History of dakshin dinajpur, bangla bible, DAKSHIN DINAJPUR, Uttar DINAJPUR, Malda, chiristanity, santhal,indian tribe,mahli tribe, unknown facts, tourist place of Malda, tourist place of Dakshin DINAJPUR ,bible, bible story, bible story in bangla,dakshin dinajpur news,adibashi,sautal,indian tribe culture,

TRANSLATE ARTICLE TO YOUR LANGUEGE

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

বাইবেলে বলা NUMBER OF BEAST বা শয়তানের সংখ্যা । 666 কে শয়তানের সংখ্যা বা NUMBER OF BEAST বলতে কি বোঝাতে চাইছে ।


বাইবেলে যত গুলো পুস্তক রয়েছে তাদের মধ্যে  " উদ্ঘাটন " বা "প্রকাশিত বাক্যে " এমন একটি খন্ড যেটি বিষয়বস্তু অন্যসকল বাইবেল খন্ড থেকে সম্পুর্ণ আলাদা । আজকের আলোচনার বিষয়টিও খুবই রোমাঞ্চকর , আর এই বিষয়টি লিখিত আছে  " উদ্ঘাটন " বা "প্রকাশিত বাক্যে " । তবে সেই বিষয়ে বলার আগে ছোট করে এই খল্ডটির বিষয়ে জানা যাক ।
পবিত্র,বাইবেল,পবিত্র বাইবেল,
পবিত্র বাইবেল

