History of dakshin dinajpur, bangla bible, DAKSHIN DINAJPUR, Uttar DINAJPUR, Malda, chiristanity, santhal,indian tribe,mahli tribe, unknown facts, tourist place of Malda, tourist place of Dakshin DINAJPUR ,bible, bible story, bible story in bangla,dakshin dinajpur news,adibashi,sautal,indian tribe culture,

TRANSLATE ARTICLE TO YOUR LANGUEGE

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

পবিত্ৰ ভস্ম বুধবার ।। Ash wednesday


# ভস্ম বুধবার বা ASH WEDNESDAY
ভস্ম বুধবার বা ASH WEDNESDAY , খ্রীষ্ট ভক্তদের দ্বারা একটি বিশেষ খ্রীষ্টিয় অনুষ্ঠান । যেদিন থেকে প্রভু যীশুর মহা দুঃখ ভোগ কালের শুরু। প্রভু যীশুর সেই কষ্টের শুরুর যাতনাকে স্বরণে রেখে খ্রীষ্টান সম্প্রদায়ের কিছু মন্ডলি যেমন কাথলিক, লুথারেন, ম্যাথডিষ্ট, প্রেসবেটেরিয়ান এবং কিছু ব্যাপ্টিষ্ট মন্ডলী প্রভু যীশুর পুনরুত্থান বা রবিবারের আগে ছয় সপ্তাহ প্রায়শ্চিত্তকাল পালন করে থাকে। যার প্রারম্ভ ভস্ম বুধবারের ASH WEDNESDAY  মধ্য দিয়েই শুরু হয় প্রায়শ্চিত্তকাল আর উপবাসকাল।
# পালন করার কারন
বাইবেলের মার্ক লিখিত মঙ্গল সমাচারের ১ অধ্যায়ের ১৫ নং অনুচ্ছেদে বলা হয়েছে - ** যীশু বললেন, ‘সময় এসে গেছে; ঈশ্বরের রাজ্য খুব কাছে৷ তোমরা পাপের পথ থেকে মন ফেরাও এবং ঈশ্বরের সুসমাচারে বিশ্বাস কর৷’** 
পবিত্র ভস্ম বুধবার, ভস্মবুধ, ভস্ম বুধ,  ash wednesday,
পবিত্র ভস্ম বুধবার
ভস্ম বুধবার ASH WEDNESDAY থেকে শুরু হয়ে ঠিক ৪৬ দিনে পড়ে ইষ্টার। তার আগে যাবতীয় যন্ত্রনা সহ্য করতে হয়েছিল প্রভু যীশুকে । তাই এইদিন থেকে শুরু করে সোম থেকে শনিবার পর্যন্ত উপবাস পালন করা হয় এবং বিভিন্ন পাপকার্য থেকে নিজেদের সরিয়ে রেখে অনুতাপ করা হয় ।
# পালন অনুষ্ঠান
কাথলিক সমাজের খ্রীষ্ট ভক্তরা চার্চে এই বিশেষ বুধবারের দিনে জাযকদের দ্বারা বিশেষ খ্রীষ্টজাগের আয়োজন করেন । যে অনুষ্ঠানে পবিত্র ছাই দিয়ে প্রত্যেক খ্রীষ্ট ভক্তদের কপালে জাযকগন ক্রোস অঙ্কন করেন । যে ছাইটি সংগ্রহ করা হয় গত বছরের পাম সান্ডেতে বা খেজুর পরবে যে খেজুর পাতা ব‍্যাবহার করা হয়েছিল সেগুলি পুড়িয়ে তার ভস্ম ব‍্যাবহার করা হয়। জাযক এই ছাই দ্বারা  কপালে ক্রোস করে বলা হয় ** " অনুতাপ কর, সুসমাচারে বিশ্বাস রাখ " অথবা " মনে রেখ তুমি ধুলি, ধুলিতে প্রতিগমন করবে।" **
ভস্ম তিলক,ash-wednesday
ভস্ম তিলক
এই ছাই হচ্ছে মন পরিবর্তণের চিহ্ন স্বরূপ। যেটি একটি প্রতীক চিহ্ন হিসাবে বাইবেলের সেই বানিকে মনে করিয়ে দেই যেটি রয়েছে বাইবেলের আদিপুস্তকের তিন অধ্যায়ের ১৯ অনুচ্ছেদে বলা হয়েছে-
**“আমি ধূলি থেকে তোমায় সৃষ্টি করেছি এবং যখন তোমার মৃত্যু হবে, পুনরায় তুমি ধূলিতে পরিণত হবে”।**
WhatsApp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন