History of dakshin dinajpur, bangla bible, DAKSHIN DINAJPUR, Uttar DINAJPUR, Malda, chiristanity, santhal,indian tribe,mahli tribe, unknown facts, tourist place of Malda, tourist place of Dakshin DINAJPUR ,bible, bible story, bible story in bangla,dakshin dinajpur news,adibashi,sautal,indian tribe culture,

TRANSLATE ARTICLE TO YOUR LANGUEGE

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

আদিবাসীরা কি হিন্দু ? তাহলে আদিবাসীরা কি ? TRIBE ARE HINDU ?


আদিবাসীদের প্রকৃত ধর্ম কি সেটা নিয়ে কয়েকদিন থেকেই আদিবাসী সমাজের মধ্য একটা চাপান - উতোর পরিস্থিতী চলছে । অনেক হিন্দুরাই মনে করেন যে আদিবাসিরা প্রথম থেকেই হিন্দু ধর্মের অনুসারী ছিল । আমি যেটা একান্ত মনে করি , প্রশ্নটা - ** আদিবাসীরা কি হিন্দু , কি হিন্দু নই ? **সেটার উপর তর্ক না করে বরং ** আদিবাসীদের আদি ধর্ম কি ছিল ? ** সেটা জানা উচিত । কারন জাতি হল বংশগত ও রক্তগত বৈশিষ্ট আর ধর্ম হল বিশ্বাস গত বৈশিষ্ট । আর সময়ের ব্যবধানে যে মানুষের বিশ্বাসও পরিবর্তন হয় সেটা সকলের জানা , তাই বর্তমানে কে কি ধর্ম পালন করছে সেটা নিয়ে কথা বলা অযৌক্তিক , কিন্তু যেহেতু আমি আদিবাসীর পাশাপাশি একজন খ্রীষ্টভক্ত তাই বিষয়টি নিরপেক্ষ ভাবে যুক্তি, তথ্য আর প্রমানের উপর নির্ভর করেই আলোচনা করবো । যার প্রমান হিসাবে বলা যেতে পারে ২০১১ সালে সমাপ্ত হওয়া জন-গননা । যেই জন-গননাই আদিবাসীদের ৯ % হিন্দু , ০.৫ % মুসলিম , ৩৬ % খ্রীষ্টান , ৭.৪ % বৌদ্ধ ধর্মে ,০.৯ শিখ ,২.৬ জৈন ,১৫.৯ জরাথুষ্ট্রিয়ান , ৮২.৫ % বিভিন্ন ধর্মাবলম্বী হিসাবে উল্লেখ্য করা হয়েছে , কিন্তু দুঃখের বিষয় আদিবাসীদের প্রকৃত ধর্মের উপরে এখনো কতজন আদিবাসী রয়েছে সেটা উল্লেখ্য করাই হয়নি । 
হিন্দু,আদিবাসি,আদিবাসী, সাঁওতাল ,
হিন্দু আদিবাসী
# তাহলে আদিবাসিদের ধর্ম কি হিন্দু ছিল ?
এই প্রশ্নের উত্তর পেতে হলে ভারতীয় ইতিহাসের শুরু থেকে বর্তমান পর্যন্ত আদিবাসীদের ইতিহাসটা হালকা ঝালিয়ে নিতে হবে । বোঘাজকোই লিপি আর আর্মেনিয়ার লিপি থেকে জানতে পারা যায় যে খ্রীঃপূঃ - প্রায় সাড়ে তিন হাজার বছর আগে আর্যরা ইউরাল পর্বতের দক্ষিনের এলাকা থেকে ভারতে প্রবেশ করে । তখন প্রাচীন ভারতে বসবাস কারিরা যে মুর্তি পূজা করতো না তার অনেক প্রমান পাওয়া গেছে , তবে ধ্যানরত পশুপতি শিবের শিলমোহর পাওয়া গিয়েছে , কিন্তু এতে এটা প্রমানিত হয়নি যে তারা মূৰ্তি পূজা করতো ।
অন্যদিকে ভারতে এসেই হিন্দু শব্দের বুৎপত্তি হয় , মুলত সিন্দু নদির নাম থেকেই " হিন্দু " শব্দটি উঠে আসে । সুতরাং এটা বুঝতে অসুবিধা হয়না যে আর্যদের ভারতে আসার আগে থেকেই ভারতের আদিম অধিবাসীদের বা মুল নিবাসীদের নিজেস্ব ধর্ম বিশ্বাস ছিল , তাই বলা যাই আদিবাসীরা হিন্দু ছিল না ।
# তাহলে আদিবাসীদের ধর্ম কি ?
ভারতে বসবাস কারি আদিবাসীদের মধ্যে বর্তমানে অনেক ধর্মের প্রভাব দেখা যায় , তাছাড়াও ভারতে বসবাস কারি আদিবাসীদের সংখ্যাও প্রচুর , উদাহরণ স্বরুপ - হো ,ভীল , মালপাহাড়ি , লেপচা , কাওরিয়া , মাহালি , মুন্ডা , ছানাবরাইক , কোল  ইত্যাদি ইত্যাদি । তবে সংখ্যাগরিষ্ঠতাই সাঁওতাল আর ওরাঁওদের আধিক্য তুলনা মুলক বেশি । 
আদিবাসী, সাওতাল, সান্তাল, সাউতাল,
আদিবাসীদের প্রকৃতি পূজা
এই প্রত্যেক আদিবাসী সম্প্রদায়ের মধ্য পৃথক পৃথক সংষ্কৃতি আর ঐতিহ্য রয়েছে । কিন্তু তাদের মধ্য যে বিষয়টি এক সেটি হল তাদের বিশ্বাস , ভারতের প্রত্যেক আদিবাসী সম্প্রদায়ের লোকেরা প্রকৃতির পূজা করে থাকে । উদাহরণ স্বরুপ সাঁওতাল ,ওরাঁও ,মুন্ডা , মাহালি জনজাতির লোকেদের বিশ্বাস মতে তাদের আদি ধর্মের নাম " সারি " বা  " সারনা " , যার অর্থ হল  " বাস্তব " ।
** সারনা ধর্ম কি ?**
যে ধর্মমতে আদিবাসীর মানুষেরা প্রকৃতির পূজা করে থাকে । যাদের উপাস্য দেবতাদের মধ্য প্রধান কয়েকটি হল " সিম বংগা " বা সূৰ্য দেব , " চান্দু বোংগা " বা চন্দ্র দেব , এছাড়াও জাহের থান , আয়ু বাবা , আরো বহু বোংগার আরাধনা করে থাকে । সারনা ধর্ম মতে কখনই আদিবাসীরা মূর্তি পূজা করে না । সারনা ধর্মের ধর্ম গ্রন্থের নাম হল  " সির জম পুথিঁ " ।
# তাহলে আদিবাসীদের হিন্দু মনে করা হয় কেন ?
এই জটিল প্রশ্নের সহজ উত্তর হল - তথ্যর অভাব ,তাছাড়াও রয়েছে সরকারের ভ্রান্ত নিতি এবং তার পাশাপাশি হিন্দু ধর্ম আর সারনা ধর্মের কিঞ্চিত মিল । উদাহরন স্বরুপ প্রকৃতির অন্যতম শক্তি হিসাবে সূৰ্যের উপাসনা করা হয় সিম বোংগা রুপে , আর হিন্দু ধর্মে সূৰ্যদেব রুপে পূজা করা হয় , ঠিক তেমনি চান্দু বোংগার ক্ষেত্রেও । এই সমস্ত ছোট ছোট মিলের জন্যই অনেকেই আদিবাসীদের প্রকৃত ধর্ম হিন্দু হিসাবে মনে করে থাকে । কিন্তু তফাৎ টা হল আদিবাসীরা সূৰ্য আর চন্দ্রকে প্রকৃতির অংশ বা শক্তি হিসাবে উপাসনা করে ,আর হিন্দুরা সেটি দেবতা হিসাবে পূজা করে ।
এছাড়াও সরকারের ভ্রান্ত নিতি এর জন্য অনেক বড় দায়ি ।  বৃটিশ সরকারের আমলে জনগননার সময় আদিবাসীদের ধর্ম বিশ্বাসের উপর নির্ভর করে ১৮৭১ - ৯১ পর্যন্ত ABORGENES বা আদিম ধার্মিক আধিবাসী হিসাবে ধরা হয়েছিল । তারপর ১৯০১ - ২১ পর্যন্ত ANIMIST বা যারা প্রকৃতির সব কিছুর প্রানের অস্তিত্বে বিশ্বাসী হিসাবে ধরা হয়েছিল । ১৯৩১ সালের জনগননাই TRIBAL RELIGIOUS বা আদিবাসী ধর্ম হিসাবে ধরা হয়েছিল , আর ১৯৪১ সালে TRIBES বা আদিবাসী হিসাবে জনগননা করা হয়েছিল । কিন্তু স্বাধিনতার পর প্রথম জনগননাই নতুন জনগননার পদ্ধতিতে আদিবাসী সম্প্রদায়ের ধর্ম হিসাবে চলে আসা গননাটি বাতিল করে হিন্দু আর আদিবাসী ধর্মের পার্থক্যটাকে লুপ্ত করা হয় । 
সাঁওতাল, সাওতাল,সাউতাল,সান্তাল,
আদিবাসীদের ধর্মিও অনুষ্ঠীন 
আর যার জন্য আজ আদীবাসিদের প্রকৃত ধর্ম কি সেটা নিয়ে দ্বিমতের দর্শন পাওয়া যাই । সরকারের দ্বারা আয়োজিত জনগননা , বাস্তবে সময়ের ধারায় সঠিক ছিল কিন্তু সেটা এমন বিরুপ প্রতিক্রীয়া ঘটাবে সেটা আশাতিত । অনেকের মনে হতে পারে যে জনগননা এর জন্য কি করে দায়ি হতে পারে ? সেটির প্রমান সহ আমি দ্বীতিয় প্রতিবেদনে আলোচনা করবো ।
**সুমন্ত মাহালি হেমরম**


WhatsApp

৭টি মন্তব্য:

  1. মাল পদবী নিয়ে কিছু বলুন স্যার

    উত্তরমুছুন
  2. মাল পদবী নিয়ে কিছু বলুন স্যার

    উত্তরমুছুন
  3. মাল পদবী নিয়ে কিছু বলুন স্যার

    উত্তরমুছুন
  4. আদিবাসীদের মধ্যে জাতি ব্যবস্থা কি ভাবে সৃষ্টি হলো ।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. প্রথমেই কি রাজারাজরা হিন্দু দেবতা পূজা করতেন?

      মুছুন