History of dakshin dinajpur, bangla bible, DAKSHIN DINAJPUR, Uttar DINAJPUR, Malda, chiristanity, santhal,indian tribe,mahli tribe, unknown facts, tourist place of Malda, tourist place of Dakshin DINAJPUR ,bible, bible story, bible story in bangla,dakshin dinajpur news,adibashi,sautal,indian tribe culture,

TRANSLATE ARTICLE TO YOUR LANGUEGE

শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০

ভেলেনটাইন ডে পালনের কারন , এটা কি ভালোবাসার দিন ? সাধু ভেলেনটাইন কে ছিলেন । saint valentine day .


ভেলেনটাইনস ডে VALENTINE DAY বা ভালোবাসার দিন , গোটা বিশ্বের প্রেমিক যুগলের কাছে একটি বিশেষ দিন , কিন্তু আমার মতন বোখাটেদের কাছে সেই দিনটিই হয়ে উঠে বিরক্তীকর , না না ভালোবাসা বা প্রেমের বিরোধিতা আমি করি না " কিন্তু ভালোবাসার নামে বেহেয়াপনা মোটেও পছন্দের নই । কারনটা সংক্ষেপে বলার চেষ্টা করছি - ভালোবাসা বা প্রেম একদিন জাঁকজমক করে দেখানোর জিনিস নই ,বরং ভালোবাসা প্রত্যেক দিনের পাওনা হওয়া উচিত , তাও একতরফা ভালোবাসা নই বরং সকলের তরে প্রত্যেকের ভালোবাসা হওয়া উচিত , যে ভালোবাসাই ঈশ্বরের অনুগ্রহ থাকবে ।
আজকাল হয়তো আধুনিক প্রেমিক যুগোল হয়তো এই সত্যি থেকে অনেক দুরে আছে । আসলে এই ভেলেনটাইন্স ডে একজনের মৃত্য দিবস হিসাবে পালিত হয় , সেটা হয়তো অনেকেই জানেন না আর যে ব্যাক্তিটির মৃত্যর কারনই ছিল মানুষের প্রতি তার অগাধ ভালোবাসা ।
Valentine day,ভেলেনটাইন ডে,
ভেলেনটাইন ডে
  # কে সেই ব্যাক্তি ?
যার স্মরণার্থে বা যার মৃত্যকে শ্রদ্ধা জানাতে এই দিবসটি পালিত হয় তার সম্পুর্ণ নাম ছিল ** ভেলেনটাইন অব টার্নি ** । যিনি ২২৬ খ্রীষ্টাব্দে ইটালির টার্নি এলাকাই জন্ম গ্রহন করেন । এটালিতে সেই সময় কারো ঠিকানা খুব সহজভাবে যাতে পাওয়া যায় তার জন্য সকলের নামের সাথে তার এলাকার নাম যুক্ত করা হত ।
এই ভেলেনটাইন পরবর্তীকালে খ্রীষ্ট ধর্মপ্রচারক হিসাবে যোগ দেন , তিনি একজন খ্রীষ্টান পাদরি হবার পাশাপাশি একজন সু-চিকৎসক ও ছিলেন । তার একজন সাধারণ  খ্রীষ্টান পাদরি থেকে সাধু বা saint পদবি পাওয়ার বিষয়ে অনেকগুলো গল্প রয়েছে তবে , প্রত্যেক গল্পই তার মানুষের প্রতি গভির ভালোবাসার বিষয়টি উঠে আসে ।
# ভেলেনটাইন ডে পালনের কারন ?
তবে যে গল্পটি সবথেকে বেশি প্রচলিত সেটিই বলছি । তৃতীয় শতকের প্রথম দিকে রোমের শাষক হিসাবে রাজত্ব করতেন রাজা ক্লডিয়াস বা ক্রডিয়াস । তিনি ছিলেন পেগান ধর্মের চরম পৃষ্ঠপোষক , কিন্তু সেই সময় খ্রীষ্ট ধর্মের প্রভাব খুব দ্রত হারে রোমের চারে দিকে ছড়িয়ে পরতে শুরু করে । রাজা ক্রডিয়াস চাইছিলেন খ্রীষ্ট ধর্মকে রোম থেকে উৎখাত করতে । 