# " উদ্ঘাটন " বা "প্রকাশিত বাক্যে "
বাইবেলের এই খন্ডটি নতুন নিয়মের সাথে যুক্ত । যেখানে নতুন নিয়মের অন্যসকল খন্ড গুলো প্রভু যীশুর জীবনি আর উপদেশ সমূহ নিয়ে বলা হয়েছে ,কিন্তু এই খন্ডটিতে যা কিছুই বলা হয়েছে তা সংকেতিক , যার সম্পুর্ণ বিশ্লেষন করা খুবি কঠিন । প্রভু যীশুর স্বর্গারোহনের পর প্রভু যীশু তার শিষ্য যোহনকে দর্শন দেন এবং তিনি পৃথিবীতে ফিরে আসার আগে কি কি ঘটতে চলেছে সেগুলো লিপিবদ্ধ করান । যেটি "প্রকাশিত বাক্য " বা "উদ্ঘাটন " নামে পরিচীত , সুতরাং বলা চলে প্রকাশিত বাক্যে ভবিষ্যৎবাণি গুলো করা হয়েছে যেগুলো আগামি দিনে ঘটতে চলেছে । তাই বাইবেলের এই খন্ডটি মানুষদের সেই  অন্তিম মহূৰ্তে নিজেদের সঠিক পথে চলার সিদ্ধান্ত দেয় , যাতে মানুষ   " উদ্ঘাটন " বা "প্রকাশিত বাক্যে " উল্লেখিত চিহ্ন সমূহ দেখে নিজের মন পাপ থেকে ফেরাতে পারে । আর এই বিষয়ে বলা হয়েছে প্রথম অধ্যায়ের 3 অনুচ্ছেদে -
** ধন্য সেইজন, যে এই বার্তার বাক্যগুলি পাঠ করে এবং যাঁরা তা শোনে ও তাতে লিখিত নির্দেশগুলি পালন করে তারাও ধন্য, কারণ সময় সন্নিকট৷ **
# শয়তানের নাম্বার NUMBER OF BEAST
ঠিক একই ভাবে বাইবেলের এই খন্ডে একটি বিশেষ সংখ্যার উল্লেখ্য পাওয়া যায় যেটি সাংকেতিক এবং এই বাইবেলে সেই সংখ্যাটিকে শয়তানের সংখ্যা বা NUMBER OF BEAST বলা হয়েছে , আর সেই সংখ্যাটি হল 666 । 
Number,number of beast, beast,
Number of beast 
যেটি রয়েছে " উদ্ঘাটন " বা "প্রকাশিত বাক্যে " এর 13 অধ্যায়ের 18 অনুচ্ছেদে -
** বুদ্ধিমান সে ঐ পশুর সংখ্যা গণনা করুক৷ এরজন্য বিজ্ঞতার প্রযোজন৷ ঐ সংখ্যাটি একটি মানুষের নামের সংখ্যা আর সেই সংখ্যা হচ্ছে ৬৬৬ (666) **
বাইবেলে উল্লেখিত এই সংখ্যাটি প্রকাশিত বাক্য ছাড়াও " বংশাবলী 2 "  তেও পাওয়া যায় , তবে সেখানে এটিকে মাত্র একটি সংখ্যা হিসাবে ধরা হয়েছে । কিন্তু বাইবেলের  "প্রকাশিত বাক্য " বা "উদ্ঘাটন " খন্ডে 666 বলতে কি বোঝানো হয়েছে সেটি বুঝতে হলে এই সংখ্যাটির বিষয়ে কি কি বলা হয়েছে সেটি জানতে হবে । আর সেগুলি রয়েছে 11 অধ্যায়ের 7 অনুচ্ছেদ থেকে 17 অধ্যায়ের 18 অনুচ্ছেদ প্রযন্ত । আর এর মধ্যে যা কিছুই লেখা রয়েছে তার বেশিরভাগটাই বিশ্লেষন করা মুসকিল কারন সম্পুর্ণটাই রয়েছে সাংকেতিক আকারে বা CODE হিসাবে ।
**সুতরাং 666 টি নিয়ে সঠিকভাবে আলোচনা করতে হলে একটি প্রতিবেদনে সেটা সম্ভব নই , তাই এই বিষয়টি আমি কয়েকটি অংশে আলোচনা করার চেষ্টা করবো ।**
যেহেতু  "প্রকাশিত বাক্য " বা "উদ্ঘাটন " সাংকেতিক আকারে বেশির ভাগ লেখা হয়েছে তাই সেই সমস্ত ঘটনাগুলো না ঘটা প্রযন্ত একটা অনুমান করা যেতে পারে । সেই অনুমানগুলো আমি নিম্নে আলোচনা করছি ।
# ইন্টারনেট
কিছু কিছু বাইবেল বিশ্লেষক এমনকি আমিও মনে করি  666 বলতে যেটাকে বোঝানো হয়েছে সেটি হল " ইন্টারনেট " । অবাক হওয়ার মত বিষয়টি হলেও বাস্তবে অনেকে ইন্টারনেটকেই শয়তানের সংখ্যা হিসাবে মনে করেন । আর এমনটা অনুমান করার পিছনে বাইবেল বিশ্লেষকরা বিভিন্ন যুক্তি দেখান । আর মজার বিষয়টি হল 666 হিসাবে যেগুলো অনুমান করা হয়েছে তার বেশিরভাগই ইন্টারনেটের কোন না কোন বিষয়ের সাথে যুক্ত । বিষয়টি একটু গভির থেকে বুঝতে হলে প্রত্যেকটি শব্দ বাক্যে বিভিন্ন ভাবে পর্যালোচনা করতে হবে । যেমনটি রয়েছে 13 অধ্যায়ের 13 অনুচ্ছেদে -
**দ্বিতীয় পশুটি মহা অলৌকিক সব কাজ করতে লাগল, এমন কি সকলের চোখের সামনে আকাশ থেকে পৃথিবীতে আগুন নামাল৷ **
জগৎ,ইন্টারনেট,ইন্টারনেট জগৎ,
ইন্টারনেট জগৎ

এখানে 666 কে পশু হিসাবে সংকেত করা হয়েছে , যার ক্ষমতা রয়েছে আকাশের বস্তু মাটিতে নামিয়ে আনার । আর আমরা জানি  বর্তমানে ইন্টারনেট একটি তরঙ্গ মাধ্যম , যেটি শুন্য মাধ্যমেও বিচরণ করতে পারে , যার দ্বারা বিভিন্ন আকাশ বিঙ্গানী তাদের মহাকাশে পাঠানো মহাকাশ যান গুলো নিয়ন্ত্রন করতে পারে , এবং প্রয়োজনে সেটিকে মাটিতে ফিরিয়েও আনতে পারে ।
# সংখ্যা তত্ত্ব CHALDEAN NUMEROLOGY
নিউমেরোলজি গ্রীসে আবিষ্কার হওয়া একটি গানেতিক বিশ্লেষন পদ্ধতি যেখানে শব্দ, নাম এবং ধারণাগুলিকে বর্ণগুলির সংখ্যাগত মান দিয়ে  অধ্যয়ন করাকে বোঝায় । এই সংখ্যা পদ্ধতি যন্ত্রাদি তৈরি , কোন কোন সময় কম্পিউটার পোগ্রামিং , জ্যোতিষশাস্ত্র কোন কোন ক্ষেত্রে কোডিং এর জন্যেও ব্যবহার করা হয় ।
যেহেতু শয়তানের নাম্বার NUMBER OF BEAST বিষয়টি কোডিং করে 666 বলা হয়েছে তাই ক্যালডিয়ান সংখ্যাতত্ত্বে 666 টি কোন কোন অক্ষরকে নির্দিষ্ট করছে সেগুলো দেখে নেওয়া যাক , CHALDEAN NUMEROLOGY পদ্ধতিতে 6 সংখ্যাটিকে যথাক্রমে U,V আর W কে নির্দিষ্ট করে ।
আপনি বা আমরা যেকোনো ব্রাউজারি খুলি না কেন ,সেখানে কোন কিছু লিখে সার্চ করিনা কেন , তার সামনে নিজে থেকে www চলে আসবে । এই www ছাড়া কোন কিছু সার্চ করা সম্ভব না । তাই অনেক বাইবেল বিশেষজ্ঞ মনে করেন যে বাইবেলে বলা তিনটি 6 আসলে তিনটি w কে নির্দিষ্ট করছে ।
CHALDEAN NUMEROLOGY, numerology,
CHALDEAN NUMEROLOGY
  # ঠিক না বেঠিক
বাইবেল বিশেষজ্ঞরা 666 বা শয়তানের নাম্বার ( NUMBER OF BEAST ) কে অনেকভাবেই বিশ্লেষন করেছেন । কিন্তু কোনটি সঠিক কোনটি বেঠিক সেটা কারো দ্বারা বলা সম্ভবপর হয়নি । বাইবেল বিশেষজ্ঞদের দ্বারা যা কিছুই বলা হয়েছে NUMBER OF BEAST এর বিষয়ে ,তার সম্পুর্ণটাই একটি ধারনা । যেগুলি বাইবেলের অনুচ্ছেদগুলো বিশ্লেষন আর কিছু যুক্তি প্রদানের উপর ভিত্তি করে বলা হয়েছে ।
NUMBER OF BEAST হিসাবে যে শুধু ইন্টারনেটকেই অনুমান করা হয় এমনটি নই , ইন্টারনেটের পাশাপাশি RFID চিপস , বাড়-কোড , আরো অনেক জিনিস কেও মনে করা হয় , সেগুলো ধাপে ধাপে পরের প্রতিবেদনে আলোচনা করবো ।
** সুমন্ত মাহালী হেমরম **
আমার লেখা বাইবেলের উপর কিছু প্রতিবেদন
বিবর্তনবাদ ও বাইবেল
বাইবেল কি বিজ্ঞানের বিরোধিতা করে
বাইবেলে বলা কিছু বৈজ্ঞানিক তথ্য 
WhatsApp

1 টি মন্তব্য: