সংখ্যাও প্রচুর , উদাহরণ স্বরুপ - হো ,ভীল , মালপাহাড়ি , লেপচা , কাওরিয়া , মাহালি , মুন্ডা , ছানাবরাইক , কোল ইত্যাদি ইত্যাদি । তবে সংখ্যাগরিষ্ঠতাই সাঁওতাল আর ওরাঁওদের আধিক্য তুলনা মুলক বেশি ।
আদিবাসীদের প্রকৃতি পূজা |
এই প্রত্যেক আদিবাসী সম্প্রদায়ের মধ্য পৃথক পৃথক সংষ্কৃতি আর ঐতিহ্য রয়েছে ।
কিন্তু তাদের মধ্য যে বিষয়টি এক সেটি হল তাদের বিশ্বাস , ভারতের প্রত্যেক আদিবাসী সম্প্রদায়ের লোকেরা প্রকৃতির পূজা করে থাকে । উদাহরণ স্বরুপ সাঁওতাল ,ওরাঁও ,মুন্ডা , মাহালি জনজাতির লোকেদের বিশ্বাস মতে তাদের আদি ধর্মের নাম " সারি " বা " সারনা " , যার অর্থ হল " বাস্তব " ।
** সারনা ধর্ম কি ?**
যে ধর্মমতে আদিবাসীর মানুষেরা প্রকৃতির পূজা করে থাকে । যাদের উপাস্য দেবতাদের মধ্য প্রধান কয়েকটি হল " সিম বংগা " বা সূৰ্য দেব , " চান্দু বোংগা " বা চন্দ্র দেব , এছাড়াও জাহের থান , আয়ু বাবা , আরো বহু বোংগার আরাধনা করে থাকে । সারনা ধর্ম মতে কখনই আদিবাসীরা মূর্তি পূজা করে না । সারনা ধর্মের ধর্ম গ্রন্থের নাম হল " সির জম পুথিঁ " ।
# তাহলে আদিবাসীদের হিন্দু মনে করা হয় কেন ?
এই জটিল প্রশ্নের সহজ উত্তর হল - তথ্যর অভাব ,তাছাড়াও রয়েছে সরকারের ভ্রান্ত নিতি এবং তার পাশাপাশি হিন্দু ধর্ম আর সারনা ধর্মের কিঞ্চিত মিল । উদাহরন স্বরুপ প্রকৃতির অন্যতম শক্তি হিসাবে সূৰ্যের উপাসনা করা হয় সিম বোংগা রুপে , আর হিন্দু ধর্মে সূৰ্যদেব রুপে পূজা করা হয় , ঠিক তেমনি চান্দু বোংগার ক্ষেত্রেও । এই সমস্ত ছোট ছোট মিলের জন্যই অনেকেই আদিবাসীদের প্রকৃত ধর্ম হিন্দু হিসাবে মনে করে থাকে । কিন্তু তফাৎ টা হল আদিবাসীরা সূৰ্য আর চন্দ্রকে প্রকৃতির অংশ বা শক্তি হিসাবে উপাসনা করে ,আর হিন্দুরা সেটি দেবতা হিসাবে পূজা করে ।
এছাড়াও সরকারের ভ্রান্ত নিতি এর জন্য অনেক বড় দায়ি । বৃটিশ সরকারের আমলে জনগননার সময় আদিবাসীদের ধর্ম বিশ্বাসের উপর নির্ভর করে ১৮৭১ - ৯১ পর্যন্ত ABORGENES বা আদিম ধার্মিক আধিবাসী হিসাবে ধরা হয়েছিল । তারপর ১৯০১ - ২১ পর্যন্ত ANIMIST বা যারা প্রকৃতির সব কিছুর প্রানের অস্তিত্বে বিশ্বাসী হিসাবে ধরা হয়েছিল । ১৯৩১ সালের জনগননাই TRIBAL RELIGIOUS বা আদিবাসী ধর্ম হিসাবে ধরা হয়েছিল , আর ১৯৪১ সালে TRIBES বা আদিবাসী হিসাবে জনগননা করা হয়েছিল । কিন্তু স্বাধিনতার পর প্রথম জনগননাই নতুন জনগননার পদ্ধতিতে আদিবাসী সম্প্রদায়ের ধর্ম হিসাবে চলে আসা গননাটি বাতিল করে হিন্দু আর আদিবাসী ধর্মের পার্থক্যটাকে লুপ্ত করা হয় ।
** সারনা ধর্ম কি ?**
যে ধর্মমতে আদিবাসীর মানুষেরা প্রকৃতির পূজা করে থাকে । যাদের উপাস্য দেবতাদের মধ্য প্রধান কয়েকটি হল " সিম বংগা " বা সূৰ্য দেব , " চান্দু বোংগা " বা চন্দ্র দেব , এছাড়াও জাহের থান , আয়ু বাবা , আরো বহু বোংগার আরাধনা করে থাকে । সারনা ধর্ম মতে কখনই আদিবাসীরা মূর্তি পূজা করে না । সারনা ধর্মের ধর্ম গ্রন্থের নাম হল " সির জম পুথিঁ " ।
# তাহলে আদিবাসীদের হিন্দু মনে করা হয় কেন ?
এই জটিল প্রশ্নের সহজ উত্তর হল - তথ্যর অভাব ,তাছাড়াও রয়েছে সরকারের ভ্রান্ত নিতি এবং তার পাশাপাশি হিন্দু ধর্ম আর সারনা ধর্মের কিঞ্চিত মিল । উদাহরন স্বরুপ প্রকৃতির অন্যতম শক্তি হিসাবে সূৰ্যের উপাসনা করা হয় সিম বোংগা রুপে , আর হিন্দু ধর্মে সূৰ্যদেব রুপে পূজা করা হয় , ঠিক তেমনি চান্দু বোংগার ক্ষেত্রেও । এই সমস্ত ছোট ছোট মিলের জন্যই অনেকেই আদিবাসীদের প্রকৃত ধর্ম হিন্দু হিসাবে মনে করে থাকে । কিন্তু তফাৎ টা হল আদিবাসীরা সূৰ্য আর চন্দ্রকে প্রকৃতির অংশ বা শক্তি হিসাবে উপাসনা করে ,আর হিন্দুরা সেটি দেবতা হিসাবে পূজা করে ।
এছাড়াও সরকারের ভ্রান্ত নিতি এর জন্য অনেক বড় দায়ি । বৃটিশ সরকারের আমলে জনগননার সময় আদিবাসীদের ধর্ম বিশ্বাসের উপর নির্ভর করে ১৮৭১ - ৯১ পর্যন্ত ABORGENES বা আদিম ধার্মিক আধিবাসী হিসাবে ধরা হয়েছিল । তারপর ১৯০১ - ২১ পর্যন্ত ANIMIST বা যারা প্রকৃতির সব কিছুর প্রানের অস্তিত্বে বিশ্বাসী হিসাবে ধরা হয়েছিল । ১৯৩১ সালের জনগননাই TRIBAL RELIGIOUS বা আদিবাসী ধর্ম হিসাবে ধরা হয়েছিল , আর ১৯৪১ সালে TRIBES বা আদিবাসী হিসাবে জনগননা করা হয়েছিল । কিন্তু স্বাধিনতার পর প্রথম জনগননাই নতুন জনগননার পদ্ধতিতে আদিবাসী সম্প্রদায়ের ধর্ম হিসাবে চলে আসা গননাটি বাতিল করে হিন্দু আর আদিবাসী ধর্মের পার্থক্যটাকে লুপ্ত করা হয় ।
আদিবাসীদের ধর্মিও অনুষ্ঠীন |
আর যার জন্য আজ আদীবাসিদের প্রকৃত ধর্ম কি সেটা নিয়ে দ্বিমতের দর্শন পাওয়া যাই । সরকারের দ্বারা আয়োজিত জনগননা , বাস্তবে সময়ের ধারায় সঠিক ছিল কিন্তু সেটা এমন বিরুপ প্রতিক্রীয়া ঘটাবে সেটা আশাতিত । অনেকের মনে হতে পারে যে জনগননা এর জন্য কি করে দায়ি হতে পারে ? সেটির প্রমান সহ আমি দ্বীতিয় প্রতিবেদনে আলোচনা করবো ।
**সুমন্ত মাহালি হেমরম**
**সুমন্ত মাহালি হেমরম**
মাল পদবী নিয়ে কিছু বলুন স্যার
উত্তরমুছুনমাল পদবী নিয়ে কিছু বলুন স্যার
উত্তরমুছুনমাল পদবী নিয়ে কিছু বলুন স্যার
উত্তরমুছুনআদিবাসীদের মধ্যে জাতি ব্যবস্থা কি ভাবে সৃষ্টি হলো ।
উত্তরমুছুনপ্রথমেই কি রাজারাজরা হিন্দু দেবতা পূজা করতেন?
মুছুনAdiwashider kono Kati bad Ney 100%
উত্তরমুছুনঅতি সতিক নয়
উত্তরমুছুন