সাধু ভেলেনটাইন
সাধু ভেলেনটাইন
তাই তিনি গোটা রাজত্বে খ্রীষ্ট ধর্ম পালন আর প্রচারের উপর নিষেধাঙ্গা জারি করে দেন , এবং তার পাশাপাশি খ্রীষ্ট ধর্মে দিক্ষীত সকলকে শাস্তি দিতে শুরু করেন । এমনাবস্থায় পাদরি ভেলেনটাইন সেই সব মানুষদের পাশে দাড়িয়ে তাদের ভালোবাসার সহিতে সেবাযত্ন শুরু করেন , এবং একই সাথে খ্রীষ্ট ধর্মোও প্রচার করতে থাকেন ।
মানুষদের মধ্যে তার অগাধ ভালোবাসা মানুষের মন জয় করতে সক্ষম হয়েছিল । কিন্তু রাজার আদেশ অমান্য করার জন্য শীঘ্রই ভেলেনটাইনকে কারারুদ্ধ হতে হয় । কারারুদ্ধ কালিন রাজার অন্ধ কন্যার সাথে পাদরি ভেলেনটাইনের পরিচয় হয় এবং ভেলেনটাইন তার চিকিৎসা করতে শুরু করেন , এতে তাদের মধ্যে মানবিক সম্পর্কের যে ভালোবাসা ,সেটি গড়ে উঠে । পাদরি ভেলেনটাইনের চিকিৎসাই রাজার কন্যা সুস্থ হয়ে উঠলে , রোমের মানুষদের কাছে তার মানব প্রেমের ঘটনা প্রচার পেতে থাকে । যেখানে রাজা হিসাবে পিতার দ্বারা শাস্তি পাওয়া সত্বেও ভেলেনটাইন তার কন্যাকে পরিচর্যা করেছিল । যাইহোক - এতে রাজা ক্রডিয়াস ক্ষিপ্ত হয়ে ভেলেনটাইনকে হত্যার আদেশ দেন । আর সেই আদেশ অনুসারে পাদরি ভেলেনটাইনকে ১৪ ফেব্রুয়ারির দিন হত্যা করা হয় । আর সেইজন্যই ১৪ ফেব্রুয়ারি পাদরি ভেলেনটাইনকে স্মরণ করার উদ্দেশ্যে এই দিনটিকে মানুষের প্রতি মানুষের ভালোবাসার দিন হিসাবে পালিত হতে থাকে । 
Valentine day, ভেলেনটাইন ডে ,
Valentine day
# কিভাবে এই দিনটি পালিত হয়
৪৯৬ খ্রীঃ পোপ জেলাসিও ১ম - ১৪ ফেব্রুয়ারি দিনটিকে পাদরি ভেলেনটাইন এর নাম অনুসারে ভেলেনটাইন দিবস হিসাবে পালনের আদেশ দেন । তবে একটা কথা জানিয়ে রাখি এই দিনটিকে উৎসবের দিন হিসাবে প্রতিষ্ঠা করার পিছনে আরেকটি বিশেষ কারন রয়েছে । কিন্তু সেই কথা অন্যদিন বলবো ।
ভেলেনটাইন দিবস ক্যাথলিক উৎসব হিসাবে পালিত হয় , কিন্তু এই দিবসের প্রকৃত উদ্দেশ্য ব্যাঘাত ঘটতে শুরু করলে কিছু ইন্টার ন্যাশনাল খ্রীষ্টান মন্ডলির কিছু দল এই দিবসটিকে তাদের উৎসব থেকে সরিয়ে দেন । বর্তমানে এমন অনেক দেশ রয়েছে যেখানে এই দিবসটি পালন অপরাধের বিষয় হিসাবে ধরা হয় ।
এই দিবসটি প্রত্যেকে কার্ড প্রদানের মাধ্যমে পালন করে থাকে , এবং পুর্বে এই দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মিও অনুষ্ঠান ও পালিত হত । কিন্তু বর্তমানে গোটা বিশ্বে প্রেমিক যুগলদের দিবস হিসাবে অধিকতর পরিচীত ।
WhatsApp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন